গ্রাম বাংলার পড়ন্ত বিকেলের প্রাকৃতিক দৃশ্য || আমার অংশগ্রহণ "প্রতিযোগিতা-৪৪"।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।



"পড়ন্ত বিকেলের প্রাকৃতিক দৃশ্য"


1695237168954-01.jpeg

Polish_20230921_002851863.jpg

1695234061912-01.jpeg

আজ আমি আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা পেইন্টিং পোস্ট নিয়ে। আমার আজকের পেইন্টিং পোস্টটা "আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৪৪" কে কেন্দ্র করে।অতএব, আপনারা বুঝতেই পারছেন আজকের পেইন্টিংটা অনেকটা স্পেশাল। আমার বাংলা ব্লগ "প্রতিযোগিতা-৪৪" এ চমৎকার এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমি @kingporos দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের ফাউন্ডার, কো-ফাউন্ডার, এডমিন ও মডারেটরদের।

সত্যি কথা বলতে এবারের প্রতিযোগিতা টা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এবারের প্রতিযোগিতা মূলত প্রাকৃতিক দৃশ্যের অংকন নিয়ে। আমি আর্টে বেশি একটা পারদর্শী নই তারপরও ছোটবেলায় টুকটাক প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকাআঁকি করতাম। কিন্তু মজার বিষয় হল রং তুলি দিয়ে আমি এই প্রথম কোন প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করলাম। কয়েকদিন ধরে ভাবছিলাম কি ধরনের পেইন্টিং করা যায়,কিন্তু অলসতার জন্য করা হয়ে উঠছিল না । বৃহস্পতিবার যেহেতু "প্রতিযোগিতা-৪৪" এর লাস্ট ডেইট, তাই আজ বুধবার বিকালে অলসতা ভেঙ্গে পেইন্টিং টা করেই ফেললাম।যেহেতু রং তুলি দিয়ে আগে কখনো প্রাকৃতিক দৃশ্যের ছবি অঙ্কন করিনি তাই আজকের এই পেইন্টিংটা তৈরি করতে আমার অনেক পরিশ্রম এবং প্রচুর সময় লেগেছে।



প্রয়োজনীয় উপকরণ :

• আর্ট পেপার
• এক্রেলিক রং
• রং তুলি
• পেন্সিল
• পানি


IMG_20230920_145902_250.jpg



অংকনের বিবরণ :

ধাপ-১

প্রথমে পেন্সিলের সাহায্যে একটি দৃশ্যের স্কেচ করে নিব।

IMG_20230920_150932_163.jpg

ধাপ-২

যেহেতু এটা পড়ন্ত বিকেলের প্রাকৃতিক দৃশ্য তাই আকাশে আমি হলুদ, কমলা এবং লাল এর সংমিশ্রণে এরকম রং করে নিয়েছি। নদীতে ও আপনারা দেখতে পাচ্ছেন একই রকম ভাবে রং করে নিয়েছি।

IMG_20230920_151254_363.jpgIMG_20230920_151821_237.jpg

IMG_20230920_152900_699.jpg

ধাপ-৩

এখন আমি আকাশে পড়ন্ত বিকেলের সূর্য আঁকিয়ে নিয়েছি সাদা রঙ দিয়ে, যেটা নদীর পানির উপর প্রতিফলিত হয়েছে।

IMG_20230920_153537_606.jpg

ধাপ-৪

এখন আমি বাড়ির সামনের উঠানে রং করে নিবো এবং নদীর পাড়ে কালো রং করব এবং কিছু সবুজ ঘাসপালা আঁকাবো।

IMG_20230920_154158_808.jpgIMG_20230920_154701_354.jpg

ধাপ-৫

বাড়ির চালের রং করব এবং বাড়ির দুই পাশে দুইটা বড় গাছ আঁকিয়ে নিব।

IMG_20230920_155323_509.jpgIMG_20230920_160142_270.jpg

ধাপ-৬

এখন দুই ঘরের মাঝ বরাবর আরো একটি গাছ আঁকাবো। তিনটা গাছকে সবুজ রং দ্বারা কালারফুল করব।

IMG_20230920_160946_901.jpgIMG_20230920_161324_174.jpg

IMG_20230920_161742_167.jpg

ধাপ-৭

নদীর কিনারায় ছোট ছোট সবুজ গাছপালা আঁকাবো এতে প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য আরো বহু অংশে বেড়ে যাবে।

