খাঁটি দুধের সর দিয়ে ঘি বানানোর রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

খাঁটি দুধের সর দিয়ে ঘি বানানোর রেসিপি

Color Splash_20231020173649783.png

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ এসেছি একটি রেসিপি পোস্ট নিয়ে। আসলে আমার মেয়েরা প্রায় সময় ঘি দিয়ে ভাত খেতে চাই। আর মাঝে মাঝে কেনা ও আনা হয়।আবার আমি মাঝে মাঝে বানিয়ে ও দেয়। আসলে আমি প্রায় প্রতি দিন দুধ জ্বালায়। তবে অনেক দিন হলো ঘি বানানো হয়নি। তাই ভাবলাম এবার কিছু সর জমিয়ে ঘি বানাবো। যেই ভাবা সেই কাজ। আজ প্রায় দশ থেকে পনেরো দিন হবে এভাবে দুধের সর তুলে রেখেছিলাম। সত্যি বলতে নিজের হাতে তৈরি খাবারের মজাই আলাদা। আর এই খাবার গুলো অনেক সুস্বাদু ও পুষ্টিকর হয়ে থাকে।আমার মনে হয় ঘি সবাই অনেক পছন্দ করে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে খিচুড়ি দিয়ে খেতে। আর গরম গরম ভর্তা ও গরম ভাত দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে। যাইহোক আপনারা সবাই চাইলে এভাবে দুধের সর দিয়ে ঘি তৈরি করতে পারবেন।তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC9inK8aeCSU2fwNN5da2K...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMXjQVxHQA8N.png

20231020_123858.jpg
১.দুধের সর
২.কড়াই
৩.ব্লেন্ডার
৪.পানি

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjTRiKiq1ekVUHcddKWhjsUEZN3UbAqjshx4eFoLArzKkMU9yh6LhnkbdUMZpnMu8xB2xr9Avfdr7mX9h...nxZ9cbyhyjhwaSL6V8BUafPMHt2YYZ58KznKnyRuz82sNnXWkdfLiXRcm51zucQpc6PpNxp3sdLpUA3zM86SpDWQazL3FHbRAqKtvy5hbi8DM4ZsXyqd8bDjKC.png

ধাপ-১

20231020_133607.jpg20231020_123858.jpg

প্রথমে আমি কিছু দুধ জ্বাল দিয়ে রেখে দিই। তারপর দুধ ঠান্ডা হলে দুধের ওপর থেকে সর উঠিয়ে নিয়েছি।এভাবে আমি প্রায় দশ দিনের মতো সর জমিয়ে ফ্রিজে রেখে দিয়েছি।

ধাপ-২

20231020_124040.jpg20231020_124619.jpg

এখন সর গুলোকে ফ্রিজ থেকে বের করে তিন ঘন্টা পরে ব্লেন্ডারের ভিতরে পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি।

ধাপ-৩

20231020_125117.jpg20231020_125711.jpg

এভাবে কয়েক মিনিট ব্লেন্ডার করে নিয়েছি । তারপর মাখন গুলো আলাদা করে নিয়েছি।

ধাপ-৪

20231020_125738.jpg20231020_131328.jpg

এভাবে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। তারপর মাখন গুলো আলাদা করে বাটিতে তুলে নিয়েছি।

ধাপ-৫

20231020_131407.jpg20231020_131416.jpg

এখন চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম। কড়ায় হালকা গরম হয়ে গেলে ধুয়ে রাখা মাখন গুলো দিয়ে দেব।

ধাপ-৬

20231020_131628.jpg20231020_132347.jpg

মাখন গুলো দেওয়ার পরে প্রথমে কয়েক মিনিট ভারি জ্বাল দেব তারপর মিডিয়াম আচে জ্বাল দিয়ে নেব।এভাবে হয়ে আসলে আর নাড়া দেব না।

ধাপ-৭

20231020_134154.jpg20231020_135536.jpg20231020_135711.jpg

কিছুক্ষণ পরে এভাবে হয় আসলে নামিয়ে নেব। তারপর একটি ছেকনি দিয়ে ছেঁকে বাটিতে তুলে নিয়েছি। তারপর ঘির কৌটায় ভরে রেখে দিয়েছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।


আজ এখানেই বিদায় নিচ্ছি। আবর দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 last year 

