Better Life With Steem || The Diary game || 11th December 2023|| Brotherhood and relationships are paramount.

in Incredible India8 months ago
IMG_20231211_133047.jpg

Hello Everyone,
বন্ধুরা, আমার আজকের দিনলিপিতে সকলকে স্বাগতম। আজ আমি আমার ব্যস্ততাময় একটি দিন আপনাদের সাথে ভাগ করে নিতে চলে এসেছি। যেখানে আমি উল্লেখ করতে যাচ্ছি বর্তমান সময়ের কাগজের মূল্য। কিন্তু এটার পরেও এখনো প্রাধান্য আছে সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ।

ভ্রাতৃত্ববোধ এই শব্দটা হয়তো ছোট কিছু অর্থটা এটার পরিধিতে পরিমাপ করা যায় না। আমার দেশ বাংলাদেশ যেখানে এখনো ভ্রাতৃত্ববোধ লক্ষনীয়। তবে এটাও সঠিক যে পৃথিবীর অনেক দেশে এখনো ভ্রাতৃত্ববোধ আছে। অন্যথায় এখানে এতো দেশের মানুষ এক সাথে কাজ করতে পারতো না।

ভ্রাতৃত্ববোধ আছে বলেই আমরা আজ এই প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন দেশের মানুষ হয়েও সকলেই একসাথে এক নিয়মে আবদ্ধ হয়ে শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করছি। তাহলে চলুন এখন আমার দিনলিপিতে যাওয়া যাক।

Morning:

IMG20231211093347.jpg Winter Morning

আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল ৭.০০ টার দিকে। মা বলল যেন বাইরে না যাই, কারণ অনেক কুয়াশা। কিন্তু আমি তো যাবোই, কারণ শীতের সকালে কুয়াশাচ্ছন্ন রাস্তায় হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। একটু দূরের মানুষই কুয়াশার জন্য ঝাঁপসা দেখা যায়। এই বছর শীতকালের প্রথম সকাল এটি যেখানে অনেক কুয়াশা দেখা গিয়েছিল।

IMG_20231211_093351.jpg Biscuit

আমি ব্রাশ করতে করতে রাস্তায় গিয়েছিলাম। তাই বাড়িতে ফিরেই নিজেকে পরিষ্কার করে এক প্যাকেট বিস্কুট খেয়েছিলাম। বিস্কুট খাওয়ার পূর্বে আমার নির্ধারিত ওষুধও খেয়েছিলাম। এবার বই পড়ার সময়, তাই বিলম্ব না করেই পড়ার টেবিলে বসেছিলাম। সাপ্তাহিক কোচিং পরীক্ষার বিষয় ছিল: বচন, লিঙ্গ, কারক এবং বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে আধুনিক যুগ।

IMG20231211095130.jpg breakfast

বই পড়তে পড়তে প্রায় সকাল ৯.৪০ বেজেছিল, মা তখন আমাকে সকালের খাবার খাওয়ার জন্য ডেকেছিল। সকালে আতপ চালের গরম ভাত সাথে ছিল বেগুন ভাজি ও বাঁধাকপি এবং এটা মা হরিণা চিংড়ি দিয়ে রান্না করেছিল। বর্তমান উন্নত প্রযুক্তির স্পর্শ কৃষিক্ষেত্রে ও অবদান রাখছে। যার বছরের বারো মাস এখন বিভিন্ন শাক-সবজি পাওয়া যায়। তবে এটাও সঠিক যে ঋতুকালীন সবজির স্বাদ অতুলনীয়। বছরের অন্য সময় সেই স্বাদ পাওয়া যায় না।

IMG20231211104422.jpgCat

আমরা সকলেই জানি যে বিড়াল আরাম প্রিয় প্রাণী। শীতকালে বিড়ালকে বিছানাতেই বেশি দেখা যায়। শীতের সময় আমরা যেমন মিষ্টি রোদ্দুর উপভোগ করতে পছন্দ করি, অনুরূপভাবে বিড়াল ও পছন্দ করে।

