গল্প:-সত্যিকারের ভালোবাসা ১ম পর্ব
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
সত্যিকারে ভালোবাসা ১ম পর্ব
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা গল্প নিয়ে। আর গল্প মানে আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক ঘটনা। আসলে সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না।আসলে বর্তমান ভালো বাসতে সবাই ভয় পায়।ভালোবাসা নিয়ে বেশি ছলনা হয়।যাইহোক আবার ভালোবাসার জন্য সব হয়।ভালোবাসা ছাড়া পৃথিবী অচল।যাইহোক এমনি এক ভালোবাসার গল্প নিয়ে এসেছি আপনাদের মাঝে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
ছনিয়া ও রাজীবকে নিয়ে আজকের গল্প:-
ছনিয়ারা দুই বোন। ছনিয়া বড় আর আর একজন ছোট।যাইহোক ছনিয়ার বাবা অনেক বড়লোক।ছনিয়া যখন ক্লাস সেভেনে পড়ে। তখন থেকে রাজীবের সাথে তার সম্পর্ক।আসলে রাজীব অনেক দরিদ্র ঘরের ছেলে।রাজীবের বাবা একজন দারোয়ান ছিলেন। আসলে ছনিয়ার বাসার পাশেই রাজীবের বাবা দারোয়ান ছিলেন। তাই ছনিয়াদের এলাকায় সবাই রাজীবের বাবাকে চেনে।আসলে ছনিয়া কিভাবে যে রাজীবের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে সে নিজে ও বুঝতে পারে নি।
এভাবে চলে গিয়েছিল কয়েক বছর। ছনিয়া ও রাজীবের সম্পর্ক যখন জানাজানি হয়ে গেল তখন ছনিয়ার বাবা মা তাকে নিষেধ করলো, যেন কোন ভাবে রাজীবের সাথে সম্পর্ক না রাখে।আসলে রাজীবের বাবা একজন দারোয়ান তাই তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না।কিন্তু ছনিয়া বলেছে আমি আর রাজীবের সাথে সম্পর্ক রাখব না। আসলে সে রাজীবকে ছাড়া আবার কাউকে বিয়ে করবে না।কিন্তু সমস্যা হলো এটাই ছনিয়ার আটারো বছর হয়নি।
একদিন ছনিয়া রাজীবকে বিয়ে করে ফেলল। তবে কাউকে জানায়নি। কিন্তু ছনিয়ার বিয়ের কথা বললে রাগ করে। এভাবে চলে যাচ্ছিল দিন গুলো। ছনিয়া এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়ে গেল।এখন ছনিয়ার বয়স আটরো বছর। তাই একদিন ছনিয়া কলেজে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে পড়ল।তবে সেই দিন আর বাড়ি ফিরেনি।[চলবে]
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1975930921523241203?t=XIbkgYVC_LVYUdlgm7Eq6A&s=19
https://x.com/MimiRimi1683671/status/1975933454761234910?t=u-24hDFbO57w0Ob8rmrFIg&s=19