সবুজ প্রকৃতির মাঝে ঘোরাঘুরি মূহুর্ত

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।

PhotoCollage_1692702047212.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।। সত্যি প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য মানুষকে সব সময় মুগ্ধ করে। তাই তো সময় পেলেই চলে যায় প্রকৃতির মাঝে ঘুরতে। তবে আজ থেকে আমার মেয়ের পরিক্ষা শুরু হয়েছে। আসলে বাচ্চারাদের সাথে সব গার্ডিয়ানরাই যায়। তবে আমি গেলেও দিয়ে চলে আসি। এবার মেয়ে বায়না ধরেছে সবারই আম্মু থাকে আমাকেও থাকতে হবে। কি আর করা তারপর আবার প্রথম পরিক্ষা।তাই মেয়েকে হলে দিয়ে বাইরে খোলা মাঠের ভিতরে আমি সহ আরো অনেকেই বসে রইলাম। আসলে সময় যেন শেষ হতে চায় না। আধাঘন্টা পরে এক ভাবি বলল চলেন আমাদের বাড়ি স্কুলের পাশে ঘুরে আসি।তারপর আমি ও আরো দুজন ভাবি মিলে সেই ভাবির সাথে গেলাম। আসলে ভাবি মূলত তার সবজি বাগান দেখাতে নিয়ে গিয়েছিল।তো চলুন শুরু করি আজকের পোস্ট ।

20230822_103239.jpg

20230822_103207.jpg

20230822_103123.jpg

আসলে স্কুলে পিঁছেই রয়েছে ভাবিদের বড় বাগানটা। আসলে ভাবিদের বাগানে অনেক ধরনের গাছ রয়েছে। সত্যি এমন সবুজের সমারোহে ঘুরতে অনেক ভালো লাগে। সত্যি বলতে স্কুলে গরমের মধ্যে বসে থাকার চেয়ে এভাবে সবুজের মধ্যে ঘুরতে বেশ ভালো লেগেছে। তারপর এই রাস্তা দিয়ে চলে আসলাম ভাবিদের বাড়িতে।

20230822_103417.jpg

20230822_103327.jpg

20230822_103321.jpg

তারপর ভাবিদের পুকুর পাড়ে বেশ সবুজ ঘাসে ভরাছিল। আসলে এই ঘাস গুলো দিয়ে ছোটবেলায় অনেক খেলাধুলা করতাম।তবে অনেক দিন পরে এমন ঘাস দেখলাম। তারপর বুনো ফুলে ভরা রয়েছে। আমি ভাবিকে জিজ্ঞেসা করলাম এই ফুল গাছ গুলো কাটেন না কেন।তখন ভাবি বললো আসলে ভাবি ফুল ধরলে অনেক ভালো লাগে। এই ফুল গুলো দিয়ে বাচ্চারা খেলাধুলা করে।আর আমার কাছে ও অনেক ভালো লাগে। তারপর আমাদের বিস্কুট, চানাচুর ইত্যাদি খেতে দিল।

20230822_103549.jpg

20230822_103541.jpg

আসলে আমরা কেউ খাব না। তারপর ভাবিদের সবজি বাগানে নিয়ে গেল। আসলে ভাবি অনেক ভালো, যে গাছ লাগায়, সেই গাছ হয়ে যায়।তবে কিছু ফুল গাছ সবেমাত্র লাগিয়েছে, তাই তেমন ফুল ধরেনি।তবে চালকুমড়া গাছে অনেক চালকুমড়া ধরেছে।আমাদের তিনজনকে তিনটা দিতে চেয়েছিল,আমরা নেয়নি।তবে এক ভাবি জালি একটা চালকুমড়া নিয়েছে। আসলে এভাবে সবজিতে ভরপুর দেখে অনেক ভালো লাগল।

