✏🎨DIY- Project এসো নিজে করি: 🌿" গাছের ডালে বসে থাকা একটি মেয়ে ভূত "👻 অংকন || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ||🦊
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। ভুত দেখে ভয় পায় না এমন মানুষ আমার জানামতে নাই। তবে, আমি ভূত দেখে একটু বেশিই ভয় পাই। আমি ভূতের কোন মুভি ইচ্ছে করে কখনো দেখি না। ভয় অনুভব হয়, ভুতের ছবি দেখে আমার প্রচুর ভয় লাগে।
কখনো কখনো রাতের বেলাতে মনে হয়, পিছনের দিকে হয়তো ভূত আছে অথবা মনে হয় কোন গাছের ডালে ভূত আছে। খুবই ভয় পায় আমি, এই গভীর রাতে আজকে নিজেই ভয় কে জয় করে ভূতের ছবি আকানোর ইচ্ছা পোষণ করেছি,তো চলুন শুরু করা যাক।
✏অংকন এর বিষয়✏
👻গাছের ডালে বসে থাকা মেয়ে ভূত🌿- সাদা কাগজ
- পেন্সিল 2B, HB
- কালার পেন্সিল
- স্কেল
- রাবার
- পেন্সিল কাটার
👇 ধাপ ১👇
প্রথমে একটি সাদা কাগজের উপরে HB পেন্সিল দিয়ে, খুব হালকাভাবে মেয়ে ভুত টির মুখমণ্ডলের কিছু অংশ, মুখমন্ডলের আকৃতি অনুযায়ী এবং টুপি আঁকিয়ে নিতে হবে।
👇 ধাপ ২👇
মেয়ে ভূত টির শরীরের গঠন এবং একটি গাছের ডাল আকিয়ে নিতে হবে, খুব হালকাভাবে HB পেন্সিল দিয়ে।
👇 ধাপ ৩👇
এরপর Hb পেন্সিল দিয়ে ভূতের পিছনের দিকে চুলের অংশ অর্থাৎ দুটি উড়ন্ত বেনী আকিয়ে নিতে হবে।
👇 ধাপ ৪👇
এরপরে মাথার উপরের টুপির অংশটি, কালো রঙের পেন্সিল দিয়ে গাঢ় কালো রং করে নিতে হবে।
👇 ধাপ ৫👇
এরপর ভুতের শরীরের চারপাশে গাঢ়ভাবে বর্ডার দিয়ে নিতে হবে। তারপর মুখমন্ডলের ওপর দুটি চোখের অংশ হালকাভাবে HB পেন্সিল দিয়ে আঁকিয়ে নিতে হবে।
👇 ধাপ ৬👇
মেয়ে ভুতের চোখদুটো, সেই সাথে বেণীর অংশগুলো গাঢ় কালো রং করে নিতে হবে।
👇 ধাপ ৭👇
এরপরে টুপির নিচে, মাথায় যে ফাকা অংশটুকু দেখা যাচ্ছে, সেখানে পেন্সিল দিয়ে খুব হালকাভাবে পেন্সিল শেড দিয়ে নিতে হবে।
👇 ধাপ ৮👇
এবারে শরীরের প্রতিটা অংশে কালো রঙের পেন্সিল দিয়ে খুবই গাঢ়ভাবে ধীরে ধীরে কালো রং করে নিতে হবে এবং চুলের বেনীসহ চুলের অংশগুলো কালো রং এর শেড দিয়ে নিতে হবে।
👇 ধাপ ৯👇
সবশেষে, প্রতিটা অংশ ভালোভাবে লক্ষ্য করতে হবে কোথাও কোনো ডিজাইন করতে বাদ আছে কিনা। পছন্দমতো অংকন করে নিতে হবে, তাহলেই আকানো হয়ে যাবে "গাছের ডালে বসে থাকা মেয়ে ভূত"।👻
🤨এতোটা সময় নিয়ে আমার আকানো ভুতের ছবিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।🙂ভুতের ছবিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।আমার পোস্ট গুলা এভাবেই দেখতে থাকুন! দেখতে দেখতে একদিন ভালো লাগা,ভালোবাসা হয়েই যাবে। 🙄
আমি মেঘলা!অসাধারণ দের মাঝে অতি সাধারন একজন।আমার প্রিয় শখ হলো-ফুলের বাগান করা,ছবি আকা,ফটোগ্রাফি করা, মনের অনুভূতি গুলো নিয়ে লেখালেখি করা,অবসর সময়ে গান শোনা এছাড়াও আমি ঘুরতে ভীষন পছন্দ করি!জীবন আমাকে সবকিছু দিবেনা,তাই স্বল্প আশায় বাঁচি।আমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি,সেই স্বপ্নগুলা বাস্তবায়িত করতেই আমার এই পথচলা।স্বপ্ন পূরনে ব্যার্থ, হয়তো পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবোনা কিন্তু এখন আবার শুরু করে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবো।
ও বাবা ভূত আমিতো ভয় পেয়ে গেলাম। গাছের ডালে বসে থাকা একটি মেয়ে ভূত আপনি দারুণভাবে অঙ্কন করেছেন। খু্বই দক্ষতার সাহায্যে প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার অংকন বরাবরই খুবই ভালো লাগে। আপনি খুবই দক্ষতার সাথে কাজ করে থাকেন। আপনার জন্য শুভকামনা রইল।
