Better Life with Steem || The Diary Game || October 17, 2025

in Incredible India8 days ago

thumb.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১৭ই অক্টোবরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

আজ সকাল ৯টার সময় আমি ঘুম থেকে উঠে পড়লাম। যথারীতি আজকেও ময়লা ফেলা হলো না কারণ আবর্জনা সংগ্রাহক দাদা ময়লার গাড়ী নিয়ে সকাল ৭টা নাগাদ আসে। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি এক কাপ চা বানালাম। তারপর আমি চা খেতে খেতে আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। এরপর বাজারে গিয়ে কাতলা মাছ কিনলাম আর বাজারেই একটা দোকান থেকে রুটি ও আলুর দম খেয়ে ব্রেকফাস্ট সারলাম।

বাড়ী ফিরে এক কাপ চা করে খেয়ে নিয়ে আমি আলু আর টম্যাটো দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে ফেললাম। আরেকদিকে ভাতও ততক্ষণে ইন্ডাক্সনে তৈরি হয়ে গেছে।

“দুপুর”

2.jpg

3.jpg

দুপুরে মাসী এসে কাজ করে চলে যাওয়ার পর আমি গরম ভাত আর কাতলা মাছের ঝোল দিয়ে লাঞ্চ করে নিলাম। আমার লাঞ্চ হয়ে যাবার কিছুক্ষণ পর ফ্লিপকার্ট থেকে আমায় একটা অর্ডার ডেলিভারি দিয়ে গেলো। আমার মেয়ের জন্য একটা বোর্ড বুকের সেট অর্ডার করেছিলাম, সেটাই আজকে ডেলিভারি দিলো। এরপর আমি ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

4.jpg

5.jpg

বিকেল ৫টা নাগাদ ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে আমি হাঁটতে বের হলাম। ৩০ মিনিটের মতো হেঁটে বাড়ী ফিরে আমি প্রথমে সন্ধ্যে দিলাম। তারপর এক কাপ চা করে নিয়ে আমি স্টিমিটের জন্য ডেইলি ডায়েরী গেম লিখতে বসলাম।

“রাত”

ডেইলি ডায়েরী গেম লেখা শেষ হয়ে গেলে আমি স্টিমিটে পোস্ট করে দিলাম। তারপর আমি আমার বউকে ফোন করলাম, ও তখন ট্রেনে অফিস থেকে বাড়ী ফিরছিল। ৩০ মিনিটের মতো কথা বলার পর আমি ইউটিউব ভিডিও দেখা শুরু করলাম।

আজকে প্রথমে আমি বেশ কিছু ইন্ডিয়ান ক্রিকেট টিমের টি২০ ম্যাচের হাইলাইটস দেখলাম। সত্যিই এই ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য আমার গর্ব অনুভব হয়। মহেন্দ্র সিংহ ধোনি রিটায়ার করার পরেও যেভাবে টিমটা এগিয়ে চলেছে সেটা একপ্রকার অকল্পনীয় ছিল।

তারপর আমি বেশকিছু রান্নার ভিডিও দেখলাম। আজকে আমি ভিডিওগুলো দেখে পটলের ভর্তা, মুসুর ডালের ভর্তা, নুন দিয়ে গলা, মেটে, কচকচি বা গিলে ভাপা আর বালি দিয়ে চিকেন ভাপার রেসিপি শিখলাম। আমি ভেবে রেখেছি যে কালীপূজো আর ভাইফোঁটা হয়ে গেলে এইসব রেসিপিগুলো একবার করে রান্না করে দেখবো।

রাত ১১টার পরে দিদি আসলে আমি ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। দিদির শ্বশুরবাড়ীর সকলের জ্বর হয়েছে এমনকি দিদিরও, সম্ভবত ভাইরাল ফিভার। দিদি বাড়ী ফিরে গেলে আমি খাবারদাবার সব গরম করে নিয়ে ডিনার করে নিলাম। ডিনার হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ অনলাইনে কাজ করলাম। এরপর ঘুম পেয়ে গেলে আমি সবকিছু সুইচ অফ করে দিয়ে ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ১৭ই অক্টোবরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 113671.71
ETH 4072.99
USDT 1.00
SBD 0.60