ফটোগ্রাফী||গ্রাম বাংলার মাটি ও মানুষের বন্ধুত্ব

in Incredible India2 years ago (edited)
20230204_223545_0000.png

Edited by Canva

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সকলের দিনটা ভালই কেটেছে। ব্যস্ততাময় আর একটা দিন পার করলাম। তারপরও আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো চলুন আর বিলম্ব না করে চলে যাই আমরা আজকের লেখাতে।
IMG20230204130052.jpg
IMG20230204130029.jpg
DeviceName
AndroidRealme8
LocationBangladesh
Shot by@piya3

একটু আগেই বলেছি আবারো একটা ব্যস্ততা আমার দিন পার করলাম কিন্তু তারপরও কিছুটা সময় বিনোদন তো করতেই হবে। আর আমার বিনোদনটা সব সময় হয় সাধারণত প্রকৃতিকে ঘিরে।

দেখতেই পাচ্ছেন ফটোগ্রাফিতে, আমি কিন্তু আমাদের বিলের মাঝে অবস্থান করছি এবং পাশেই ধান রোপন চলছে। সেই সাথে সবুজ ধানের ক্ষেত দেখা যাচ্ছে। সবুজের মাঝে যেন নিজেকেই মাঝে মধ্যে সবুজ মনে হয়। এই ধান ক্ষেতে আসলে প্রকৃতির সংস্পর্শে যেন নিজের ক্লান্তি দূর হয়ে যায়।

IMG20230204125433.jpg
IMG20230204125428.jpg
IMG20230204125521.jpg
DeviceName
AndroidRealme8
LocationBangladesh
Shot by@piya3

গলদা চিংড়ির অবস্থাটা দেখুন। ক্ষেতের পাশেই জল রয়েছে পুকুরের মধ্যে। যেখান থেকে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। আর এটার জন্য ছোট্ট কাঠের বোঝা আগে থেকেই জল থেকে উপরে তোলা হয়েছে।

হঠাৎ আমি এই কাঠের ছোট বোঝার দিকে লক্ষ্য করতে দেখতে পেলাম একটি গলদা চুপ করে লুকিয়ে আছে এটার মধ্যে। কিন্তু দুর্ভাগ্য, কি আর করা আমার চোখেই ধরা পড়েছে।

এই গলদা চিংড়ি প্রচন্ড চালাক একটি মাছ। সামান্য কাঠ যদি জলের মধ্যে থাকে, তাহলে এই কাজ সেরে এরা দূরে যাবেই না। সাধারণত মিষ্টি পানিতে এবং বালি যুক্ত পুকুরে এই গলদা চিংড়ি বেশি লক্ষ্য করা যায়।

IMG20230204130116.jpg
IMG20230204125725.jpg
DeviceName
AndroidRealme8
LocationBangladesh
Shot by@piya3

ছোট্ট বেগুন গাছের ফুল ধরেছে, আবার সজনে ডাটা গাছে সাদা ফুলে ভরে গিয়েছে। এই ফটোগ্রাফি গুলো মোবাইলে না তুলতে পারলে, যেন প্রকৃতির মধ্যে থাকা ব্যর্থ হয়ে যায়। তাই প্রকৃতির মধ্যে থাকার অনুভূতি থাকে সার্থক করার জন্য এই ফটোগ্রাফি গুলো মুঠোফোনে ধারণ করতে আর বিলম্ব করিনি।

IMG20230204125605.jpg
IMG20230204125556.jpg
DeviceName
AndroidRealme8
LocationBangladesh
Shot by@piya3

আমার সামনে হঠাৎ করে পেয়ে গেলাম এক সৌন্দর্যপূর্ণ দৃশ্য। কাপাস তুলা গেছে তুলা ফুটেছে আবার ফুল ও দেখা যাচ্ছে। এই তুলা আমরা সাধারণত বালিশের জন্য ব্যবহার করিনা।

বরং আমাদের পূজাতে যে প্রদীপ জ্বালানো হয় ওইটার সলতে হিসেবে ব্যবহার করি। তাই এই তুলা এবং গাছের প্রতি একটু বিশেষ নজর দেওয়া হয় সব সময়ের জন্য।

