DIY-এসো নিজে করি||একটি পড়ুয়া মেয়ের ছবি||১০% বেনেফিসিয়ারি লাজুক খ্যাঁক এর জন্য ||

আসসালামু আলাইকুম ,

কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমি @nishatoishi বাংলাদেশ থেকে। আজকে আমি @amrbanglablog-এ DIY- এসো নিজে করি ইভেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি।আজকে আমি একটি আর্ট শেয়ার করবো। আর্টির বিষয় হচ্ছে পড়ুয়া মেয়ের ছবি।

তবে শুরু করা যাক.....


AddText_09-15-01.45.36.jpg

  • আর্টটিতে যা যা লাগছে তাহলো-
    ১)সাদা কাগজ।
    ২)পেন্সিল।
    ৩)রাবার।
    (৪)স্কেল

এখন ধাপে ধাপে দেখাচ্ছি কিভাবে এঁকেছি...

ধাপ-১


AddText_09-15-01.12.03.jpg

প্রথমে একটি চা-কাপ আঁকলাম। তার সাথে ডানদিকে ৭সে.মি. একটি রেখা আঁকলাম।



ধাপ-২


AddText_09-15-01.13.41.jpg

দ্বিতীয়ত ৭সে.মি. রেখা অনুযায়ী, খোলা অবস্থায় একটি বই আঁকলাম।



ধাপ-৩


AddText_09-15-01.22.08.jpg

তৃতীয়ত বই এবং চা-কাপের উপর রেখা আঁকলাম, যার মাপ চিত্রে দেখানো হল।


ধাপ-৪


চতুর্থত সেই রেখা অনুযায়ী চোখ, নাক এবং ঠোঁটের আকৃতি দিলাম। এক কথাই মুখমন্ডলের আকৃতি দিলাম। তার পর তা একটা রাবারের সাহায্য রেখাগুলো মুছে দিলাম। তাতেই আমার আর্টটি আঁকা প্রায় শেষ।


শেষ ধাপ


IMG_20210911_111009.jpg

এবার 6B পেন্সিলের সাহায্যে চুলের কালার দিলাম। তার পাশাপাশি মুখমন্ডল এবং শরীর ফুটিয়ে তুললাম। এভাবেই আমার আর্টটি সম্পন্ন কারলাম।

Polish_20210915_010154154.jpg


আশা করি সবার কাছে ভালো লাগবে, তবে কেমন হয়ছে তা জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন,সুস্থ রাখবেন।

আল্লাহ হাফেজ

Sort:  

বাহ্ দারুন প্রতিভার স্বাক্ষর দিয়েছেন আপনি।খুবই সুন্দর ভাবে আপনার চিত্রকলা ফুটিয়ে তুলেছেন।অনেক ধন্যবাদ আপনাকে।শুভ কামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দারুণ আর্ট করেছেন আপু।খুবই নিপুণভাবে।আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 3 years ago 

বাহ অনেক সুন্দর করে ছবিটি অংকন করেছেন দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

🙆‍♀️ আপনিও কি পড়তে বসলে এমন ভাবে মাথাই হাত দিয়ে রাখেন নাকি 😊
বরাবরের মত আপনার আংকন আসাধারণ। অনেক নিখুঁত।
আমি মাঝে মাঝে চিন্তা করি এত নিখুঁত ভাবে কীভাবে আঁকেন।
শুভকামনা আপনার জন্য।

হুম , ভাইয়া😁। কি আর বলবো এই তো কিছু কখন হলো কলেজ থেকে আসলাম। ২১ তারিখ থেকে পরীক্ষা। পড়ার চাপ অনেক। পড়তে মন বসে না, তাও পড়তে হয়😑।

 3 years ago 

ছবিটি অনেক ক্রিয়েটিভিটির ছাপ রয়েছে। পড়তে বসে মাথা ধরেছে মনে হয় এমন লাগছে। অনেক ধন্যবাদ। শুভকামনা রইল

ধন্যবাদ আপু।

 3 years ago 

পড়ুয়া মেয়েটির ছবিটি খুবই চমৎকার একেছেন। দেখে মনে হচ্ছে মেয়েটি পড়তে পড়তে তার মাথার চুল ছিড়ছে। খুব সুন্দর উপস্থাপনা ছিল।।

😁 চুল ছিড়ে না, চুলে ধরে রাখছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

🙂🙂🙂

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.034
BTC 64332.82
ETH 3146.25
USDT 1.00
SBD 4.17