গ্রাম বাংলার পড়ন্ত বিকেলের প্রাকৃতিক দৃশ্য || আমার অংশগ্রহণ "প্রতিযোগিতা-৪৪"।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজ আমি আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা পেইন্টিং পোস্ট নিয়ে। আমার আজকের পেইন্টিং পোস্টটা "আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৪৪" কে কেন্দ্র করে।অতএব, আপনারা বুঝতেই পারছেন আজকের পেইন্টিংটা অনেকটা স্পেশাল। আমার বাংলা ব্লগ "প্রতিযোগিতা-৪৪" এ চমৎকার এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমি @kingporos দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের ফাউন্ডার, কো-ফাউন্ডার, এডমিন ও মডারেটরদের।
সত্যি কথা বলতে এবারের প্রতিযোগিতা টা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এবারের প্রতিযোগিতা মূলত প্রাকৃতিক দৃশ্যের অংকন নিয়ে। আমি আর্টে বেশি একটা পারদর্শী নই তারপরও ছোটবেলায় টুকটাক প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকাআঁকি করতাম। কিন্তু মজার বিষয় হল রং তুলি দিয়ে আমি এই প্রথম কোন প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করলাম। কয়েকদিন ধরে ভাবছিলাম কি ধরনের পেইন্টিং করা যায়,কিন্তু অলসতার জন্য করা হয়ে উঠছিল না । বৃহস্পতিবার যেহেতু "প্রতিযোগিতা-৪৪" এর লাস্ট ডেইট, তাই আজ বুধবার বিকালে অলসতা ভেঙ্গে পেইন্টিং টা করেই ফেললাম।যেহেতু রং তুলি দিয়ে আগে কখনো প্রাকৃতিক দৃশ্যের ছবি অঙ্কন করিনি তাই আজকের এই পেইন্টিংটা তৈরি করতে আমার অনেক পরিশ্রম এবং প্রচুর সময় লেগেছে।
• এক্রেলিক রং
• রং তুলি
• পেন্সিল
• পানি
প্রথমে পেন্সিলের সাহায্যে একটি দৃশ্যের স্কেচ করে নিব।
যেহেতু এটা পড়ন্ত বিকেলের প্রাকৃতিক দৃশ্য তাই আকাশে আমি হলুদ, কমলা এবং লাল এর সংমিশ্রণে এরকম রং করে নিয়েছি। নদীতে ও আপনারা দেখতে পাচ্ছেন একই রকম ভাবে রং করে নিয়েছি।
এখন আমি আকাশে পড়ন্ত বিকেলের সূর্য আঁকিয়ে নিয়েছি সাদা রঙ দিয়ে, যেটা নদীর পানির উপর প্রতিফলিত হয়েছে।
এখন আমি বাড়ির সামনের উঠানে রং করে নিবো এবং নদীর পাড়ে কালো রং করব এবং কিছু সবুজ ঘাসপালা আঁকাবো।
বাড়ির চালের রং করব এবং বাড়ির দুই পাশে দুইটা বড় গাছ আঁকিয়ে নিব।
এখন দুই ঘরের মাঝ বরাবর আরো একটি গাছ আঁকাবো। তিনটা গাছকে সবুজ রং দ্বারা কালারফুল করব।
নদীর কিনারায় ছোট ছোট সবুজ গাছপালা আঁকাবো এতে প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য আরো বহু অংশে বেড়ে যাবে।
এখন দুইটা ঘরের জানালা দরজা আঁকিয়ে নেব এবং ঘরের পাশে আরো একটি বড় গাছ আঁকিয়ে নেব।
নিচে যে খালি অংশটুকু রং করেছিলাম না সে অংশটুকুতে রং করব এবং এখানে কিছু ফুলবাগান আঁকবো।
ফুলবাগান আর্ট করার আগে নদী পারাপারের জন্য একটি কাঠের সেঁতু আঁকিয়ে নেব।
সেঁতু পার হয়ে ছবির নিচের অংশে অনেকগুলো গাছপালা আঁকাবো এবং কিছু ফুলের গাছও আঁকাবো।
সূর্যের পাশে কয়েকটি পাখি আঁকিয়ে নিলাম। প্রাকৃতিক দৃশ্যে পাখির চিহ্ন না থাকলে একদমই ভালো দেখা যায় না।
সবশেষে নদীতে আমি একটি নৌকা আঁকালাম।আর ছবির নিচে আমার একটা সিগনেচার করে নিলাম।
এভাবে আমি আমার পুরো পেইন্টিংটা শেষ করি। আশা করি আমার আঁকা গ্রাম বাংলার পড়ন্ত বিকেলের প্রাকৃতিক দৃশ্যটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য প্রকাশ করবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোন পোস্টে ইনশাআল্লাহ।
পোস্ট | আর্ট | @oisheee |
---|---|---|
ডিভাইস | infinix hot30i | অ্যান্ড্রয়েড |
লোকেশন | ঢাকা | বাংলাদেশ |
আজ: | বৃহস্পতিবার | ২১-০৯-২৩ |
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বাহ আপনি বেশ অসাধারণ প্রতিযোগিতার পোস্ট তৈরি করে শেয়ার করেছেন আপু আমাদের মাঝে। পোস্টের দিকে তাকালে মনে হচ্ছে নদীর পানি থেকে উদয় হচ্ছে সূর্য আসলে দেখতে বেশ দারুন লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর এবং সাবলীল ভাষায় মন্তব্যটি করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।