20230822_103526.jpg

20230822_103514.jpg

20230822_103503.jpg

আরো কিছু নতুন গাছ লাগিয়েছে। যেমন লেবু মালটা, কমলালেবু ইত্যাদি।আসলে এমন গাছে ফল খাওয়ার থেকে দেখতে অনেক ভালো লাগে। পাশে আবার ধুন্দল ও লাউ এর গাছ রয়েছে, তবে আমি আবার কিছু ধুন্দল নিয়ে আসলাম।আসলে ভিতরে দিকে ধুন্দল ধরেছে তাই আর ভিতরের দিকে যায়নি।

20230822_103436.jpg

20230822_132028.jpg

ধুন্দলের পাশেই রয়েছে হলুদের গাছ। আসলে উনাদের অনেক হলুদ হয়। আর কতোদিন পরে এভাবে হলুদের গাছ দেখলাম। আসলে এমন জায়গায় ঘুরতে অনেক ভালো লাগে। তবে আসার সময় মাথার সামনে কতো গুলো জাম্বুরা ছিল। জাম্বুরা গুলো দেখে আরো ভালো লেগে গেল। তবে আমাদের নিতে বলেছিল কিন্তু আমাদের বাড়িতে আছে। তাই আর আনিনি।প্রায় দের ঘন্টা হয়েছে এখন আমরা সবাই ভাবিদের বাড়ি থেকে স্কুলে চলে আসলাম।সত্যি ঘুরাটা অনেক ভালো ছিল। এভাবে সবুজের মাঝে ঘুরতে সবাই ভালোবাসে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।


প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনফরিদ পুর

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 last year 

বেশ দারুন তো। এ তো দেখছি সবুজের সমাহার। আপনি তো দেখছি সবুজের মাঝে ঘুরে ঘুরে বেশী বেশী অক্সিজেন নিচ্ছেন। আসলে এমন গ্রামীন পরিবেশে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। তাই তো মাঝে মাঝে ছুটে যেতে মনে চায় এমন কোন গ্রামে। মনে হয় বাকীটা সময় প্রকৃতির সাথে খেলা করে কাটিয়ে দেই। বেশ ভালো লাগলো আজকের পোস্টটি।

 last year 

জি আপু সবুজের সমারোহ ছিল, আসেন আপু আমাদের গ্রামে অনেক মজা হবে। ধন্যবাদ আপু।

 last year 

মানুষে জীবনে কখনো একঘেয়ে থাকতে পছন্দ করে না। মানুষ তার সাংসারিক কাজের জন্য প্রত্যেকটা দিন প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মধ্য দিয়ে মানুষ কখনো বাইরে একটু ঘুরে বেড়াতে পারে না। কিন্তু এভাবে চলতে থাকলে মন মানসিকতা খারাপের দিকে যায়। তাই মাঝেমধ্যে প্রাকৃতিক কিছু দৃশ্যের মধ্যে যদি ঘোরা যায় তাহলে মানসিক পরিবর্তন ঘটে। আপু আপনি কিন্তু বলেছিলেন যে স্কুলে এসে এক ভাবিদের সাথে ঘুরতে গিয়েছিলেন। তাহলে এই সেই ভাবি, যাক ভাবির সাথে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। ভাবিদের বাগানে বেশ কিছু সবজি এবং ফল রয়েছে। আপনার এই কাটানোর সময় গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া ভাবিদের বাগানে অনেক ফল আছে, দেখতে ভালো লাগে সবজি গুলো । ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

প্রকৃতি দেখতে এমনিতে অনেক সুন্দর। সবুজ প্রকৃতির দিকে তাকালে মনটা ভরে যায়। মাঝে মাঝে প্রকৃতির এই সুন্দর দৃশ্য উপভোগ করলে মানসিকতা বেশ পরিষ্কার হয়ে যায়। বাড়ির পাশে জায়গা থাকলে এরকম সবজি বাগান করতে বেশ ভালোই লাগে আপু। আপনার ভাবিদের সবজি বাগানে তো দেখছি অনেক ধরনের সবজি রয়েছে। আপনি চাইলে একটা চালকুমড়া নিতে পারতেন। প্রাকৃতিক এরকম একটি সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আসলে আপু আমাদের গাছে ও চালকুমড়া আছে তার জন্য আনিনি।ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46