ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি ||১০% বেনিফিসিয়ারি shy-fox ৫% বেনিফিসিয়ারি abb- school

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

প্রতিদিনের মতো আজও আমি আপনাদের হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে।রেসিপিটি হলো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি।


চিচিঙ্গা ভাজি আমার অনেক ভালো লাগে।আামাদের চিচিঙ্গার গাছ আছে কিন্তুু এখন ধরেনি।তাই বাজার থেকে এনেছি। বাজারের হলোও চিচিঙ্গা গুলো বেশ জালি ছিল।জালি চিচিঙ্গা ভাজি খেতে মজা ও সুস্বাদু অনেক।চিচিঙ্গা আামাদের পরিবারের সবাই কমবেশি পছন্দ করে।তবে আমার বেশ প্রিয়।ডিম দিয়ে রান্না করলে তো কথাই থাকে না। আমি মাঝেমাঝে চিচিঙ্গা ভাজি করে থাকি।আজ আপনাদের মাঝে শেয়ার করার জন্য এসেছি। যাইহোক বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখন চলে যাব মূলপর্বে।

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাএ কমিউনিটি (আমার বাংলা ব্লগ) সকল ভাই ও বোনেদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোষ্ট:

PhotoEditorPro_1651332305260.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহ:

PhotoEditorPro_1651326536624.jpg

উপকরণপরিমান
চিচিঙ্গা৩টি
পিঁয়াজ৩টি
ডিম১টি
কাঁচামরিচকয়েকটি
হলুদ১ চামচ
লবনস্বাধমতো
তেলপরিমান মতো
প্রস্তত প্রণালি
ধাপ-১

20220430_164025.jpg

প্রথমে আমি তিনটি চিচিঙ্গা নিয়েছি।

ধাপ-২

PhotoEditorPro_1651326591352.jpg

চিচিঙ্গা তিনটিকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে পানি দিয়ে দুয়ে নিয়েছি।

ধাপ-৩

PhotoEditorPro_1651326630012.jpg

এখন ছোট ছোট করে কেটে লবন মাখিয়ে রেখেছি।
ধাপ-৪

PhotoEditorPro_1651326668594.jpg
লবন দিয়ে কিছুক্ষণ রেখে দেয়ার পর পানি ঝরিয়ে অন্য একটা বাটিতে তুলে নিয়েছি

ধাপ-৫

PhotoEditorPro_1651326726927.jpg

এখন চুলাই একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম।

ধাপ-৬

20220430_174924.jpg

তেল গরম হয়ে আসলে কেটে রাখা মরিচ ও পিঁয়াজ দিয়ে দিলাম।
ধাপ-৭

PhotoEditorPro_1651331978685.jpg

মরিচ পিঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে ডিম দিয়ে নিলাম।
ধাপ-৮

PhotoEditorPro_1651332012731.jpg

ডিম দিয়ে একটু নেড়েচেড়ে চিচিঙ্গা গুলো দিয়ে দিলাম।
ধাপ-৯

PhotoEditorPro_1651332043054.jpg
চিচিঙ্গা গুলো দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম

ধাপ-১০

PhotoEditorPro_1651334631405.jpg

এভাবে হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব।এখন একটি বাটিতে তুলে নেব।আমার রান্না শেষ।এখন তৈরি হয়ে গেল মজার চিচিঙ্গা ভাজি।আশাকরি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। কেমন হয়েছে বন্ধুরা মন্তব্য করতে ভুলবেন না।

তবে আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি।

আমার পরিচয়:-

আমি পারুল। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি। আমি বাংলায় লিখতে ও পড়তে ভালোবাসি। এই অপরূপ বাংলার বুকে জন্ম নিয়ে আমি নিজেকে ধন্য মনে করি।

ধন্যবাদ সবাইকে।
Sort:  
 2 years ago 

আপনি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া লোভ লাগার মতো জিনিস ধন্যবাদ

 2 years ago 

ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি খেতে দারুন লাগে। যেটা অনেকদিন হলো খাওয়া হয় না। আপনা রেসিপি তৈরি দেখে খেতে ইচ্ছে করছে সুন্দর উপস্থাপন বর্ণনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হাঃ হাঃ হাঃ ভাইয়া খেতেতো ইচ্ছা করবেই ধন্যবাদ

