রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ১০

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এই পোস্টে আমি আপনাদের সাথে আমার তোলা আরো কিছু ছবি শেয়ার করবো। এই ছবিগুলো কোন নির্দিষ্ট দিনে তোলা হয়নি। এই পোস্টে যে ছবিগুলো শেয়ার করবো সেগুলো এক একটা ছবি একটা জায়গা থেকে তোলা হয়েছে। তবে ছবিগুলোর পেছনে একটা ব্যাপার কমন রয়েছে। সেটা হচ্ছে আমার কাছে যে দৃশ্যটা ধারণ করার মতো মনে হয়েছে সেটারই ছবি তুলেছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যায় আজকের ছবিগুলো।

IMG_20240220_155029.jpg

ছবিতে আপনারা কিছু বার্গার দেখতে পাচ্ছেন। এই ছবিটি তোলা হয়েছিলো আমাদের শহরের সবচাইতে জনপ্রিয় মেলা থেকে। আপনারা জানেন প্রত্যেকটা মেলায় নানা রকম মুখরোচক খাবারের দোকানপাট থাকে। মেলায় আগত প্রত্যেকটা দর্শনার্থী মেলা থেকে কিছু কিনুক বা না কিনুক কিন্তু তারা এই খাবার দোকান গুলো থেকে কিছু না কিছু খাবেই। মেলায় এসে খাওয়া-দাওয়া না করলে যেন বাঙালির মেলায় ঘোরা সম্পূর্ণ হয় না। আমিও মেলায় গিয়ে বিভিন্ন মুখরোচক খাবার খেতে পছন্দ করি।

IMG_20240220_160214.jpg

এই ছবিটিও সেই মেলা থেকেই তুলেছিলাম ছবিতে আপনারা একটি রাইট দেখতে পাচ্ছেন মেলায় যে সমস্ত বাচ্চারা যায় তারা এই সমস্ত রাইড এর চড়তে খুবই পছন্দ করে এগুলো বাচ্চাদের কাছে মেলার মূল আকর্ষণ তবে আমার কাছে এই ধরনের রাইট কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হয় মনে হয় যে যে কোন সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণে আমি কখনো এই ধরনের রাই ডে উঠি না

IMG_20240327_174554.jpg

কয়েকদিন আগে আসরের নামাজের পরে এলাকার এক বন্ধুর সাথে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে গিয়েছিলাম গ্রামের দিকে। সেখানে একটি ব্রিজের উপর থেকে এই ছবিটি তুলেছিলাম। ছবিতে আপনারা একটি নদী দেখতে পাচ্ছেন যেটি প্রায় শুকিয়ে গিয়েছে। যদিও ছবিটা দেখে নদী কিনা ভালোমতো বোঝা যাচ্ছে না। কারণ পুরো নদীটা কচুরিপানা এবং বিভিন্ন রকম উদ্ভিদে ঢেকে রয়েছে।

IMG_20240220_155011.jpg

এই ছবিটাতে আপনারা যে খাবারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিংড়ির পাকোড়া। মেলায় গিয়ে একটি স্টল থেকে এই ছবিটা তুলেছিলাম। লোকজন দেখলাম খুব আগ্রহ নিয়ে এই পাকোড়া খাচ্ছিলো। যদিও আমার কাছে দেখে মনে হচ্ছিলো খেতে ভালো হবে না। যদিও খাবারটা দেখতে বেশ ভালো লাগছিলো। সে কারণেই এই ছবিটি তুলেছিলাম। দোকানটাতে বেশ বেচাকেনা হচ্ছিলো। কারণ তারা নানা রকমের মুখরোচক খাবার বিক্রি করছিলো।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Sort:  
 23 days ago 

আপনার রেনডম ফটোগ্রাফি পোস্ট আমার অনেক ভালো লাগলো। বেশ কয়েকটা সুন্দর ফটো শেয়ার করেছেন। তবে একসাথে অনেকগুলো বার্গার দেখতে পেরে অনেক বেশি ভালো লাগলো।

 22 days ago 

বেশ দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আর সত্যি বলতে চিংড়ির পাকোড়া দেখতে বেশ লোভনীয় লাগছে । ধন্যবাদ সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সব সময় এই কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.030
BTC 67692.01
ETH 3734.85
USDT 1.00
SBD 3.69