উপলক্ষ্য:টিনটিনের জন্মদিন(১০% @shy-fox দাদা এবং ৫% @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
তারিখ-২৬.০৯.২০২২
নমস্কার বন্ধুরা,
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন।আমিও ভালো আছি। আজ মনটা বেশ আনন্দে ছিলো। সকাল থেকে ভেবে রেখেছিলাম যে আজ @rme দাদার একমাত্র ছেলে আমাদের প্রিয় টিনটিনের জন্মদিনে আমি হ্যাংআউটে একটা গান গাইবো। এমনিতে আমার সবার সামনে মাইক অন করে গান গাইতে লজ্জা করে। তাই কখনওই হ্যাংআউটে গান গাই না। নীরব দর্শক হয়েই থাকি।কিন্তু আজ মনে মনে ঠিক করেই রেখেছিলাম গান গাইবো।

2f69adf3-52c3-47b4-a6b7-0497c9af08a3.jfif

কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাসপাতালে কাটিয়ে দিলাম।কারণ নিজের জন্য নয়, আমার এক বন্ধু কে রাসল্ ভাইপার দংশন করেছিলো। চিন্তার কোন বিষয় নেই। এখন আমার বন্ধু বিপদ মুক্ত। তাই সকাল থেকে আমি ওর সাথে হাসপাতালে ছিলাম কারণ পাশে দাঁড়ানোর মত কেউ ছিলো না। সেসব কথা থাক আজ।আনন্দের দিনে আমি আর কোন দুঃখের কথা বলতে চাই না।টিনটিনকে আমি হয়তো মাত্র ২ মাস হল চিনি। কিন্তু ওর মুখটা এতটা মায়ায় ভরা যে ওর প্রতি টান না তৈরী হয়ে থাকা যায়?

a87b1f46-9bf0-4840-83fa-80c346a721ca.jfif

আমিও কেমন যেন ওর মায়ায় পড়ে গেছি। আজ মন টা একদিক থেকে যেমন ভালো নেই বন্ধুর জন্য, অন্য দিক থেকে বেশ ভালোই লাগছে টিনটিনের জন্মদিনের কারণে। ভালো খারাপ মিলিয়ে কি অদ্ভুত এক অনুভূতি হচ্ছে বলে বোঝাতে পারব না।টিনটিন কে দেখেই মনে হয় ও এক বুদ্ধিদীপ্ত বাচ্চা। আশা করব সময়ের সাথে সাথে ওর মগজাস্ত্রকে ও আরো ধাড়ালো করে তুলবে।

আজ আপনাদের "সুরের আকাশে" সিনেমার একটি গান "জন্মদিনে কি আর দেব তোমায় উপহার" গেয়ে শোনাচ্ছি। গানটির সুরকার এবং কথা দিয়েছেন স্বপন চক্রবর্তী। গানটি গেয়েছেন অলকা ইয়াগনিক এবং শক্তি ঠাকুর।আমার তরফ থেকে টিনটিন কে অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ রইলো। অনেক বড় মানুষ হয়ে ওঠো বাবা। অনেক আদর তোমায়।

আজ এখানে শেষ করি। আবার কাল আসব অন্য কিছু নিয়ে।
[বি:দ্র:-থাম্বনেইল এবং এখানে ব্যবহার করা ছবি পেয়েছি ফ্যান্টম দাদার থেকেই।]


🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

Sort:  
 2 years ago 

এক বন্ধু কে রাসল্ ভাইপার দংশন করেছিলো

বলেন কী। রাসেল ভাইপার অনেক বিষাক্ত একটি সাপ। যাইহোক আপনার বন্ধু ভালো আছে শুনে ভালো লাগল। টিনটিন এর জন্মদিন গান চমৎকার দিদি। এই গানটা কাল হ‍্যাংআউটেও অনেকেই গেয়েছে। আপনার গানের গলাটা বেশ মিষ্টি। সুন্দর গেয়েছেন গানটা।।

 2 years ago 

হ্যাঁ। প্রথমে এক হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে সদর হাসপাতালে ট্রান্সফার করা হয়।ওখানেই সুস্থ হল।হ্যাঁ কাল হ্যাংআউটে শুনলাম। আমিও এই গানটাই গাইব ঠিক করেছিলাম। তাই এটাই গাইলাম।

 2 years ago 

সারাদিন অনেক ব্যস্তটা পর টিনটিন জন্য সুন্দর একটি গান উপহার দিলেন। আপনার গলায় গানটি শুনে অনেক ভালো লাগল দিদি।আপনার গানের গলায় অনেক কিউট আগামী হ্যাংআউটের আপনার গান শুনতে চাই দিদি।

 2 years ago 

ধন্যবাদ। ❤😄

Hi, @payelb,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

আসলে আপনার বন্ধুকে সাপে দংশন করেছে জেনে খুব খারাপ লাগলো। আপনার বন্ধু যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেই আশাবাদ ব্যক্ত করি। স্নেহের টিনটিন বাবুর জন্মদিনের অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

বন্ধু এখন ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। ☺

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.031
BTC 68515.51
ETH 3777.39
USDT 1.00
SBD 3.65