IMG_20230920_162125_986.jpg

IMG_20230920_163851_047.jpgIMG_20230920_162936_350.jpg

ধাপ-৮

এখন দুইটা ঘরের জানালা দরজা আঁকিয়ে নেব এবং ঘরের পাশে আরো একটি বড় গাছ আঁকিয়ে নেব।

IMG_20230920_164333_289.jpgIMG_20230920_164535_590.jpg
IMG_20230920_164624_491.jpgIMG_20230920_164845_900.jpg

ধাপ-৯

নিচে যে খালি অংশটুকু রং করেছিলাম না সে অংশটুকুতে রং করব এবং এখানে কিছু ফুলবাগান আঁকবো।

IMG_20230920_170834_290.jpg

ধাপ-১০

ফুলবাগান আর্ট করার আগে নদী পারাপারের জন্য একটি কাঠের সেঁতু আঁকিয়ে নেব।

IMG_20230920_171044_671.jpg1695234132499-01.jpeg

IMG_20230920_172534_930.jpg

IMG_20230920_173953_355.jpg

IMG_20230920_174404_352.jpgIMG_20230920_175004_803.jpg

ধাপ-১১

সেঁতু পার হয়ে ছবির নিচের অংশে অনেকগুলো গাছপালা আঁকাবো এবং কিছু ফুলের গাছও আঁকাবো।

IMG_20230920_175301_209.jpgIMG_20230920_175334_047.jpg
IMG_20230920_180034_364.jpgIMG_20230920_180412_558.jpg
IMG_20230920_181636_549.jpgIMG_20230920_182224_166.jpg
IMG_20230920_182421_798.jpgIMG_20230920_183042_324.jpg

ধাপ-১২

সূর্যের পাশে কয়েকটি পাখি আঁকিয়ে নিলাম। প্রাকৃতিক দৃশ্যে পাখির চিহ্ন না থাকলে একদমই ভালো দেখা যায় না।

IMG_20230920_183228_702~2.jpg

IMG_20230920_183605_974.jpgIMG_20230920_183333_825.jpg

ধাপ-১৩

সবশেষে নদীতে আমি একটি নৌকা আঁকালাম।আর ছবির নিচে আমার একটা সিগনেচার করে নিলাম।

1695234102054-01.jpeg

1695233837003-01.jpeg

এভাবে আমি আমার পুরো পেইন্টিংটা শেষ করি। আশা করি আমার আঁকা গ্রাম বাংলার পড়ন্ত বিকেলের প্রাকৃতিক দৃশ্যটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোন পোস্টে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ

পোস্টআর্ট@oisheee
ডিভাইসinfinix hot30iঅ্যান্ড্রয়েড
লোকেশনঢাকাবাংলাদেশ
আজ:বৃহস্পতিবার২১-০৯-২৩

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বাহ আপনি বেশ অসাধারণ প্রতিযোগিতার পোস্ট তৈরি করে শেয়ার করেছেন আপু আমাদের মাঝে। পোস্টের দিকে তাকালে মনে হচ্ছে নদীর পানি থেকে উদয় হচ্ছে সূর্য আসলে দেখতে বেশ দারুন লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর এবং সাবলীল ভাষায় মন্তব্যটি করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

পড়ন্ত বিকেলের গ্রাম্য পরিবেশের সৌন্দর্য দারুন ভাবে আপনার চিত্রের মাঝে ফুটিয়ে তুলেছেন।
বিশেষ করে কালার কম্বিনেশন টা অসাধারণ ভাবে ফুটেছে।
তাছাড়া গোধূলির আভাটা দারুন ভাবে চিত্রের মাঝে উপলব্ধি করতে পারছি।
তাছাড়া চিত্রের থিমটি অসাধারণ।
ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভকামনা থাকলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

তাছাড়া গোধূলির আভাটা দারুন ভাবে চিত্রের মাঝে উপলব্ধি করতে পারছি।

ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে মন্তব্যটি করার জন্য।

 last year 

কি অপরূপ সুন্দরময় প্রকৃতির দৃশ্যের চিত্র অঙ্কন করেছেন। সত্যিই এই চিত্রটি দেখে চোখ ফেরাতে পারছি না। আমার অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম।

