জন্ম মৃত্যু

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জন্ম মৃত্যু সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

একটা কথা আছে, জন্মিলেই মরিতে হইবে। আসলে এটা কিন্তু একটি চিরন্তন সত্য কথা। কারণ এই পৃথিবীতে আমরা যেমন জন্মেছি তেমনি একদিন না একদিন আমাদের মৃত্যু অবশ্যই হবে। এমন কোন লোক এই পৃথিবীতে নেই যারা কখনো মৃত্যুবরণ করেনি। আসলে এই জন্ম মৃত্যুর মাঝে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। আর যারা মনে করে যে তাদের জন্ম হয়েছে এবং একদিন না একদিন মৃত্যু হবে এই ভেবে তারা এই পৃথিবীতে যদি কোন কাজ না করে তাহলে তাদের জন্ম পুরোটাই বৃথা হবে। আসলে কর্মঠ মানুষ মৃত্যুকে কখনো ভয় পায় না। কারণ মৃত্যুর মাঝে মানুষের শেষ পরিণতি হলেও তারা কিন্তু মানুষের মাঝে বেঁচে থাকতে পারে তাদের কাজকর্মের দ্বারা।


একটা শিশু যখন সর্বপ্রথম মাতৃগর্ভে আসে এবং মায়ের গর্ভ থেকে সর্বপ্রথম পৃথিবীর মুখ দেখে তখন থেকে কিন্তু তার মৃত্যুর দিন কাছে আসতে থাকে এবং বয়স বাড়তে থাকে। আসলে এই পৃথিবীতে আমাদের সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে এই ভেবে আমাদের সবাইকে সামনের দিকে এগোতে হবে। আসলে এই মা-বাবা আমাদের জীবনে এখন আছে একদিন তারাও থাকবে না। আসলে আমরা যদি আমাদের প্রিয় মানুষগুলো চলে যাওয়ার স্মৃতিকে বুকে রেখে ভেঙে পরি তাহলে আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। কারণ আমরা পূর্বের স্মৃতিকে আস্তে আস্তে ভুলে গিয়ে আবার সামনের দিকে এগুলোর জন্য নতুন উৎসাহ সবার মনে জাগ্রত করে।



আসলে যে মানুষ জন্ম মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ থাকে তারা কখনো ভালো কিছু করতে পারে না। আর এই জন্ম মৃত্যুর কথা ভুলে গিয়ে আমাদের সব সময় বিভিন্ন ভাল কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। কারণ ভালো কাজ করলে মানুষ সেই ভালো কাজটির জন্য আমাদের সারা জীবন মনে রাখবে। আর আমরা যদি পৃথিবীতে ভালো কোন কিছু করে না যেতে পারি তাহলে একদিন সবাই আমাদেরকে ভুলে যাবে। এই পৃথিবীতে আমরা দু ভাবে মানুষের মনে বেঁচে থাকতে পারি সারা জীবন। একটি হলো ভালো কাজ এবং অন্যটি হল খারাপ কাজ। আসলে খারাপ কাজের ভিতরে সবার মনে খুব সহজে বেঁচে থাকা যায়। কিন্তু সেই বেঁচে থাকা কখনো ভালোবাসার বেঁচে থাকা নয়। মানুষের মনে সেই মানুষগুলো ঘৃণার চোখে বেঁচে থাকে সারা জীবন।


আর এই পৃথিবীতে যারা ভালো কর্মের মাধ্যমে বেঁচে থাকে তাদেরকে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়। আসলে এই কঠোর পরিশ্রম করার মত মন মানসিকতাও কিন্তু সবার ভিতরে থাকে না। যারা এই পৃথিবীতে মৃত্যুকে ভয় পায় না তারা কখনো কাজকে ভয় পায় না। তারা কাজ করে মানুষের উপকারের জন্য। আর মানুষের উপকার করতে গিয়ে যদি তাদের মৃত্যু হয় তবুও তারা কখনো পিছু হাটে না। আসলে তারাই কিন্তু সারাজীবন মানুষের মনে বেঁচে থাকে। তাইতো আমাদের সবাইকে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।



আর যে মানুষ এই মৃত্যুকে ভয় পায় না তার দ্বারাই সব সময় সকল কাজ সঠিক হয়। আর সবাই তাকে মনে রাখে। তাইতো দেহের মৃত্যু হলেও মানুষের ভালো কাজের কখনো মৃত্যু হয় না। আর এজন্য আমরা সবসময় ভালো কাজকর্ম করব এবং অন্যকেও সব সময় ভালো কাজকর্ম করার জন্য উৎসাহী করব। আর এর ফলে আমরা পৃথিবীতে আমাদের এসব ভালো কাজকর্মের স্মৃতি পরবর্তী প্রজন্মের কাছে রেখে যেতে পারবো। এই পৃথিবীতে বহু মনীষীরা ছিলেন যারা তাদের কাজ কর্মের জন্য আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। তাইতো আমার মনে হয় জন্ম মৃত্যু দুটোই মানুষের জীবনে থাকলেও এই ভালো কাজের কখনো মৃত্যু হয় না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 25 days ago 

যার জন্ম আছে তার মৃত্যুও আছে। এটাই বাস্তবতা। দুনিয়াতে আমরা দুই ভাবেই জীবন যাপন করতে পারি, (এক) ভালোর মধ্য দিয়ে (দুই) খারাপ উপায়ের মধ্য দিয়ে। আমরা পৃথিবীতে এমন কিছু কাজ করে যেতে হবে, যেন সারা জনম মানুষ আমাদেরকে স্মরণ করে। তবে স্মরণ করাও দুই ভাবে হতে পারে, ঘৃণার মধ্য দিয়ে আরেকভাবে হচ্ছে শ্রদ্ধার মধ্য দিয়ে। যাদের সৎ মানসিকতা রয়েছে তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। এগিয়ে যায় দুর্বার গতিতে। আপনি সুন্দর একটি ব্লগ উপহার দিলেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মাশাল্লাহ অনেক সুন্দর লিখেছেন।
পৃথিবীর এক চিরন্তন সত্য, আর এটা এমন সত্য যেটাকে সকল।ধর্মের বর্নের মানুষেরা বিশ্বাস করে,আর সে সত্য হলো মৃত্যু।

তাই মৃত্যুর পরেও যেন আমরা বেচে থাকতে পারি মানুষের হৃদয়ে সে কাজে আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে।

 21 days ago 

জন্ম যেমন সত্য, তেমনি মৃত্যুও একেবারে সত্য। তবে আমরা যতদিন বেঁচে থাকবো, ততদিন যদি ভালো ভালো কাজ করতে পারি,তাহলে আমাদের মৃত্যুর পরেও মানুষজন আমাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাই অলসতা না করে সবসময় পরিশ্রম করার চেষ্টা করতে হবে। তাছাড়া মানুষের উপকার বেশি বেশি করতে হবে। সর্বোপরি দুনিয়ার কাজকর্ম করার পাশাপাশি পরকালের জন্য নেক আমল করতে হবে। কারণ আল্লাহ তায়ালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। সুতরাং পরকালে প্রতিটি জিনিসের হিসাব অবশ্যই দিতে হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61358.50
ETH 3378.70
USDT 1.00
SBD 2.52