গ্রাম্য কিছু চিত্র||ফটোগ্রাফি।

in Incredible India2 months ago (edited)
PhotoCollage_1723619245760.jpg

Hello Friends,
দিনকে দিন যেন লেখার ভাষা হারিয়ে ফেলছি তাই ফটোগ্রাফিতে মনোযোগ দিচ্ছি। কোথাও যেন একটা প্রশান্তি খুঁজে পাচ্ছি এই দৃষ্টি নন্দন করা দৃশ্য গুলো মুঠোফোনের গ্যালারিতে দেখতে পেয়ে। আপনারা ও কি আমার মতো কিছু করছেন?

আজ আমি ছবি তুলতে আর বাইরে কোথাও যাইনি। বাড়ির সদর দরজা ও ছাদ বাগানের কিছু দৃশ্য নিয়ে চলে এসেছি। আশাকরি, আমার মুঠোফোনের ছবি গুলো আপনাদের ভালো লাগবে।

IMG20240814124146.jpg

মেঘলা আকাশের জন্য প্রকৃতি অন্য রূপে নিজেকে সাজিয়েছে তাই আলোর ভিন্নতা দৃশ্যমান। যদিও দেখতে একটু মৃদু আলো কিন্তু ভিন্নতাতেই তো আকর্ষণ।

IMG20240814124159.jpg

আবহাওয়ার পরিবর্তন ও রৌদ্রের প্রখর তাপ গবাদিপশুর জন্য ক্ষতিকর তাই গবাদিপশুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে গবাদিপশুর মালিক। ঘাসের ও ঘাটতি দেখা যাচ্ছে প্রাকৃতিক কারণে। নচেৎ এতোটা কষ্ট করে ঘাস সংগ্রহ ও করতে হয় না।

IMG20240814124210.jpg

বাড়ির সদর দরজার ডান পাশে পিলারের মতো দাঁড়িয়ে আছে একটি সাদা ফুল গাছ। এই ফুল গাছ একদমই লবণ সহ্য করতে পারে না। পাশাপাশি পূজোতেও এই ফুল ব্যবহার করা হয়। মজার বিষয় হলো এই ফুল গাছ লাগানোর জন্য কষ্ট করে বীজ সংরক্ষণ করতে হয় না। কারণ এই গাছের শক্ত ও বয়স্ক শাখা বর্ষাকালে মাটিতে লাগালেই সেই শাখা থেকে গাছ হয়।

IMG20240814125021.jpg

যেহেতু, গাছ রোপনে কোনো ঝামেলা নেই সেই কারণে ঘরের পাশেও এই ফুল গাছ দেখা যায়। তাছাড়া এই গাছটি খুব বেশি জায়গা ও দখল করে না।

IMG20240814124351.jpg
IMG20240814124339.jpg

দূর্দান্ত এবং শরীরের জন্য উপকারী একটি ফল ডুমুর যেটার কোনো ফুল কেউ কখনো দেখেনি। এটা কি আপনারা কেউ খেয়েছেন?

যদি না খেয়ে থাকেন তাহলে ভুল করেছেন এবং চেষ্টা করবেন প্রতি সপ্তাহে বা প্রতিমাসে ২/১ বার খাওয়ার জন্য। কারণ এটাতে প্রচুর পরিমাণে আয়রণ থাকে। বিশেষ করে গর্ভবতী মায়ের জন্য সবচাইতে কার্যকরী।

এমনকি স্বাদের দিকেও উত্তম। আমি মাঝেমধ্যেই মায়ের কাছে ডুমুর খাওয়ার আবদার করি। যেহেতু, আমাদের গ্রামে এটি পাওয়া যায় এবং আমাদের পুকুরে আছে চিংড়ি মাছ। তাই সব মিলিয়ে খেতে ভীষণ মজা হয় যখন মা রান্না করে।

IMG20240814124752.jpg
IMG20240814124746.jpg
IMG20240814124732.jpg

বাড়ির ছাদে লাগানো হয়েছে হরেক রকমের ফুল, ফল ও সবজি যে কারণে সেখানে ছবি তুলতে যাওয়া। এই তিনটি ছবি গোলাপের যে কালারটা আমি আগে কখনো দেখিনি। কারণ নার্সারিতে ছাড়া আপনি বিচিত্র রংয়ের ফুল ও ফল পাবেন। হ্যাঁ পাবেন যদি আপনি নার্সারি থেকে সেগুলো বাড়িতে নিয়ে আসেন।

যেহেতু, বাড়ির ছাদে তেমন বিশেষ কোনো কাজ করা হয় না তাই ফেলে না রেখে ফুল, ফল ও সবজি লাগানোটাই উত্তম। বাড়ির সৌন্দর্য যেমন বৃদ্ধি করে অন্যদিকে পরিবারের ফল ও সবজির চাহিদা কিছুটা হলেও পূরণ হয়।

IMG20240814124855.jpg
IMG20240814124849.jpg

এই ফুল গুলো আপনাদের কাছে কেমন মনে হয়?

আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। তবে ফুলের থেকেও গাছটি আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। কারণ এই গাছ গুলো অন্য গাছের থেকে ভিন্ন। আপনারা লক্ষ্য করলেই দেখবে এই গাছের পাতা গুলো একটু মোটা।

আদেও এমনটা না বরং এই গাছের পাতা জল সংগ্রহ করে রাখতে পারে যে কারণে পাতা দেখতে মোটা মনে হয়। এই বৈশিষ্ট্যের কারণে এই গাছ গুলো শুষ্ক আবহাওয়ায় ও দীর্ঘ সময় টিকে থাকতে পারে।

এটার অন্য একটি বৈশিষ্ট্য আছে সেটা হলো এই গাছের জন্য আলাদা কোনো জায়গার প্রয়োজন হয় না। যে কোনো গাছের গোড়ার দিকের মাটিতেও রোপন করা যায়। এটা অনেকটা লতা প্রকৃতির একটি গাছ। আমার ছবিতেই আপনারা দেখতে পাচ্ছে এটা টবে লাগানো হয়েছে। কারণ ছাদে অন্য কোনো বড় গাছ নেই যেটার গোঁড়ার দিকে এটাকে লাগানো যায়।

IMG20240814124921.jpg

ছাদের এক পাশে আবার লাগানো হয়েছে লাউ সবজি যেটাতে এই মুহূর্তে ফল ও ধরেছে। লাউ গাছে ডগাকে বলা হয় লাউ শাক যেটা খেতে খুবই সুস্বাদু। আবার লাউ গাছের ফল যেটা খুব সুস্বাদু ও শরীরের জন্য উপকারী।

আমরা কিন্তু এভাবেই বাড়ির ছাদে ও ফাঁকা জায়গায় এভাবে ফল ও সবজি চাষ করতে পারি। বাড়ির ক্ষেত্রে উৎপাদিত সবজি ও ফল নিঃসন্দেহে বাজারের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যসম্মত।

যাইহোক, আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Sort:  
Loading...
 last month 

গ্রামীণ চিত্রের যে সৌন্দর্য তার সাথে আর কিছুরই তুলনা করা চলে না,,,তাকালেই যেন চোখের নজর কেড়ে নেয় সবুজ প্রকৃতি, তাছাড়া এখন চলছে বর্ষাকাল দিকে চারদিক তাকালেই যেন একটা সৌন্দর্য চিত্র ফুটে ওঠে,,,

আপনার করা প্রত্যেকটা ফটোগ্রাফি সত্যি অনেক বেশি সুন্দর ফুলগুলো সদ্য উঠেছে মনে হয়, আবার কয়েকটা ফুটে নি সত্যি এমন পরিবেশ কাছ দেখলে মন ভরে যায়, সেই সাথে বাড়ি আঙিনায় সবজির রপন এটা অসাধারণ একটা ব্যাপার। আমার তো দেখে লাউ টা বেশ পছন্দ হয়েছে।।।।

 last month 

গ্রাম্য কিছু চিত্র অনেকদিন পরে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো। এবং লাউয়ের সবজি গাছ লাগানো হয়েছে তাতে ফলের একটি সুন্দর জালি যা দেখতে আকর্ষণীয় ছিলো। তার পাশাপাশি প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর। আমি মুগ্ধ আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।

 last month 

আজকে আপনি দুর্দান্ত কিছু ফুলের ছবি সহ তার বর্ণনা খুব ভালোভাবেই উল্লেখ করেছেন কয়েকদিন আগেও আমি সাদা এই টগর ফুলের ফটোগ্রাফি পোস্ট করেছিলাম সাদা ফোন গুলো দেখতে বেশ চমৎকার।

এছাড়াও আপনার উঠানো শেষ ছবিটা দেখে মনে হল যে ছাদের উপরে লাউ ধরেছে লাউটা বড় সোহাগী যাই হোক একটু মজা করলাম লাউয়ের তরকারি ও শাক রান্না করে খেতেও আমার কাছে ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65834.12
ETH 2676.99
USDT 1.00
SBD 2.89