রঙিন কাগজ দিয়ে একটি মাছ তৈরি|| ১০% বেনিফিশিয়ারি লাজুক শিয়ালের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

20221020_135743.jpg

প্রতি দিনের মতো আজ ও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো রঙিন কাগজ দিয়ে একটি মাছ তৈরি। রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে অনেক সময় লাগে। তাই তো তৈরি করতে চাইলে ও সময় হয়ে উঠেনা।তাই আজ যখন সকালে কেউ ঘুম থেকে উঠে নাই, আমি একটু সকালে উঠেছি আমি উঠে কি করব। তাই বসে বসে একটি মাছ তৈরি করে ফেলাম। আসলে বাচ্চাদের সামনে তৈরি করলে অনেক ঝামেলা করে। তাই সুযোগ খুঁজি যেন তৈরি করার সময় বাচ্চারা না দেখে ।রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে।রঙিন কাগজ দিয়ে অনেক কিছু বানানো যায় । বিভিন্ন ধরণের জিনিস গুলো বানানো যায়। আবার বানানো শেষ হলে সে গুলো দেখতেও অনেক সুন্দর লাগে।আমার বাচ্চারা সেগুলোকে খেলনা হিসাবে ব্যবহার করে। যাই হোক কথা না বাড়িয়ে তাহলে চলুন রঙিন কাগজের মাছ তৈরি কি ভাবে করেছি দেখে আসি।

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC9inK8aeCSU2fwNN5da2K...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMXjQVxHQA8N.png

20221020_125830.jpg

১.রঙিন কাগজ
২. কাঁচি
৩.কম্পাস
৪.পেন্সিল
৫.আঠা

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

ধাপ-১

20221020_125951.jpg20221020_130018.jpg

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়েছি। তারপর রঙিন কাগজকে এভাবে কোণা থেকে ভাজ করে নিয়েছি।

ধাপ-২

20221020_130523.jpg20221020_130420.jpg

আবার দুপাশ থেকে এভাবে এক বার করে ভাজ করে নিয়েছি।

ধাপ-৩

20221020_130541.jpg20221020_131038.jpg20221020_131025.jpg

আবারো এভাবে ভাজ করে নিয়েছি। মাঝে থেকে চিএের মতো করে ভাজ করে নেব।

ধাপ-৪

20221020_131341.jpg20221020_131542.jpg20221020_131711.jpg

ভাজ করা থেকে কাচি দিয়ে কেটে নেব। তারপর আঠা লাগিয়ে দুপাশ জোড়া লাগিয়ে দেব।

ধাপ-৫

20221020_132118.jpg20221020_132351.jpg20221020_132239.jpg

20221020_132510.jpg

এখন এভাবে পেন্সিল দিয়ে একে নিয়েছি। তারপর কাচি দিয়ে কেটে নিয়েছি। এখন আঠা লাগিয়ে মাছের সাথে লাগিয়ে দেব।

ধাপ-৬

20221020_132835.jpg20221020_132933.jpg20221020_132859.jpg

এখন আরেকটি রঙির কাগজ নিয়েছি। তারপর পেন্সিল দিয়ে কেটে নিয়েছি। এখন আঠা দিয়ে মাছের সাথে লাগিয়ে দেব।

ধাপ-৭

20221020_133438.jpg20221020_133503.jpg20221020_134331.jpg

এখন আবারো কাগজ কেটে নিয়েছি। তারপর আঠা লাগিয়ে মাছের সাথে পাকনা ও লেজ বানিয়ে নিয়েছি।

ধাপ-৮

20221020_134902.jpg20221020_135545.jpg

এখন সাদা কাগজ নিয়েছি। তারপর কম্পাস দিয়ে বৃত্ত একে নিয়েছি। তারপর পেন্সিল দিয়ে একে নিয়েছি।

শেষ ধাপ

20221020_135743.jpg
ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন হয়েছে বন্ধুরা মন্তব্যের মধ্যে জানাবেন।

পোষ্টেরবিবরণ
শ্রেণিডাই
ডিভাইসLGK30
ফটোগ্রাফার@parul19
লোকেশনফরিদপুর

আজ এখানেই বিদায় নিচ্ছি । আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্হ্য থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা লেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে সত্যি খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর মাছ তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। এইরকম মাছগুলো সাধারণত কার্টুনের মধ্যে দেখা যায়। ভালো লেগেছে আপনার এই কাজটি। পাখনা এবং লেজ খুব সুন্দর ভাবে বানিয়েছেন।

 2 years ago 

জি আপু কার্টুনের মধ্যে বেশি দেখা যায়। আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি মাছ তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে মাঝেমধ্যে আমিও কিছু জিনিস তৈরি করি। তবে আপনার মাছ তৈরি আমার কাছে খুব ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের উৎসাহ পেলে আমার কাজের প্রতি আরো আগ্রহ বেড়ে যায়। ধন্যবাদ

 2 years ago 

মাছের আকৃতি বেশ দারুন করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করে দেখানো সম্ভব যদি সেই ধারণা থেকে থাকে। পেন্সিল দিয়ে দৃশ্য তৈরি করে দেখিয়েছেন তবে একটু বড় হয়েছে। তুমি বলবে মোটামুটি অনেক সুন্দর ছিল।

 2 years ago 

সত্যি ভাইয়া ধারণা থাকলে অনেক কিছু বানানো সম্ভব। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর হয়েছে আপু।এরকম একটি মাছ কোন জানি একটি কার্টুনের ভেতর দেখেছিলাম।উপস্থাপন ও বেশ ভাল ছিল।ধন্যবাদ আপু সুন্দর সৃজনশীল পোস্ট করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া আমার বাচ্চাদের ও আছে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে একটি মাছ তৈরি করেছেন। নীল রঙের রঙিন কাগজ ব্যবহার করার কারনে দেখতে অসাধারণ হয়েছে। চোখ গুলো অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু। চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনারা কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিসপত্র তৈরি করতে অনেক সময় লাগে। আপনি অনেক সময় ব্যয় করে আমাদের মাঝে এই মাছটি তৈরি করে উপহার দিয়েছেন। মাছের চোখের ভেতর সাদা রং দিয়ে দুইটি ফোনটা দিলে মনে হয় একটু বেশি ভালো হতো তাহলে আরো বেশি সুন্দর দেখাতো। এক কথায় অসাধারণ ছিল আপনার আজকের এই পোস্ট।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

 2 years ago 

রঙ্গিন কাগজের এমন কাজ সত্যিই মুগ্ধ করার মতো ৷ আপনি রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি মাছ তৈরি করেছেন ৷ যা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷

 2 years ago 

আপনাদের উৎসাহ পেলে কাজের প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। ধন্যবাদ

 2 years ago 

বাচ্চাদের চোখের আড়ালে সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনি রঙিন কাগজ ব্যবহার করে একটি সুন্দর মাছ তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন। সেদিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এরকম রঙিন কাগজের মাছ দেখলাম কিন্তু ইচ্ছে থাকা শর্তেও তৈরি করতে পারিনি। আপনি খুবই চমৎকারভাবে এটা তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার বাচ্চার যদি এগুলো শেখার বয়স হয়ে থাকে ,তবে বাচ্চাদের সাথে নিয়ে বানাবেন। তাহলে বাচ্চেরাও বানাতে শিখবে এবং তাদের সৃজনশীলতাও বৃদ্ধি পাবে। ধন্যবাদ একটি সৃজনশীল পোস্ট করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া বাচ্চারা সাথে সাথে বানাতে বসে যায়।আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59189.63
ETH 2650.63
USDT 1.00
SBD 2.42