মসলা কেনার অভিজ্ঞতা
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
মসলা কেনার অভিজ্ঞতা
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে অনেক দিন পরে গিয়েছিলাম কিছু মসলা কিনতে। আমাদের প্রায় সময় এক বারে বেশি কিনে ভাঙিয়ে আনে। এবারো এনেছিল এখন শেষ হয়ে গেছে। তাই গতকাল গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য।তাই ভাবলাম কিছু মসলা শেষ হয়ে গেছে কিছু কিনে নিয়ে আসি। আসলে আমি আগে কখনো মসলা কিনিনি।সব সময় আপনাদের ভাই কিনে আনে। যাইহোক যেহেতু গিয়েছি তাই ভাবলাম কিছু মসলা কিনি। আসলে দাম শুনে মন হলো না যে মসলা কিনি। কিন্তু মসলা যেহেতু কিনতে হবে তাই আবার গেলাম মসলার দোকানে। আসলে কোন কিছু নিজে কিনলে বুঝা যায় দাম কেমন। যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
প্রথম গেলাম হলুদ মরিচের গুঁড়ো কিনার জন্য।আগে কখনো কিনিনি তার পর দাম বেশি দেখে কি বলব বুঝতে পারছিলাম না। তারপর আপনাদের ভাইকে ফোন দিলাম। যদিও সে আমাদের সাথেই ছিল অন্য কাজে গিয়েছিল। তারপর মসলার দোকানে আমি কিছু সময় দাঁড়িয়ে রইলাম। ইতিমধ্যে আপনার ভাই এলো। তারপর আপনার ভাই এসে আধা কেজি করে হলুদ গুঁড়ো ও আধা কেজি মরিচের গুঁড়ো ও দুই কেজি চিনি কিনি নিল।
তারপর আমরা চলে গেলাম অন্য দোকানে। সেখানে গিয়ে আরো কিছু শুকনো হলুদ কিনি আনলাম। আসলে একবারে দুই কেজি শুকনো হলুদ কিনে এনেছি। তারপর আরো দেড় কেজি শুকনো মরিচ কিনে আনলাম। আসলে আমাদের সব সময় এই মসলা গুলো এক সাথে কিনে এনে ভাঙিয়ে নিই ।আসলে এই মসলা গুলো বারবার কিনার থেকে একবারে কিনলে অনেক ভালো হয়।আমি একবারে এক বছরের মসলা ভাঙিয়ে রাখি।আবার একবারে কিনলে দামের দিকে ও একটু কম পাওয়া যায়।
তারপর আসলাম আরেক দোকানে। সেখান থেকে কিছু এলাচ, দারচিনি, তেজপাতা কিনলাম। আসলে এই গুলো বেশির ভাগ সময় একবারে কিনা হয়। তাই আমি বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে ছিলাম আর আপনাদের ভাই কিনি নিল।
আসলে আমি সব সময় বাড়ির পোলাও চাল দিয়ে পোলাও রান্না করি। কিন্তু এবার পোলাও এর ধান শুকাতে পারিনি বলে কিছু পোলাও এর চাল কিনতে গিয়েছিলাম। তাই দুই কেজি পোলাও এর চাল কিনলাম। তারপর এককেজি আদা ও এককেজি রসুন কিনে আনলাম। আসলে আমি প্রথমে কিনতে গিয়ে দাম দেখে কিনি নি।তবে আপনার ভাই সব কিছু মূহুর্তের মধ্যে কিনে ফেলল।আমি সাথে ছিলাম অবশ্যই। আসলে আমরা বাজারে গেলে শুধু হিসাব নিই কিন্তু বাজার করতে গেলে বুঝা যায় টাকা কোথায় যায়।যাইহোক অবশেষে অনেক বাজার করা হলো। সত্যি বলতে দাম নিয়ে তো কিছু বলার নেই। বেঁচে থাকতে হলে খেতেই হবে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | LGK30 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
এর আগে আপনি এই ধরনের জিনিস গুলো কেনেননি সেই কারণেই বুঝতে পারলেন না দাম বেশি নিলো কিংবা কম নিল। আসলে এখন বাজারে গেলেই বুঝতে পারা যায় কতটা টাকা খরচ হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যর দাম যেভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে তাতে মানুষ না খেতে পেয়ে মারা যাবে।
