কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

Color Splash_20231062257204.png

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাই তো সময় পেলেই, আর ভালো কিছু দেখলেই ফটোগ্রাফি করতে মিস করি না।আজ ও এসেছি কয়েকটি রেনডম ফটোগ্রাফি নিয়ে। আসলে বিভিন্ন সময়ে তুলা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি। আজ কয়েক দিন ধরে অনেক বৃষ্টি আর বৃষ্টির জন্য বাইরে বের হবার কোন উপায় নেই। তাই ফোনের গ্যালারি থেকে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশাকরি আপনাদের কাছে ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিয় আমি কিকি ফটোগ্রাফি করেছি।

ফটোগ্রাফি -১

Color Splash_20231062257204.png

এই গুলো হয়তো আমরা সবাই চিনি আবার সবাই খেয়ে ও থাকি। এ গুলো হলো নাড়ু।এই নাড়ু গুলো খেতে অনেক মজা। কয়েক দিন আগে আমি বানিয়েছিলাম। আসলে বাচ্চারা অনেক পছন্দ করে। আমি চিনি দিয়ে বানিয়েছি কিন্তু গুড় দিয়ে বানালে আরো অনেক ভালো লাগে।

ফটোগ্রাফি - ২

Color Splash_202310622434212.png

এটি হচ্ছে লইট্রা শুটকি ভর্তা রেসিপি। আসলে বৃষ্টির দিনে ঘরে বসে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। তাই গতকাল খিচুড়ি রান্না করেছি। আর সাথে লইট্রা শুটকি ভর্তা করেছিলাম অনেক ভালো লেগেছে। সত্যি শুটকি ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে।

ফটোগ্রাফি -৩

Color Splash_20231062277576.png

এটি হচ্ছে ফুল গাছ মানে পাতা বাহার কচুফুল গাছ।আসলে আমরা আমার ভাসুরের বাসা থেকে এই পাতাবাহার ফুল গাছ এনেছি।সত্যি এদের পাতার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। এই কচু পাতার সৌন্দর্য দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে।

ফটোগ্রাফি -৪

Color Splash_202310622639673.png

এই ফুল গুলোর নাম আমার জানা নেই। আসলে এটা আমরা বেড়াতে গিয়ে এনেছি বাসার ছাদের ওপর লাগানো ছিল। আমার মেয়ে দেখে নিবেই তারপর নিয়েই এসেছে। তবে ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।

ফটোগ্রাফি -৫

Color Splash_202310622612379.png

এগুলো হয়তো আমরা সবাই কম বেশি চিনি।আসলে এই তালের পিঠা খেতে অনেক মজা। তাল দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করা যায়। আমার মা অনেক তালের রস দিয়েছিল। সেগুলো দিয়ে পিঠা খাওয়া হয়েগেছে। তাই বাচ্চারা আবার তালের পিঠা খাবে। তাই তাল কিনতে গিয়ে ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি তালের খাবার গুলো অনেক মজার হয়।

ফটোগ্রাফি -৬

Color Splash_202310622539677.png

এগুলো হলো কমলানেবু। আসলে আমাদের গাছে কয়েকটি কমলালেবু ধরেছে তাই বাচ্চারা খেয়েছিল অনেক ভালো লেগেছে। তাই আবার বাজারে দেখে কিনার জন্য অস্হির হয়ে পড়েছে। তার জন্য কিছু কমলালেবু কিনতে গিয়ে ফটোগ্রাফি করেছি।

ফটোগ্রাফি -৭

Color Splash_20231062249923.png

এই গুলো হলো চালতা। কয়েক দিন আগে মেয়ে চালতার আচার খাবে তাই কিছু চালতা কিনতে গিয়েছিলাম। তবে চালতা কিনে এনেছি আচার এখনো বানায়নি। আসলে চালতার আচার বানাতে একটু সময় লাগে। তবে চালতার আচার খেতে অনেক মজা হয়ে থাকে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনফরিদ পুর

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবর দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 10 months ago 

ধন্যবাদ আপু অনেক সুন্দর কিছু কিছু ফটোগ্রাফি করলেন। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। চালতা,কমলালেবু, ও তাল এর পাশাপাশি ফুলের কিছু ছবি দিয়েও ফটোগ্রাফি করেছেন,বিভিন্ন রকমের ফটোগ্রাফি গুলো একসাথে দিতে ভালো লাগছে। শুভকামনা আপু আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 10 months ago 

আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে৷ আর প্রত্যেকটি ফটোগ্রাফি একটি থেকে একটি অসাধারণ দেখা যাচ্ছে৷ এসবগুলো ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ একইসাথে এই ফটোগ্রাফির সাথে আমি কম বেশি পরিচিত৷ আর দয়া করে আপনার পোষ্টের এই বানানটি ঠিক করে নিবেন

এগুলো হলো কমলানেবু

 10 months ago 

বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 10 months ago 

আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক দিন পর চালতা দেখতে পেলাম।চালতা এর তৈরি আচার আমার কাছে খুবই ভালো লাগে। আর এই ধরনের কাঁচা কাঁচা কমলা লেবুগুলো খেতে অনেক সুস্বাদু হয়।

 10 months ago 

জি আপু কাঁচাকাঁচা কমলালেবু খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।

 10 months ago 

নাড়ু আমার অনেক পছন্দের একটা খাবার। লইট্টা শুটকি এর ভর্তটা দেখে বেশ লোভনীয় মনে হচ্ছে। ইদানিং এই সবুজ বর্ণের কমলা লেবু গুলো দেখা যায়। পাশাপাশি অন্য গুলো ভালো ছিল। সবমিলিয়ে ভালো ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 10 months ago 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 10 months ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে নারকেলের নাড়ুর ফটোগ্রাফি এবং কচু ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। কচু ফুল গাছ এর আগে আমি কখনো দেখিনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 10 months ago 

ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে দেখতে। আপনি ফুলের ফটোগ্রাফি এবং ফলের ও খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন। সব গুলো মিলিয়ে অসাধারণ কিছু ফটোগ্রাফি ছিল। অনেক ভালো লেগেছে এত সুন্দর এবং রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে।

 10 months ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

আপু আপনি আজকে কয়েকটি এলোমেলো ফটো শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার এলোমেলো ফটোগ্রাফির মধ্যে নাডুর ফটোগ্রাফি দেখে লোভ আর সামলাতে পারছি না পার্সেল করে পাঠিয়ে দিলে মন্দ হতো না 😁। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

সময় করে চলে আসবেন আরো মজার পিঠা খাওয়াবো, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59907.23
ETH 2647.48
USDT 1.00
SBD 2.43