রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি

Color Splash_202310116116479.png

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে অনেক দিন হলো রঙিন কাগজ নিয়ে কিছু তৈরি করা হয় না।তবে মাঝে মাঝে রঙিন কাগজের জিনিস তৈরি করতে অনেক ভালো লাগে। আজ দুদিন ধরে মেয়ে দুটি অনেক জ্বর। গতরাতে ওদের কাছে বসে আছি। কোন কিছুই ভালো লাগছে না, এদিকে ঘুম আসছিল না। মেয়ে দুটি শুয়ে আছে। তাই ভাবলাম রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করি। আসলে রঙিন কাগজ দিয়ে যা কিছু তৈরি করি না কেন অনেক ভালো লাগে। আসলে রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে একটু সময় ও ধৈর্যের প্রয়োজন। যাইহোক তাহলে চলুন দেখে নিয় আমি কিভাবে রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি করেছি।

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC9inK8aeCSU2fwNN5da2K...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMXjQVxHQA8N.png

20231010_193047.jpg

১.রঙিন কাগজ
২.কাঁচি
৩.আঠা
৪.পেন্সিল
৫.স্কেল

প্রস্তুত প্রণালী

ধাপ-১

Color Splash_20231010212152936.png

প্রথম আমি একটি রঙিন কাগজ নিয়েছি। তারপর কাগজটিকে কোণা করে তিনবার ভাজ করে নিয়েছি।

ধাপ-২

Color Splash_2023101021241182.png
এখন মাঝ খানে এভাবে একটি বৃত্তের মতো করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম।তারপর কাঁচি দিয়ে চিত্রের মতো করে কেটে একটু ভেঙে নিলাম।

ধাপ-৩

Color Splash_20231010212720778.png

কাঁচি দিয়ে এভাবে ফুলের মতো করে নিয়েছি। তারপর ফুলের পাপড়ি গুলো ভাজ করে নিয়েছি।

ধাপ-৪

Color Splash_2023101021320834.png
একটা একটা করে ভাজ খুলে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তারপর সব গুলো লাগানো হলে আমার ঝুড়ির মতো হয়ে গেল।

ধাপ-৫

Color Splash_2023101021325726.png

তারপর লাল রঙের রঙিন কাগজ নিয়ে চিত্রের মতো করে কেটে নিয়েছি।এখন আঠা দিয়ে ঝুড়ির সাথে লাগিয়ে দিলাম।

ধাপ-৬

Color Splash_20231010213332606.png

এখন আরো লাল রঙের রঙিন কাগজ নিয়ে চিত্রের মতো করে কেটে নিয়ে আঠা লাগিয়ে ঝুড়ি সাথে লাগিয়ে দিলাম।

ধাপ-৭

Color Splash_20231010213539357.png

তারপর আর একটু রঙিন কাগজ নিয়ে ফুল বানিয়ে নিয়েছি। এখন ফুলের সাথে আঠা লাগিয়ে দেব।

ধাপ-৮

20231010_201227.jpg20231010_200623.jpg

আঠা লাগানো হয়ে গেলে ঝুড়ির সাথে লাগিয়ে দেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের ঝুড়ি তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনফরিদ পুর

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 10 months ago 

রঙিন কাগজের তৈরি জিনিসগুলো আমার বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। ঝুড়ি তৈরির প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ঝুড়ি তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 10 months ago 

আপনার মেয়ের জন্য দোয়া রইল সৃষ্টিকর্তা যেন খুব তাড়াতাড়ি তাকে সুস্থ করে দেন।
অসাধারণ একটি ফুলের ঝুড়ি প্রস্তুত করেছেন রঙিন কাগজ দিয়ে। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে কালারটা দারুন ফুটেছে। সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য

 10 months ago 

ভাইয়া আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে ঝুড়ি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের ঝুড়ি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক অভিজ্ঞতা এবং ধৈর্যের প্রয়োজন হয়। ঝুড়ি তৈরির প্রতিটি স্টেপ এত সুন্দরভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 10 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

অনেকদিন যাবত রঙ্গিন কাগজ দিয়ে কিছু তৈরি করা হয় নাই আবারও ইচ্ছা জাগতেছে। আপনাদের মাঝে আমিও তৈরি করব। আপনার রঙিন কাগজ দিয়ে ঝুড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আপনার এই কাজ অব্যাহত থাকা দোয়া করি। অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 10 months ago 

জি ভাইয়া অবশ্যই তৈরি করবেন, আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি করে শেয়ার করেছেন বাহ্ দারুন হয়েছে। উপরে ফুলটি তৈরি করে দেওয়ার কারনে আরো বেশি সুন্দর লাগতেছে। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো সব সময়ই ভালো লাগে ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 10 months ago 

জি ভাইয়া রঙিন কাগজের জিনিস গুলো আসলে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু। এত সুন্দর করে রঙিন কাগজের একটি ঝুড়ি তৈরি করেছেন। কারো হাতের তৈরি কোন কিছুই দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে প্রতিটা মানুষের ভিতরেই দক্ষতা এবং অভিজ্ঞতা লুকিয়ে আছে যা, আমরা কেউ চেষ্টা করে দেখি না। এখন সবাই তাদের জীবন নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। আপনি যে, এই ব্যস্ততার মাঝেও ধৈর্যের সাথে কাগজের জুরিটি তৈরি করলেন সেজন্য আপনাকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন আপু।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ঠিক বলেছেন আপু সবাই ব্যস্ত হয়ে পড়েছে, তারপরেও মাঝে মাঝে চেষ্টা করতে হয়।ধন্যবাদ আপু।

 10 months ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন। অনেক আগে আমিও এমন একটি ঝুড়ি তৈরি করেছিলাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। ঝুড়ি তৈরির প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর হবে আমাদের মাঝে তুলে ধরেছেন। বেশ ভালো লাগলো আপু।

 10 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু

 10 months ago 

রঙিন কাগজ দিয়ে বেশ চমৎকার একটি ঝুড়ি তৈরি করেছেন আপু। ঝুড়িটি দেখতে অনেক ভালো লাগছে। ঝুড়ি তৈরি করার প্রতিটি ধাপ বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু

 10 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই বানানো যায়। আমি নিজেও আজকে রঙিন কাগজ দিয়ে একটি রঙিন গাছ বানিয়েছি এবং আপনাদের মাঝে শেয়ার করছি। ধন্যবাদ আপু চমৎকার একটি ঝুড়ি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

মানুষ চেষ্টা করলে অনেক কিছু তৈরি করে দেখাতে সম্ভব কারণ মানুষের ভিতরে সেই প্রতিভা রয়েছে। ঠিক তেমনি ভাবে আজকে আপনি আমাদের মাঝে নতুন কিছু তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন রঙিন কাগজ ব্যবহার। আর এটাকেই বলে হয় সুদক্ষতা। অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই দক্ষতার পরিচয় দেখে যেখানে একটি ঝুড়ি তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন রঙিন কাগজ দিয়ে।

 10 months ago 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59926.69
ETH 2622.88
USDT 1.00
SBD 2.38