IMG20230204125314.jpg
IMG20230204125213.jpg
IMG20230204125150.jpg
DeviceName
AndroidRealme8
LocationBangladesh
Shot by@piya3

আমাদের গ্রামের মানুষের রয়েছে এখন প্রচুর ব্যস্ততা। যেহেতু গরমের ধান অর্থাৎ বোরো ধান রোপন চলছে এখন। সবাই যে যার মত করে জমিতে ধান লাগাচ্ছে। কারণ এই জমির ধানি হবে গ্রামের মানুষের সারা বছরের খাবার।

আবার কেউবা ধানের উপর করার পরে এটার মধ্যে যে আগাছা রয়েছে সেগুলোকে বেছে ফেলছে। ছোট বড় কোন দেখাদেখি নাই। যে যেভাবে পারছে তাদের নিজেদের কাজ নিজেরাই করছে। এজন্যই বলা হয় মাটির সঙ্গে গ্রামের মানুষের রয়েছে একটা মাখানো সম্পর্ক।

মাটি আর মানুষ সবসময় যেন খুব কাছাকাছি থাকে। এ ক্ষেত্রে দেখা যায় মাটির যদি কষ্ট হয় ওই মানুষগুলোরও কষ্ট হয়।

IMG20230204130314.jpg
IMG20230204130321.jpg
DeviceName
AndroidRealme8
LocationBangladesh
Shot by@piya3

অন্যদিকে ইঁদুর মহাশয় কিন্তু বসে নেই। সে ও তার খাবার জোগাড়ের জন্য অতি ব্যস্ত। তাই গর্ত খুঁড়ে অনেক মাটি বের করে রেখেছে। আর গর্তটা তো আপনারা দেখতেই পাচ্ছেন।

প্রচুর পরিমাণে ধানের ক্ষতি করে এরা, ধান রোপনের শুরু থেকে ধান ঘরে ওঠা পর্যন্ত। তাই এদেরকে মারার জন্য ফাঁদ পাতা হয়, যে যেভাবে পারে সেভাবে। আমাদের জমিতে তো বিদ্যুৎ লাইন সংযোগের মাধ্যমে এই ইদুর মারা হয়।

কোনো উপায় নেই এদেরকে মারতেই হবে। না হলে একটা ধানও ঘরে উঠবে না। আর এত বড় আকৃতির ইদুর রয়েছে যেগুলো মানুষ দেখলে পর্যন্ত দৌড়ায় না। এমন একটা অবস্থা এরা যদি পারে তাহলে মানুষকেই উল্টে ধাওয়া করতে পারে।

তাই ধান রোপনের এই সময়টাতে মানুষ ইচ্ছা করলেও এদেরকে না মেরে পারে না। আর তার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এক এক জন।

IMG20230204130143.jpg
IMG20230204125823.jpg
IMG20230204125812.jpg
DeviceName
AndroidRealme8
LocationBangladesh
Shot by@piya3

পুকুরের পাড়েই রয়েছে একটি বরই গাছ। আমার ছোট দুই বোন লাঠি দিয়ে বরই পারতে শুরু করেছে লাঠি দিয়ে। একটু রোদের তাপ দেখা দিয়েছে তাই বরই মাখা বেশ সুস্বাদু এই সময়টিতে।

কার গাছ আসলে সেইটা দেখার কোনো সময় নেই বরই খেতে হবে তো খেতে হবে। যদিও এটা আমাদের নিজেদের গাছ কিন্তু অনেক সময় এরকমটাও হয়।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও কোন নতুন লেখা নিয়ে চলে আসবো আপনাদের কাছে।

Sort:  
 2 years ago 
  • আসলে গ্রাম বাংলার পরিবেশ টা অনেক সুন্দর তার উপরে যদি ফটোগ্রাফি তোলা হয় সেই ছবিগুলো আরো অনেক সুন্দর দেখা যায়।

  • আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালই লেগেছে। তারপরে আপনার লেখাটা পড়ে বেশ ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফটোগ্রাফির সাথে এত সুন্দর একটা লেখা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76237.03
ETH 3033.90
USDT 1.00
SBD 2.62