কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

Color Splash_202310140352337.png

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে আজ এসেছে কয়েকটি রেনডম ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো ভালো কিছু ফটোগ্রাফি করতে মিস করি না।আসলে আমার বাংলা ব্লগের বন্ধু প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। আর রেনডম ফটোগ্রাফির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পায়।যদি ও বন্ধুদের মতো এতো ভালো ফটোগ্রাফি করতে পারি না। তবে আমার ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা থেকে কিছু ফটোগ্রাফি নিয়ে এসেছে ।আজ ফোনের গ্যালারি থেকে বিভিন্ন সময়ে তুলা কিছু ফটোগ্রাফি নিয়ে এসেছি।আশাকরি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।

ফটোগ্রাফি -১

Color Splash_20231013203025230.png

এটি হচ্ছে ড্রাগন ফল। আসলে ড্রাগন ফল আমার অনেক পছন্দ। আমার মনে হয় সবারই কাছে অনেক পছন্দের। তবে এই ড্রাগন ফল গুলো অনেক বড় বড়।দেখতে যেমন সুন্দর খেতে ও অনেক ভালো লেগেছে।

ফটোগ্রাফি -২

Color Splash_202310140352337.png

Color Splash_202310140343023.png

এগুলো হলো মিষ্টি। আমার মনে হয় সবারই মিষ্টি অনেক পছন্দের। আসলে গতকাল আমার ভাইয়ের মেয়ে হয়েছে তাই হসপিটালে মিষ্টির ছড়াছড়ি। তবে মিষ্টি গুলো অনেক ভালো খেতে।

ফটোগ্রাফি -৩

Color Splash_20231013203131544.png

এটি হচ্ছে কাগজের ফুল। আমার পাশের বাড়ির ভাবি এই ফুল সহ টপ কিনে এনেছে। গাছে অনেক ফুল ফোটেছে দেখতে অনেক ভালো লেগেছিল। আসলে কাগজের ফুল গুলো যে এত সুন্দর বলার মতো নয়।

ফটোগ্রাফি -৪

Color Splash_202310140285503.png

এটি হচ্ছে মেশিন। আসলে আমাদের গ্রাম এলাকায় এই মেশিন দিয়ে খেতে পানি দেয়। তবে এই পানি গুলো যখন মেশিন দিয়ে বের হয়, তখন দেখতে অনেক ভালো লাগে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।

ফটোগ্রাফি -৫

Color Splash_202392411649736.png

এগুলো হচ্ছে আমার পালিত মুরগির বাচ্চা ও মুরগি।আসলে বাচ্চা গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। সব সময় আমার পিঁছে পিঁছে ঘুরে শুধু খাবারের জন্য। এগুলো বেশ কিছু দিন আগের ফটোগ্রাফি, এখন আরো বড় হয়েছে।

ফটোগ্রাফি -৬

Color Splash_20231013203244778.png

এই গুলো আমাদের সবারই অনেক পছন্দের। আসলে ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমার মনে হয় ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোকনা কেন অনেক ভালো লাগে।আর এভাবে ভাজা হলে তো কথায় নেই ।

ফটোগ্রাফি -৭

Color Splash_2023101320311277.png

এই খাবারটা ও আমাদের সবারই পছন্দের। এটি হচ্ছে নুডুলস রান্না। আসলে আমরা সবাই হয়তো সকাল বিকেলের নাস্তা হিসেবে নুডলস খেয়ে থাকি।আমি গতকাল মেয়ের জন্য রান্না করেছিলাম তাই ফটোগ্রাফি করে নিয়েছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে ।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনফরিদ পুর

2GZpiygLZbndtMBNRVUJ19to2HA8AJHhDzhWy6HXkpbABs3wVi77RWv7qwHBXVEN3qzVymfDrdF7YupEDxp2dxQk8bz63txFqiUxURWQ1BudgH7GRTX4aoe8KcTgjL...rqmazngaQSFCEE1jXrmR7g8aaRttRx4JkC2twxSFfTuT37LxyiG5FBmgWctHLy1bxhovdtRWRZAhst4UtrYW1GhfoWLVYrog3FtTpgC8XsdEsddY2raMrKZQgM.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবর দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 10 months ago 