পড়ন্ত বিকেলের গ্রাম্য পরিবেশের সৌন্দর্য দারুন ভাবে আপনার চিত্রের মাঝে ফুটিয়ে তুলেছেন।
বিশেষ করে কালার কম্বিনেশন টা অসাধারণ ভাবে ফুটেছে।
তাছাড়া গোধূলির আভাটা দারুন ভাবে চিত্রের মাঝে উপলব্ধি করতে পারছি।
তাছাড়া চিত্রের থিমটি অসাধারণ।
ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভকামনা থাকলো আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে মন্তব্যটি করার জন্য।
কি অপরূপ সুন্দরময় প্রকৃতির দৃশ্যের চিত্র অঙ্কন করেছেন। সত্যিই এই চিত্রটি দেখে চোখ ফেরাতে পারছি না। আমার অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম।
সুন্দর মন্তব্যটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।।।।
প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে খুবই সুন্দর একটি আর্ট তৈরি করে ফেলেছেন আপনি৷ এই আর্টের মধ্যে যে ঘর বাড়িগুলো এবং নদী নালা গুলো তুলে ধরেছেন সেগুলো সচরাচর দেখা যায় না৷
আপু আপনার আর্ট অসাধারণ হয়েছে। আপনি যে এত ভালো আর্ট করেন আগে জানতাম না। সত্যিই আপু একেবারে চোখ জুড়িয়ে গেল। অবশ্যই আপনি ভালো পুরস্কার পাবেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আমি এমন আর্ট আগে কখনো করি নাই রং তুলি দিয়ে। এটাই প্রথম ছিল আপু। ধন্যবাদ উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।
প্রথম আর্টেই কিন্তু একেবারে বাজিমাত করে দিয়েছেন আপু। সত্যিই অসাধারণ হয়েছে। আমি মুগ্ধ হয়েছি।
আপনার দৃশ্যটা দেখে যেটা মনে হয়েছে, জাস্ট অসাম! সত্যি মুগ্ধকর একটা দৃশ্য আপনি বেশ নিখূঁতভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার ড্রয়িং করার হাত বেশ সুন্দর এবং দক্ষ, তা আজকের ড্রয়িংটা দেখেই বুঝা যাচ্ছে। শুভ কামনা রইল আপনার জন্য।
ভাইয়া, এটা আমার জীবনে রং তুলি দিয়ে ফার্স্ট কোন প্রাকৃতিক দৃশ্যের কঠিন ড্রয়িং করা। আপনার কমেন্টটি পেয়ে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া।
পড়ন্ত বিকেলের ছবিটি চমৎকার হয়েছে এবং আমার ভীষণ রকম পছন্দ হয়েছে। পাখিগুলো যেমন সত্যি সত্যিই উড়ে যাচ্ছে সেই পড়ন্ত বিকেলের সোনালী নদীর পাড়ের উপর দিয়ে। এক অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে আপনি আপনার রং ও তুলি দিয়ে আটকিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে এত সুন্দর একটি চিত্রাঙ্কন শেয়ার করার জন্য।
সুন্দর এবং সাবলীল ভাষায় মন্তব্যটি করার জন্য অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
বাহ দেখতে চমৎকার হয়েছে আপু পড়ন্ত বিকেল বেলার দৃশ্যটি। আপনি তো দারুন সুন্দর কিছু আঁকতে পারেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অনেক ভালো লাগে। তাছাড়া সবার কিছু দেখতে পেরে আরো বেশি ভালো লাগে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন প্রাকৃতিক দৃশ্য এঁকে ভালো লাগলো।
ঠিক বলেছেন আপু, প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে খুবই ভালো লাগে।
প্রথমেই আপনাকে কনটেস্ট - ৪৪ এর জন্য শুভকামনা জানায় আপু।আপনি খুব সুন্দর একটি প্রকৃতির দৃশ্যের আর্ট শেয়ার করেছেন আমাদের মাঝে।আর্ট এর ধাপগুলো উপস্থাপনা চমৎকার ছিল।আর্ট তৈরির ধাপগুলো অনুসরণ করে যে কেউ আর্টটি করে নিতে পারবেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
সুন্দর এবং চমৎকারভাবে মন্তব্যটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
চিত্র অংকন প্রতিযোগিতায় যে সমস্ত ভাইবোনেরা অংশগ্রহণ করেছে তাদের চিত্র অঙ্কনের মধ্যে আপনার চিত্র অংকন টা আমার কাছে বেস্ট মনে হয়েছে। কারণ এখানে আমি যতগুলো চিত্রাংকন লক্ষ্য করেছি সে সমস্ত চিত্রাংক গুলোর মধ্যে যেগুলো বেশি ভালো লেগেছে তার মধ্যে আপনারটা অন্যতম। খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন একটা দৃশ্য।
আমার চিত্র অঙ্কণ আপনার কাছে সবথেকে বেস্ট লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।