অসচেতনতার বলি (তৃতীয় পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কিছুক্ষনের ভেতরে তার যে দুই বন্ধু গাছে উঠেছিল তারা দুই ব্যাগ আম পেড়ে নিচে নেমে আসে। সাথে সাথে তারা সবাই মিলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর তারা নিজেদের এলাকায় একটা পুকুর পাড়ে গাছের ছায়ায় বসে আম গুলো নিজেদের ভেতর ভাগ করে নেয়। আম ভাগাভাগি হয়ে গেলে সবাই যার যার মতো বাড়ির দিকে রওনা দেয়। সবাই চলে যাওয়ার আগে নিজেরা পরামর্শ করে বিকালে সবাই খেলতে মাঠে আসবে। সাগর তার ভাগের আম নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। পুকুর পার থেকে সাগর বাড়ির দিকে রওনা দেয়ার সময় জংলা মত একটা জায়গা ভেতর দিয়ে পার হচ্ছিলো। সেখানে ঘাস লতাপাতা এতটাই ঘন যে রাস্তা ভালোভাবে দেখা যায় না। সেই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ করে সাগরের মনে হেলো তার পায়ে কিছু একটা কামড় দিলো।


তীব্র গরমে অসহনীয় ঢাকা শহর_20240424_131439_0000.png

সাগর চিন্তা করতে লাগলো কি তাকে কামড় দিয়েছে? তার পায়ে বেশ ব্যথা হচ্ছিলো। অবশ্য কিছুক্ষণ পরেই তার ব্যথাটা কিছুটা কমে গেলো। বাড়ি ফিরে সাগর দেখে পায়ে ছোট্ট দুটো ছিদ্র দেখা যাচ্ছিলো। তেমন কোন সমস্যা না হওয়ায় সাগর মনে করে হয়তো ধোরা সাপ কামড় দিয়েছে। সাগরকে এতগুলো আম নিয়ে বাড়ি ফিরতে দেখে তার মা জিজ্ঞেস করে এত আম কোথায় পেলি? তখন সাগর তার মায়ের কাছে মিথ্যা কথা বলে। বলে এগুলো রইসদের বাড়ি থেকে এনেছি। এই কথা বলে সাগর আমের ব্যাগ ঘরের বারান্দায় রেখে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরেই তীব্র ব্যথায় সাগর চিৎকার করতে থাকে।


তার কিছুক্ষণের ভেতরেই সাগরের মুখে ফেনা উঠে যায়। সাগরের চিৎকার শুনে তার মা দৌড়ে ঘরের ভিতরে ঢুকে। ঘরের ভিতরে ঢুকে ছেলের এই অবস্থা দেখে সে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। তার চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের বাড়ি থেকে আরো কয়েকজন মানুষ চলে আসে। তারা এসে সাগরের মাকে জিজ্ঞেস করে কি হয়েছে? সাগরের মা জবাবে কিছুই বলতে পারে না। তখন তাদের এক প্রতিবেশী সাগরের অবস্থা দেখে সাগরের পা চেক করে দেখে সেখানে সাপের কামড়ের দাগ রয়েছে। সে তখন সাগরের মাকে জানায় সাগরকে মনে হয় সাপে কামড়েছে। (চলব)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Sort:  
 2 months ago 

এই গল্পে সাগরের গুরুত্ব হীনতার কারণে ঘটনাটা এতদূর এসেছে। যদি আগে থেকেই সাগর তার মায়ের কাছে বলতো আম কুড়াতে গিয়ে সাপের কামড় খেয়েছে সেক্ষেত্রে বিষয়টা অন্যরকম হতে পারত যাই হোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 2 months ago 

সাগরের উচিত ছিলো কি সাপে তাকে কামড় দিয়েছে, সেটা ভালোভাবে জানার চেষ্টা করা। কিন্তু সে এতগুলো আম পেয়ে আনন্দে এসবের দিকে কোনো গুরুত্ব দেয়নি। বিষাক্ত সাপ কামড় দিলে তো এমনিতেই মানুষের মৃত্যু অবধারিত। দেখা যাক পরবর্তী পর্বে হয়। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 63422.01
ETH 2688.96
USDT 1.00
SBD 2.58