আমি সকালের খাবার শেষ করেই একটু বাড়ির সামনে রাস্তাতে গিয়েছিলাম। সেখানে পৌঁছে এই বিড়াল ছ নাটিকে দেখেছিলাম যে রোদ্দুর উপভোগ করছে। একা একাই ভীষণ মজা পাচ্ছিল আর লাফালাফি করছিল।

Noon:

IMG_20231211_131537.jpg Zoom Class

সময় দুপুর ১২.১৫, হঠাৎ স্যারের দেওয়া একটি নোটিশ দেখেই দ্রুত স্নান সেরে নিয়েছিলাম। কারণ আজ স্যার সন্ধ্যায় অন্য একটি বিষয় ক্লাসে করাবেন। সেই জন্যই বিগত ক্লাসের অসমাপ্ত অংশ ১.০০টার সময় ক্লাসে সম্পন্ন করাবেন। সাত-পাচ না ভেবেই আমি সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করে ক্লাসে জয়েন করেছিলাম। প্রায় আড়াই ঘণ্টা স্যার আমাদের ঐ নির্দিষ্ট টপিকটি বুঝিয়েছিলেন।

তারপর আমি আমার দুপুরের খাবার খেয়েছিলাম। তবে দুপুরের খাবার খেয়েছিলাম তখন বিকেল। যাইহোক, আবার কিছু শীট কপি করার বাকি ছিল। একটু বিশ্রাম ও নিতে হবে। তাছাড়া সকালে সব কাজ করার ফাঁকে ফাঁকে আমার সাপ্তাহিক প্রতিবেদন ও লিখেছিলাম। যার ফলে কোনোরকম অবসর সময় ও অতিবাহিত করার সুযোগ হয় নি।

Afternoon & Evening:

IMG_20231211_133047.jpg

দুর্ভাগ্যবশত, বাজারে পৌঁছে দেখলাম বিদ্যুৎ বিভ্রাট। তাই কি আর করা, আমার দাদা ও এলাকার কিছু বড়ই ভাইদের সাথে বাজারের রাস্তাতেই বসে চা খাওয়ার সভায় যোগদান করেছিলাম। বাজারে সময় অতিবাহিত করার মানুষের কোনো ঘাটতি নেই। যদি আবার সেইটা হয় বিকেলের দিকে।

IMG20231211182043.jpg
IMG20231211182017.jpg
IMG_20231211_215240.jpg

অবশেষে, সন্ধ্যা ঘনিয়ে এসেছিল তখন বিদ্যুৎ বিভ্রাট দূর হয়েছিল। সবুজের কম্পিউটার ঘরে পৌঁছেছিলাম। কারণ আমি রিপনকে দিয়েই আমার প্রয়োজনীয় সকল কাজ করাই কিন্তু হঠাৎ রিপন একটু শীতকালীন অবসর সময় অতিবাহিত করার জন্য কক্সবাজারে গিয়েছিল।

তাছাড়া আজ আমার প্রিন্টারই প্রয়োজন। কারণ গুরুত্বপূর্ণ শীটের pdf file ফটোকপি করতে হবে। প্রায় একশত কপি করতে হবে তাই যথেষ্ট সময়ের ও বিষয়।

বার্তাঃ
বর্তমান বাজার মূল্যের ঊর্ধ্বগতি দৃশ্যমান। কিন্তু আমার কাগজের ব্যয় অনেক হওয়া সত্ত্বেও সবুজ আমার থেকে শুধুমাত্র মোলিক ব্যয় রেখেছিল। সম্পর্ক এবং মানবিকতার প্রাধান্য এখনো আছে।

বর্তমান বাজার মূল্য:-

LocationPaper priceTotal paperTotal PriceSteem price
Bangladesh1=5.00100.00500.0020.00

আমার যেটা ব্যয় হয়েছিল:-

LocationPaper priceTotal paperTotal PriceSteem price
Bangladesh1=2.00100.00200.0008.00

যাইহোক, কাজ শেষ করাতে করাতে প্রায় ৭.০০টা বেজেছিল। তারপর আমি বাড়িতে ফিরে এসেছিলাম। এভাবেই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় অতিবাহিত করেছিলাম।

আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

END

Sort:  
Loading...