Posted using SteemPro Mobile

 last year 

সুন্দর মন্তব্যটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।।।।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে খুবই সুন্দর একটি আর্ট তৈরি করে ফেলেছেন আপনি৷ এই আর্টের মধ্যে যে ঘর বাড়িগুলো এবং নদী নালা গুলো তুলে ধরেছেন সেগুলো সচরাচর দেখা যায় না৷

 last year 

আপু আপনার আর্ট অসাধারণ হয়েছে। আপনি যে এত ভালো আর্ট করেন আগে জানতাম না। সত্যিই আপু একেবারে চোখ জুড়িয়ে গেল। অবশ্যই আপনি ভালো পুরস্কার পাবেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপনি যে এত ভালো আর্ট করেন আগে জানতাম না।

আমি এমন আর্ট আগে কখনো করি নাই রং তুলি দিয়ে। এটাই প্রথম ছিল আপু। ধন্যবাদ উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 last year 

প্রথম আর্টেই কিন্তু একেবারে বাজিমাত করে দিয়েছেন আপু। সত্যিই অসাধারণ হয়েছে। আমি মুগ্ধ হয়েছি।

 last year 

আপনার দৃশ্যটা দেখে যেটা মনে হয়েছে, জাস্ট অসাম! সত্যি মুগ্ধকর একটা দৃশ্য আপনি বেশ নিখূঁতভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার ড্রয়িং করার হাত বেশ সুন্দর এবং দক্ষ, তা আজকের ড্রয়িংটা দেখেই বুঝা যাচ্ছে। শুভ কামনা রইল আপনার জন্য।

 last year (edited)

ভাইয়া, এটা আমার জীবনে রং তুলি দিয়ে ফার্স্ট কোন প্রাকৃতিক দৃশ্যের কঠিন ড্রয়িং করা। আপনার কমেন্টটি পেয়ে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

পড়ন্ত বিকেলের ছবিটি চমৎকার হয়েছে এবং আমার ভীষণ রকম পছন্দ হয়েছে। পাখিগুলো যেমন সত্যি সত্যিই উড়ে যাচ্ছে সেই পড়ন্ত বিকেলের সোনালী নদীর পাড়ের উপর দিয়ে। এক অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে আপনি আপনার রং ও তুলি দিয়ে আটকিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে এত সুন্দর একটি চিত্রাঙ্কন শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সুন্দর এবং সাবলীল ভাষায় মন্তব্যটি করার জন্য অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 last year 

বাহ দেখতে চমৎকার হয়েছে আপু পড়ন্ত বিকেল বেলার দৃশ্যটি। আপনি তো দারুন সুন্দর কিছু আঁকতে পারেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অনেক ভালো লাগে। তাছাড়া সবার কিছু দেখতে পেরে আরো বেশি ভালো লাগে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন প্রাকৃতিক দৃশ্য এঁকে ভালো লাগলো।

 last year 

ঠিক বলেছেন আপু, প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে খুবই ভালো লাগে।

 last year 

প্রথমেই আপনাকে কনটেস্ট - ৪৪ এর জন্য শুভকামনা জানায় আপু।আপনি খুব সুন্দর একটি প্রকৃতির দৃশ্যের আর্ট শেয়ার করেছেন আমাদের মাঝে।আর্ট এর ধাপগুলো উপস্থাপনা চমৎকার ছিল।আর্ট তৈরির ধাপগুলো অনুসরণ করে যে কেউ আর্টটি করে নিতে পারবেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সুন্দর এবং চমৎকারভাবে মন্তব্যটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

চিত্র অংকন প্রতিযোগিতায় যে সমস্ত ভাইবোনেরা অংশগ্রহণ করেছে তাদের চিত্র অঙ্কনের মধ্যে আপনার চিত্র অংকন টা আমার কাছে বেস্ট মনে হয়েছে। কারণ এখানে আমি যতগুলো চিত্রাংকন লক্ষ্য করেছি সে সমস্ত চিত্রাংক গুলোর মধ্যে যেগুলো বেশি ভালো লেগেছে তার মধ্যে আপনারটা অন্যতম। খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন একটা দৃশ্য।

 last year 

আমার চিত্র অঙ্কণ আপনার কাছে সবথেকে বেস্ট লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 71174.86
ETH 2484.37
USDT 1.00
SBD 2.42