ক্লে দিয়ে হাঁস তৈরি

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ক্লে দিয়ে হাঁস তৈরি

1000021755.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি ক্লের তৈরি জিনিস নিয়ে। আসলে ক্লের তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে বাচ্চাদের জন্য ক্লে এনে রাখা মুশকিল। আর এখন বাচ্চারা সব সময় চেষ্টা করে ক্লে দিয়ে কিছু তৈরি করার জন্য। আসলে তারা ভালো না পারলে কি কিন্তু চেষ্টা করে সব সময়। মাঝে মাঝে আমি অনেক রাগ করি। তারপর ভাবি ওদের প্রতিভা আছে। আবার আমাকে দেখে কিভাবে ফোন দিয়ে ফটোগ্রাফি করি। আজ সন্ধ্যা বেলা আমার দুই মেয়ে বসে দুটি হাঁস বানিয়েছে। আর আমার ফোন দিয়ে আমার মতো ধাপে ধাপে ফটোগ্রাফি করে নিয়েছি। আমি আসার পরে আমাকে বলিতেছে এটি পোস্ট করার জন্য। আরো বলতেছে আম্মু তুমি বলে দিও এটা আমি তৈরি করেছি।সত্যি হাঁস দুটি দেখতে অনেক কিউট লেগেছিল।আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদের সাথে যোগ দিতে পারে।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000017666.jpg
১.বিভিন্ন ধরনের ক্লে

প্রস্তুত প্রণালী

1000021726.jpg

1000021727.jpg
প্রথমে লাল রঙের ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে বের করে এভাবে লম্বা করে নিয়েছি।

1000021728.jpg

1000021729.jpg
এখন লম্বা ক্লেকে এভাবে ঘুরিয়ে হাঁসের আকৃতি বানিয়ে নিয়েছি।

1000021731.jpg

1000021734.jpg
এখন সাদা কালো ক্লে নিয়েছি। তারপর চিত্রের মতো দুটি চোখ বানিয়ে নিয়েছি।

1000021735.jpg
এখন হাঁসের সাথে লাগিয়ে দিয়েছি।

1000021738.jpg

1000021741.jpg
এখন গোলাপি রঙের ক্লে নিয়েছি। তারপর চিত্রের মতো করে হাঁসের ঠোঁট বানিয়ে লাগিয়ে দিয়েছি।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে হাঁস তৈরি।

1000021755.jpg
একই ভাবে আমি দুটি হাঁস বানিয়ে নিয়েছি। সত্যি হাঁস দুটি দেখতে অনেক কিউট লেগেছিল।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000000176.gif

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000178.png

1000000177.gif

Sort:  
 3 months ago 

ভিন্ন আঙ্গিকে তৈরি করা পোস্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এখানে আপনি বেশ দুইটা রাজহাঁস তৈরি করে দেখিয়েছেন ক্লে দিয়ে। অনেক অনেক ভালো লেগেছে এত সুন্দর ভাবে তৈরি করতে দেখে। বেশ চমৎকারভাবে হাঁস দুইটা তৈরি করে দেখাতে সক্ষম হয়েছেন আপনি।

 3 months ago 

আপনার হাঁস দুইটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর ভাবে হাঁস তৈরি করতে দেখে। আমি মনে করি এই সমস্ত আর্ট গুলো নিজের সুন্দর দক্ষতা দ্বারা তৈরি করা হয়। অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

ধন্যবাদ আপু সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য

 3 months ago 

বাহ কী সুন্দর আর কিউট দুটো হাঁস করেছেন। এর পর এগুলোকে একটা ক্লের পুকুর বানিয়ে তাতে ভাসিয়ে দিন। পরের পোস্টও হবে আর আমরা হাঁসের জীবনও দেখতে পারব৷ হা হা হা। মজা করলাম আপু। আসলে আপনার হাঁসগুলো বেশ লেগেছে৷

 3 months ago 

জি আপু অবশ্যই হাঁসের জন্য পুকুর বানাবো ধন্যবাদ

 3 months ago 

ক্লে দিয়ে হাঁস তৈরির অনেক সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আমি লক্ষ্য করে দেখেছি প্রতিনিয়ত আপনি এই ধরনের জিনিস তৈরি করেন এবং আমাদের মাঝে শেয়ার করেন। আপনার হাতের কাজ দেখে খুবই ভালো লাগলো।

 3 months ago 

ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে ‌। আপনি আজ ক্লে দিয়ে হাঁস তৈরি করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। আপনার হাঁস তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ডাই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

1000021760.jpg

1000021759.jpg

 3 months ago 

আপনার দুই মেয়ের জন্যই শুভকামনা রইল আপু। তারা দেখতেছি এতটুকু বয়সের মধ্যেই সুন্দর প্রতিভার প্রকাশ ঘটিয়েছে। আপনার কোনো রকম সহযোগিতা ছাড়াই ক্লে দিয়ে চমৎকার দুটি হাঁস তৈরি করেছে। তাদেরকে বলে দিয়েন যে তাদের বানানো হাস গুলি ভীষণ সুন্দর এবং দুর্দান্ত হয়েছে। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

বাহ্ ক্লে ব্যবহার করে দারুণ দুইটি হাঁস তৈরি করছেন। ক্লে দিয়ে এখন অনেক কিছু তৈরি করা যায়,আর এগুলো জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে।যাইহোক আপনার তৈরি করা ক্লে দিয়ে হাঁস আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 months ago 

কি কিউট হাঁস গুলো। ক্লে দিয়ে বর্তমানে এত কিউট কিউট জিনিস তৈরি করা যায় এই ক্লে দিয়ে তা আমার বাংলা ব্লগের সদস্যদের পোস্ট না দেখলে বুজতাম ই নাহ।আপনার তৈরিকৃত হাঁস অনেক কিউট হয়েছে।আপনার হাতের কাজের দক্ষতা আছে বলতে হবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.24
JST 0.031
BTC 84648.55
ETH 1593.07
USDT 1.00
SBD 0.84