Betterlife: The dairy game 3th June 2023||My activities of a hot day.

in Incredible Indialast year (edited)
20230604_121749_0000.png

Hello friends,

আজ আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে আমার জন্য অন্যরকম অনুভূতি। আমি এর আগে কখনও ডায়েরি গেম লিখিনি। আশা করি, আমার আজকের লেখাটি আপনাদের ভালো লাগবে।

আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। তারপর আমার দাঁতগুলো ব্রাশ করি। এটার পর বই নিয়ে পড়তে বসেছিলাম।

IMG_20230604_124207.jpg
IMG20230604114313.jpg

খুব ইচ্ছা হচ্ছিল কোমল পানীয় পান করার। তাই একটা অটোভ্যানে উঠে বসলাম। তিন/চার মিনিটের মধ্যে পৌঁছালাম বাজারে। একটি ফটোকপি শপে বসলাম।

বিদ্যুৎ বিভ্রাট চলছে, তাই প্রচুর গরম। মন চাইছে না বাইরে বের হতে, তাই স্থানীর একটি ছোট ভাইকে বললাম কোমল-পানীয় নিয়ে আসতে।

IMG_20230604_111848.jpg
IMG20230604111302.jpg
IMG20230604111138.jpg

আনা মাত্রই আমরা তিন/চার মিলে খাওয়ার কাজটি সেরে ফেললাম। তবে কেমন জানি, এক অস্বস্থিকর অবস্থা। প্রচুর গরম এবং সাথে বিদ্যুৎ বিভ্রাট। এরা যেন দু'জন পরামর্শ করে এসেছে।

PXL_20230602_113231164.jpg

পীজ ঢালা রাস্তার যেন অগ্নিস্নাত অবস্থা। আমাদের এলাকাতে মাইকিং চলছে, দুপুর ১২:০০ টা থেকে বিকাল ০৩:০০ টা পর্যন্ত যেন সবাই ঘরের মধ্যে থাকে। কারণ সূর্যের এই তেজস্ক্রিয় রশ্মি, মানুষের শরীরের জন্য ক্ষতিকর।

PXL_20230529_122356474.jpg
PXL_20230518_113518039.jpg
PXL_20230518_113354200.jpg

তারপর বাড়ির উদ্দেশ্যে আবারো বের হলাম দোকান থেকে। কারণ দুপুর ১২:০০টার মধ্যে বাড়িতে ফিরে আসতে হবে। বাড়িতে পৌঁছে আমাদের গাছের চার/পাঁচটি মিষ্টি আম খেলাম। রাসায়নিক কেমিক্যাল ছাড়া ফল, মানসিক আত্নতৃপ্তির পাশাপাশি শরীরের ও উপকার।

এরপর দুপুর ০৩:০০টার দিকে স্নান সেরে নিলাম। দুপুরের খাবার খেয়ে, মোবাইল হাতে নিয়ে বসলাম। প্ল্যাটফর্মের বেশ কিছু লেখালেখি পরিদর্শন করলাম।এ আই, চুরি করা লেখা এবং ছবি পুন-নীরিক্ষণ করলাম।

PXL_20230601_183134983.jpg
PXL_20230601_183110058.jpg
PXL_20230601_183047312.jpg

বিকেলের দিকে আমাদের গ্রামের মন্দিরে গেলাম। তারপর বুঝতে পারলাম যে আজ মন্দিরে অনুষ্ঠান আছে‌। মন্দিরের এক পার্শ্বের বট গাছটি আমার খুব পছন্দের। ভরা দুপুরেও এই বট গাছের ছায়াতে যেন সূর্যের প্রখরতা অনুভব করা যায় না।

IMG20230601184028.jpg
IMG20230601184022.jpg
PXL_20230601_183608772.jpg

তারপর রাস্তার পাশে চোখ যেতেই দেখলাম একটি সুন্দর হলুদ রংয়ের ফুল। এই ফুলটিকে বলা হয় "চম্পা" ফুল। আসলে এটার নামকরণের পিছনের কারণ আমার জানা নেই। তবে ফুলটি দেখতে আমার কাছে অনেক অনেক বেশি আকর্ষণীয়।

এই ফুলটিকে আমাদের গ্রামে যখন ভাটি পূজা হয়, তখন কুলা সজ্জিতকরণে আমরা ব্যবহার করে থাকি। এই ফুলের চাষ করা হয় না। আর এখন এই ফুলের গাছ বিলুপ্ত প্রায়।

গোধূলি লগ্ন চলে এসেছে অর্থাৎ সন্ধ্যা সন্নিকটে। তাই বিলম্ব না করে বাড়িতে ফিরলাম। কিন্তু আবার কিছুটা সময় বাদে বিদ্যুৎ বিভ্রাট।

IMG20230603210637.jpg
IMG20230603210632.jpg
PXL_20230603_205858746.jpg

খুব বিরক্তি ও গরম অনুভুতি হচ্ছিল। তাই মোবাইলটা ও একটি টর্চ হাতে নিয়ে রাস্তাতে বেরিয়ে পড়লাম। পূর্ণিমা বিগত হয়েছে মাত্র দুই দিন হল, তাই আকাশে চাঁদের দেখা মিলছে।

তবে মাঝেমধ্যে হালকা মেঘ এসে চাঁদের আলোকে পৃথিবীতে আসতে বাধা দিচ্ছে।

এভাবেই সারাটা দিন কিছু প্রয়োজনীয় কাজ ও অস্বস্তিকর গরমের মধ্যে অতিবাহিত করলাম। আমাদের দেশে সামনে প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিবে, এরকমটা বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন।

কারণ দেশের অভ্যন্তরে যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় বন্ধের পথে। এ বন্ধ হওয়ার পেছনেও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তবে এটি আমি আর এখন উপস্থাপন করছি না।

বিদ্যুৎ বিভ্রাট এর জন্য আমাদের দেশের মানুষ প্রচুর ভোগান্তির শিকার হচ্ছেন বর্তমান। জানিনা আদৌ এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আমাদের দেশের সরকার এবং জনগণ। তারপর বাড়িতে পৌঁছে রাতের খাবার শেষ করেই, ঘুমিয়ে পড়লাম।

লেখাতে ব্যবহৃত প্রতিটি ছবি আমার নিজস্ব মোবাইল ক্যামেরা ধারণ করা হয়েছে। আবার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  

With great emotion we notify you that this article has been curated by @malikusman1, member of team #2. Your content is amazing, keep working hard to opt for the weekly top.

Voting date: 04/06/2023

image.png

Loading...
 last year 

Amigo se ve que pudiste disfrutar de este día a pesar de calor que estaba haciendo y lo bueno es que pudiste refrescarte un poco tomando un rico refresco. La fotos de la luna se ven muy bonito. Gracias por compartir tu día con nosotros a través de esta publicación. Saludos y bendiciones.🤗

Hola 🙂
Tu post ha sido votado por @colombiaoriginal dentro del marco de Make Noise Project Week 54, que impulsa @alejos7ven.
Sigue con el buen trabajo.

Te invitamos a seguir las redes sociales para Steem y Steemit:

image.png image.png image.png

Si no lo has hecho, Te invitamos a votar por @cotina y @bangla.witness como Witness, sino sabes como hacerlo, podrías revisar esta publicación: https://steemit.com/hive-113376/@colombiaoriginal/colombia-original-apoyando-a-cotina-como-witness.


We stopped by to tell you that we have come to vote for your publication.🙂

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.032
BTC 60799.23
ETH 2640.18
USDT 1.00
SBD 2.58