 2 years ago 

ডিম আমার অনেক পছন্দের তবে চিচিঙ্গা দিয়ে এভাবে কখনো রান্না করিনি। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। আমারও ইচ্ছে করছে বাসায় একদিন এভাবে তৈরি করতে। এতো সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু ডিম দিয়ে রান্না করে দেখেন অনেক মজার আপু এভাবে পাশে থাকবেন ধন্যবাদ

 2 years ago 

চিচিঙ্গা ভাজি আমার খেতে খুবই ভালো লাগে। তবে আমরা চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকি। আপনার রান্নাটা দেখতে বেশ লোভনীয় লাগছে। আমার এই রেসিপি টি খেতে ভালো লাগে

 2 years ago 

ভাইয়া ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখেন অনেক সুস্বাদু হবে ধন্যবাদ

 2 years ago 

প্রথমেই বলব চিচিঙ্গা ফটোগ্রাফি গুলো সেই রকম হয়েছে। চিচিঙ্গা গুলো ছোট ছোট ফালি করে কোটার দৃশ্যটা আমার খুবই ভালো লাগলো। আর এরপর থেকে প্রত্যেকটি ধাপ যে এত মনমুগ্ধকর হয়েছে তা আমি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাই মনের গহীন থেকে প্রকাশ হয়ে আসা শব্দ ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনার মন্তব্য আমার কাজের প্রতি অনু প্রেরণা যোগায় এভাবে পাশে থাকবেন ধন্যবাদ

 2 years ago 

চিচিঙ্গা ভাজি দেখে বেশ ভালো লেগেছে। আপনি খুব চমৎকারভাবে দেখেছি। এ ধরনের রেসিপি আমি খুবই পছন্দ করি। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে আপনার উপস্থাপন করেছেন। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া চিচিঙ্গা ভাজি অনেক মজার হয়েছে আপনাদের মন্তব্য আমার কাজের উৎসাহ যোগাই ধন্যবাদ

 2 years ago 

ডিম দিয়ে আপনি খুব সুন্দর একটি চিচিঙ্গা ভাজি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। চিচিঙ্গা ভাজি খেতে অনেক স্বাদ আমি খেয়েছি আমার অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে চিচিঙ্গা ভাজি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন সেইসাথে ধাপে ধাপে পুরো প্রক্রিয়া বর্ণনা করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে স্বাধ আরো দিগুন বেড়ে যায় মন্তেব্যের জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

চিচিঙ্গা সবজিটা খেতে অনেক সুস্বাদু আমার কাছে খেতে খুব ভালো লাগে। আপনি ডিম দিয়ে খুব চমৎকার করে চিচিঙ্গা ভাজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। চিচিঙ্গা এমনিতেই ভাজি করলে খেতে ভালো লাগে। আপনি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করাতে নিঃসন্দেহে খেতে হয়েছে। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি টা আমাদের মধ্যে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ডিম দেওয়াতে চিচিঙ্গা ভাজি অসাধারণ হয়েছে এভাবে পাশে থাকবেন ধন্যবাদ

 2 years ago 

ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আমি আগে কখনো খাইনি। আমার কাছে বেশ ইউনিক লেগেছে। আপনার এই পোস্টটি দেখে আমি নিজেই একদিন তৈরি করে খেয়ে দেখব। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজার ধন্যবাদ

 2 years ago 

আপু আমিও বাজার থেকে আজকে চিচিঙ্গা কিনে নিয়ে এসেছি। ডিম দিয়ে ভাজি করে খাব বলে। এবং সেইসাথে আমার বাংলা ব্লগে রেসিপিটি পোস্ট করব বলে। আর আমি পোস্ট করার আগেই আপনি সুস্বাদু ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপি তৈরি করে ফেললেন। আপনার রন্ধনপ্রণালী টি আর আমার রন্ধনপ্রণালী হুবহু এক। তাই খুব ভালভাবেই বুঝতে পারছি আপনার রেসিপিটি খেতে অনেক অনেক মজার হয়েছে। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির কালারটা দারুণ এসেছে। খুবই সুস্বাদু এই রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি করতে করতে আমি পেষ্ট করে ফেলেছি যাইহোক ভাজিটা কিন্তুু দারুন ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60684.92
ETH 2911.45
USDT 1.00
SBD 2.30