ভাইয়ের মেয়ে হয়েছে একা একা মিষ্টি খেলে হবে। এতগুলো মিষ্টি আমাদেরকেও কিছু দিতে পারেন তো নাকি।যাই হোক নতুন অতিথির জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আর তাছাড়া প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপু আপনাকে ও অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

আপনি ঠিকই বলেছেন আমার বাংলা ব্লগ এ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট হয় তা দেখলেই মনে হয় প্রত্যেকে প্রফেশনাল ফটোগ্রাফার। আপনি প্রথম যে ফটোগ্রাফিটা করেছেন ড্রাগন ফল ড্রাগন ফল খেতে তো অনেক ভালো লাগে এবং এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তারপরে বিভিন্ন মিষ্টির ছবিও তুলে ধরেছেন। আমাদের বাসায়ও পালিত মুরগির বাচ্চা আছে এবং আপনার এগুলো দেখে বেশি ভালো লাগলো। সবারই পছন্দ ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই নুডুলস খেতে ভালবাসে। যখন রাত্রে ক্ষুধা লাগে অনেক তখন রাতে একা একাই রান্না করে খায়। বেশ ভালো ছিল সর্বপরি ফটোগ্রাফি গুলো।

 10 months ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

হায়রে কপাল এত সুন্দর সুন্দর খাবার চোখের সামনে। অথচ হাজার মনে চাইলেও খাওয়ার কোন উপায় নেই। বিশেষ করে মিষ্টি দেখে তো আর মনটা থেমে থাকতে চাইছে না। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

চলে আসুন আপু আরো ভালো খাবার খাওয়াব, ধন্যবাদ আপু।

 10 months ago 

আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব ভালো লাগলো। তবে দেশি মুরগি গুলো দেখে কেমন যেন লোভ হচ্ছে।মুরগি চুরির অভ্যাস নেই না হলে এখনই নিয়ে নিতাম মুরগিগুলো।🤣🤣।যাইহোক আপু অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 10 months ago 

আপনার ভাইয়ের মেয়ে হয়েছে তাই হসপিটালে অনেক মিষ্টি খেয়েছেন মনে হচ্ছে। মিষ্টি গুলো দেখে আমারও খেতে ইচ্ছে করছে। মিষ্টি গুলো দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদ। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো হয়েছে আপু। তবে ড্রাগন ফল আমার কাছে খেতে একদমই ভালো লাগেনা। কিন্তু ফলটি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু।

 10 months ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 10 months ago 

আপু আপনি আজ বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। এ ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে আমার খুব ভালো লাগে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

আপু আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে অনেক লোভণীয় লাগছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে আপু। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 10 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

আপনার ভাইয়ার মেয়ে হয়েছে জেনে ভীষণ ভালো লাগলো। মেয়ের জন্য রইলো অনেক অনেক দোয়া। আপনি বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন আপু।খাবারের ফটোগ্রাফি দেখলে এম্নিতেই খুব খাওয়ার ইচ্ছে হয়।আর চোখের সামনে এতো খাবার দেখলে ইচ্ছে তো হবেই।দেশী মুরগি দেখে ও খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপু আমার দেশি মুরগি আছে একদিন অবশ্যই আসবেন রান্না করে খাওয়াবো। ধন্যবাদ আপু।

 10 months ago 

মিষ্টি জাতীয় খাবার দেখলে আমি আবার কন্ট্রোল করতে পারি না।
দারুন ফটোগ্রাফি করেছেন বিশেষ করে মিষ্টি এবং ড্রাগন ফল দেখে খুব লোভ হচ্ছিল।
তাছাড়া বাদবাকি ফটোগ্রাফি এবং উপস্থাপনা অসাধারণ ছিল।

 10 months ago 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38