ঠিক বলেছেন ভাইয়া জিনিস এর যেহারে দাম বাড়ছে, মানুষকে না খেয়েই মারা যেতে হবে । ধন্যবাদ আপনাকে
দাম বেশি নেয়নি আপু যতদিন যাচ্ছে তত দাম দিতে পারছে আমাদের বাংলাদেশ বলে কথা।বর্তমান জিরি এক কেজি হাজার টাকার উপরে, দোকানে গিয়ে বেশ অভিজ্ঞতা অর্জন করেছি। তাই বলতে পারিনিঃসন্দেহে বাজার করতে যাওয়া মানে পকেট ফাঁকা করতে যাওয়া।
পকেট ফাঁকা হলেও বাজার না করে উপায় নেই, ধন্যবাদ আপনাকে
আমাদের দৈনন্দিন জীবনে রান্নার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় আপু। আসলে রান্নায় এত কিছু প্রয়োজন হয় একদিন একটা আনলে অন্য দিন আর একটা শেষ হয়ে যায় এমন অবস্থা। তো আপনি বেশ সুন্দর সুন্দর অনেক কিছু মসলা কিনলেন অনেক ভালো লাগলো দেখে। অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন।
সত্যি আপু আমাদের দৈনন্দিন জীবনে কতো কিছু প্রয়োজন বলে শেষ করা যায় না। ধন্যবাদ আপনাকে।
তাহলে আপু আপনার মসলা কেনার অভিজ্ঞতা হল। তবে আপু বাজারে গেলে কিছু কিনতে গেলে অনেক সময় দাম শুনলে মাথায় ধরে না। তবে আপনার আগের মসলাগুলো ভাই কিনার কারণে আপনার মসলা কেনা অভিজ্ঞতা নেই। যাই হোক মসলা কিনেছেন এবং সেগুলো ভেঙে গুড়া করেছেন। শুনে ভালো লাগলো মসলা কিনতে গিয়ে ২ কেজি পোলাও চাউল কিনেছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে
এখন বাজার থেকে কোন কিছু কেনাকাটা করতে গেলে বেশ ভালই অভিজ্ঞতা হয়। আজকে আপনার মসলা কিনার ভালই অভিজ্ঞতা হয়েছে। যদিও আপনি এই প্রথম মসলা কিনতে বাজারে গেলেন। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো একসাথে কিনে রাখলে ভালো। আপনার হাসবেন্ড সাথে থাকার কারণে আপনার ভালোই হয়েছে মসলা কিনতে। যদিও আপনি মশলা কিনার পাশাপাশি পোলাও চাউল এবং রসুন কিনেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
জি ভাইয়া এক সাথে সব মসলা কিনলে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।
আপু সব জিনিসের দাম এখন বাড়তি।আর আগে কেনার অভিজ্ঞতা না থাকলে হঠাৎ দাম শুনলে কতো দাম বলবেন তা আসলে পারা যায় না।যাই হোক ভাইয়া এসে অল্প সময়ের মধ্যে আপনার প্রয়োজনীয় সবকিছু কেনাকাটা করে দিল।আর রান্নার মসলা একবারে বেশী করে নেয়াই ভালো। অনেক কিছুই তো কিনলেন।বেশ ভালোই অভিজ্ঞতা হলো এবার।ধন্যবাদ আপু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
পোস্ট পড়ে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
বর্তমানে প্রতিটি জিনিসপত্রের দাম অনেক বেশি এবং দাম প্রতিনিয়ত প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তাই হঠাৎ করে কেউ বাজারে গেলে অবাক হয়ে যাবে জিনিসপত্রের দাম শুনে এটাই স্বাভাবিক। যাইহোক একসাথে অনেক মসলা কিনলে খুব ভালো হয়। আমাদের বাসায়ও একসাথে অনেক দিনের মসলা কেনা হয়। বিভিন্ন ধরনের মসলা কিনলেন আপনারা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া একসাথে অনেক মসলা কিনলে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।