আপনার পুরো পোস্টটি পড়লাম। আপনি আপনার দৈনন্দিন জীবনের সম্পাদিত কাজ গুলো সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। শীতের কুয়াশামাখা সকালে তখন সূর্য উদিত হয় তখন সেই নরম রোদ পোহাতে খুব ভালো লাগে। আপনি বিড়াল অনেক পছন্দ করেন। বিড়াল মে বিছানায় শুয়ে থাকে সেখানে যত রোগ জীবাণু শুষে নিয়ে আমাদেরকে সবপ্রকার রোগ বালাই থেকে রক্ষা করে।

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর দৈনন্দিন জীবন লেখার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

বাংলাদেশে ভাতৃত্ববোধ এখনো বিদ্যমান এই কথাটির সাথে আমিও একমত।এর সাথে আমি আরো একটু যোগ করতে চাই যে, শুধুমাএ বাংলাদেশ না এটা পৃথিবীর বেশির ভাগ মানুষের মাঝেই বোদকরি বিদ্যমান।তবে কিছু মানুষের জন্য একটা এলাকা বা দেশের বদনাম হয়ে থাকে বলেই আমার মনে হয়্।
আপনার লেখায় পরলাম আপনার মা আপনাকে কুয়াশার মাঝে হাটতে নিষেধ করেছে কিন্তু আপনি ঠিকই বের হয়ে গেছেন।আসলে ঘন কুয়াশার মাঝে হাটার মাঝে আলাদা একটা ভালো লাগা কাজ করে।এটা আমারও খুব ভালো লাগে।
ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।
ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 8 months ago 

অবশ্যই তাই, আমিও লেখাতে এটাই উল্লেখ করেছি যে অনেক দেশেই ভ্রাতৃত্ববোধ আছে। বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই, এই প্ল্যাটফর্মেই আছে, তাই আমরা শৃঙ্খলাবদ্ধ ভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারছি।

 8 months ago 

আজকে প্রচন্ড কুয়াশা পড়েছে আপনার এক পোষ্টের মাধ্যমে জানতে পারলাম এবং এখন যেহেতু শীতকাল তাই কুয়াশা পড়বে এটাই স্বাভাবিক এবং এই কুয়াশার জন্য অনেক সমস্যার মুখে আমাদের পড়তে হয়। আপনি সকালে প্যাকেট বিস্কুট খেয়েছিলেন এবং আপনার নির্ধারিত ওষুধও খেয়েছিলেন। আরো অনেক কিছু আপনি আপনার পোষ্টের মাধ্যমে উল্লেখ করেছেন আপনার একটি দিনের কার্যক্রম আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। একটি বিড়াল ছানার ছবিও আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম বিড়ালটি দেখতে অনেক সুন্দর ছিলো।

আপনার দিনলিপিটি পড়ে মনে হলো আপনি নিজের কাজ নিজেই বেশি করেন।এটা অনেক ভালো একটা গুন বলে আমি মনে করি। সকালে ঘুম থেকে উঠে কুয়াশাচ্ছন্ন রাস্তায় হেঁটেছেন।এরপর বাড়িতে এসে বই নিয়ে বসেছেন।জুম ভিডিও এর মাধ্যমে ক্লাসও করেছেন।বিকালে বাজারে গিয়ে অনেক ফটোকপি ও করে নিয়ে এসেছেন নিজের পড়াশোনার শিট।আপনার দিনলিপিটি চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59453.81
ETH 2607.50
USDT 1.00
SBD 2.39