ঘি দিয়ে ভাত খেয়েছি এবং মেয়েরা আসলেই প্রায় সময় ঘি দিয়ে ভাত খায়। এটা আলাদা ধরনের একটা স্বাদ কাজ করে। আমারও অনেক ভালো লাগে। প্রতিটা মানুষ ঘি পছন্দ করে আর খিচুড়ির মধ্যে দিল তো অনেক টেস্ট লাগে। তারপর আপনি প্রয়োজনীয় উপকরণ গুলি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এবং প্রতিটি ধাপ খুব দক্ষতার সহিত আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল। অনেক ভালো ছিল।

 last year 

জি ভাইয়া খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।

 last year 

ঘি খেতে আমারও খুব ভালো লাগে এটি যেমন পুষ্টিকর তেমন খেতে সুস্বাদু।
বিশেষ করে ঘি দিয়ে কোন কিছু ভাবি করলে অথবা গরম গরম খিচুড়ি ভাতের সাথে সব থেকে বেশি ভালো লাগে।
দশ দিন ধরে স্বর জমিয়ে ঘরোয়া পদ্ধতিতে ঘি প্রস্তুত করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে মজা হবে।

 last year 

জি ভাইয়া খেতে অনেক মজা হয়েছিল, ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

বাহ! একদম অন্যরকম একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। এখানে আপনি যেসকল উপকরণ ব্যবহার করেছেন তা একদমই ইউনিক। এরকম ইউনিক উপকরণ দিয়ে ইউনিক রেসিপি তৈরির মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন।

 last year 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু, ঘি নামটি শুনলেই যেন আমার খুবই খেতে ইচ্ছে করে। কেননা গরম গরম ভর্তা ভাত কিংবা খিচুড়ির সাথে ঘি খেতে আমার কাছেও খুবই ভালো লাগে। আবার ঘি দিয়ে যদি পরোটা ভেজে খাওয়া যায়, তাহলে তা খেতে আমার কাছে অমৃত মনে হয়। আমার মা খুব সুস্বাদু করে ঘি তৈরি করতে পারে। আপনার তৈরি ঘি দেখে মায়ের হাতের ঘিয়ের স্বাদ মনে পড়ে গেল। অনেক অনেক ধন্যবাদ আপু, ঘি তৈরি করার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।

 last year 

সত্যি ভাইয়া নিজের হাতে তৈরি করা ঘির মজাই অন্য রকম, ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলেছেন নিজের হাতে কিছু বানানোর মজাই আলাদা। ঘি ভাত খেতে আমারও অনেক ভালো লাগে। আপনার পোস্টটি পড়ে আমরা খুব সহজে ঘি বানানো শিখে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপনি ঘি দিয়ে ভাত খেতে অনেক মজা, ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ অসাধারণ তৈরি করলেন আপু বেশ ভালো লেগেছে। তবে আমিও চেষ্টা করি দুধের সর জমিয়ে রেখে ঘি তৈরি করার। বাচ্চারা যেহেতু দুধের সর একদম খেতে চাই না। তাই আমি দুধের সর গুলো জমিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। যখন বেশি হয়ে যায় তখন এক সাথে ঘি তৈরি করি। তবে প্রয়োজনীয় ঘি গুলো আমি ঘরের মধ্যে পেয়ে যাই। আসলে অনেক ভালো লাগে ঘরের তৈরি ঘি। মাঝে মধ্যে অতিরিক্ত যখন প্রয়োজন হয় তখন বাজার থেকে নিয়ে আসি।

 last year 

জি আপু বাচ্চারা সর খেতে চায় না তারজন্য সর জমে থাকে, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

বাসায় কখনো ঘি তৈরি করা হয়নি। আপনার পোস্টটা দেখে শিখে নিলাম। আমি অবশ্যই একদিন এটা তৈরি করব। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 

জি আপু এভাবে অনেক সহজে ঘি তৈরি করতে পারবেন, ধন্যবাদ আপনাকে।

 last year 

সবকিছু বানানের ট্রাই করলেও কখনও ঘি বানানোর চেষ্টা করা হয়নি।কারন খাঁটি দুধ হাতের নাগালে পাওয়া হয়নি।আপনি চমৎকার ভাবে ঘি বানানোর প্রসেস গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। কি সুন্দর ঘি করে ফেললেন।ভীষণ ভালো লাগলো দেখে।বাসায় এতো সুন্দর ঘি হলে বাজার থেকে কিনে আনার কি দরকার আর। খুবই সুন্দর হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

জ্বী আপু আমি এভাবে মাঝে মাঝে হাতে তৈরি করি বেশ ভালো লাগে, ধন্যবাদ আপু।

 last year 

আপনার ঘি বানানোর পদ্ধতিটা আমার বেশ কাজে লাগবে। কেননা আমিও কিছুদিন যাবত দুধের স্বর সংগ্রহ করে রাখছি।আর কিছুদিন জমিয়ে রাখার পর আমিও ঘি বানাবো। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

জি আপু নিজের হাতের বানানো ঘি অনেক মজার, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 78890.33
ETH 3180.07
USDT 1.00
SBD 2.68