আপু এই মাঝরাতে এরকম ছবি পোস্ট করা কি ঠিক? ভয় দেখিয়ে দিলেন।
ভয় পেলে কি হবে আপনার ভুতের ছবিটি কিন্তু খুব কিউট হয়েছে। ভুতটিকে আমার অনেক বেশি ভালো লেগেছে। গাছের ডালের ভুতটি আমার কাছে পাঠিয়ে দিন। আমার কাছে চমৎকার লেগেছে গাছের ডালের ভুতটি।
🤫এই মাঝরাতে ভূত এর আসল সময়।এজন্যই দিলাম।এতোই যখন ইচ্ছে হলো আপনার তাহলে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি👻🙄 ভূত কিন্তু আপনাকে ধরে কাপিয়ে দিবে।তখন কিন্তু আমার কোন দোষ দিয়েন না।🥺
পাঠিয়ে দেন আপু। এত কিউট ভূত পাশে নিয়ে ঘুমিয়ে থাকি।
আচ্ছা আপু! পাঠিয়ে দিলাম। পাশে নিয়ে শুলে 😜আজ আপনার সারারাত ঘুম হবেনা! 😂
আপু আপনার তৈরি করা diy প্রজেক্টটি অসাধারণ সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ও দক্ষতার সাথে প্রতিটি ধাপ ফুটিয়ে তুলেছেন। আপনার ছবিটি দেখতে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা মেয়ের ভুতের ছবি চিত্রাংকন করে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ! আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।আপনার ভালো লেগেছে তা ঠিক কিন্তু এতো রাতে ভূত দেখে ভয় লাগেনি নাকি! 😲
না আপু আমার ভয় লাগেনি, আসলে ভূত বলে কিছু নেই। এটা শুধু ফালতু একটা ধারণা।
আসলেও তাই! আপনি ঠিকই বলেছেন ভাইয়া।
ভূত শুনতে যতটা ভয় লাগছে আপনার অঙ্কনটি দেখতে ততটাই মিষ্টি লাগছে দেখতে। অনেক দক্ষতার সাথে আপনি অঙ্কনটি করেছেন।এবং আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
তাই নাকী! চেষ্টা করেছি মিষ্টি একটা ভূত বানাতে যেনো সবার পছন্দ হয়।😇
আপু অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। "গাছের ডালে বসে থাকা মেয়ে ভূত" চিত্রটির আইডিয়াটা চমৎকার ছিল। চিত্র অংকন করার পদ্ধতি খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। ভূতের মাথার বেনি করা চুল এবং সুন্দর মানিয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ, আমার আঁকানো ভুতের ছবিটি দেখে এতটা প্রশংসা করার জন্য এবং আমার আইডিয়াটা আপনার ভালো লেগেছে এজন্য আমি খুব খুশি।
আপু এ রকম ভূতের ছবি দেখিয়ে ভয় দেওয়াটা কি ঠিক। আমি যদি ভয় পাই এর দায় কিন্তু আপনার । হা হা হা। মজা করলাম আপু। তবে আপনার ভূতের ছবিটি কিন্তু অনেক সুন্দর হয়েছে।আবার ভূতের চুল দেখি বেনি করেছে। যাই হোক আপু আমার খুব ভালো লেগেছে আপনার ভূতের ছবি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।
গাছের ডালে বসে থাকা একটি মেয়ের ভূতের ছবি অংকন অসাধারণ কিন্তু কথা হচ্ছে ভূত কি আপনি,হাহাহা। আপনি অনেক সুন্দর করে আপনার ভুতের প্রতিচ্ছবিতে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আপনি একটা গাছের মগডালে বসে আছেন।হাহাহা, এবং কি অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের সাথে এত সুন্দর ছবি অংকন ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু
বাহ, এটি একটি সুন্দর পেইন্টিং যা আপনি আমাকে দেখিয়েছেন।
আপনি আমার অংকন দেখেছেন সেজন্য আমি খুবই আনন্দিত।☺
এভাবে ভয় দেখান কেনো আপু। ড্রয়িং করছেন ভালো কথা দেইখেন রাতে আবার যেনো আপনাকে না ধরে। সাবধানে থাইকেন আপু😁😁। ছোট বেলায় কার্টুনে দেখা ডাইনি এর মত লাগছে একদম। তবে একটু কিউট লাগছে এই আর কি। কিন্তু ভুত তো ভুতই 😁😁। অনেক সুন্দর হয়েছে ড্রয়িং টা। শুভ কামনা রইলো আপনার জন্য।
অসাধারণ চিত্র অঙ্কন করেছেন আপু। মেয়ে ভুতটি অনেক সুন্দর হয়েছে আর ভুতটি মনে হয় একটি ঝাড়ু উপর বসে আছে আমি কি ঠিক বলেছি আপু।