সময় এবং পরিস্থিতি

in আমার বাংলা ব্লগlast year

time-2500642_1280.jpg

ছবি এখান থেকে নেওয়া..

সময় এবং পরিস্থিতি বদলে দেয় মানুষের জীবন..


প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ ভালো মন্দ মিলিয়ে বেশ ভালোই যাচ্ছে আমার ব্যস্ততাময় দিন গুলি ৷ আসলে সময় এবং পরিস্থিতি আমাদের অনেক কিছুই শেখায় ৷ অনেকটা পরিবর্তন নিয়ে আসে আমাদের মাঝে ৷ সময়ের সাথে সাথে নিজের পরিবর্তন গুলি দেখলে অনেকটা অবাক লাগে ৷ মাঝে মাঝে ভাবতে থাকি সময় এবং পরিস্থিতি আজ কতটা বদলে দিয়েছে আমায় ৷

এটা সত্যি যে , সময় এবং পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শেখায় , অনেকটা বদলে দেয় মানুষের জীবন ৷ আমার কথাই বলি , একটা সময় ছিলো যখন সারাক্ষণ পড়ে থাকতাম বন্ধুদের আড্ডায় , খেলা নিয়ে ৷ অবসর সময়ের হিসেব ছিলো নাহ ৷ কিছুটা সময় সুন্দর ভাবে অতিবাহিত করার জন্য কত কিছুই ভাবতাম ৷ কিভাবে বিকাল বেলা কাটাবো , কিভাবে সকাল বেলা-টা কাটাবো এ সবই ছিলো সময়কে নিয়ে আমার চিন্তা ভাবনা ৷ আর এখন ! সময়ের সাথে সাথে পরিস্থিতি আমাকে অনেক কিছু শিখিয়েছে ৷ এখন অবসর বলতে কোনো সময় আছে ভাবতেই পারি না ৷ সময়ের সাথে সাথে পরিস্থিতি আমাকে বদলে দিয়েছে ৷

সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকা সেই ছেলেটা এখন আমি কাজ ছাড়া কিছুই ভাবতে পারি না ৷ সময় আর পরিস্থিতি আমাকে এতোটাই বদলে দিয়েছে যে নিজার পরিবর্তন দেখলে অনেক অবাক লাগে ৷ সারা বেলা দুষ্টুমি করা এই আমিই এখন অনেকটা শান্ত শিষ্ট হয়ে গেছি সময়ের সাথে সাথে ৷

একটা সময় নিজের কাজ গুলোও না করা এই ছেলেটা আমি এখন সময়ের সাথে সাথে পরিবারের দায়িত্ব বুঝতে শিখে গেছি ৷ সময় পরিস্থিতি বদলে দিয়েছে আমায় অনেকটাই ৷

একটা সময় ছিলো , যখন নিজেকে খুশি রাখার চেষ্টা করতাম ৷ নিজের ইচ্ছে গুলো অন্যের মাধ্যমে পূরন করতাম ৷ কোনো দায়িত্ব ছিলো নাহ শুধু ছুটে চলাটাই ছিলো জীবনে গন্তব্য ৷ কিন্তু এখন সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে দিয়েছে আমায় ৷ নিজের ইচ্ছে গুলো নিজেকেই পূরণ করতে হয় , সাথে অন্যের ইচ্ছে গুলোও নিজেকে পূরন করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে হয় ৷ দায়িত্ব কর্তব্য বলে কথা গুলোর মানে বুঝতে শিখেছি ভালো ভাবেই ৷ শুধু সময় এবং পরিস্থিতি জন্য ৷

সেই ছেলেটাই আমি এখন টাকার মূল্য বুঝতে শিখেছি ভালো ভাবেই ৷ যে ছেলেটা আমি একটা সময় কারণে অকারণে বন্ধুদের সাথে অযথাই টাকা নষ্ট করতাম ৷ সময়ের সাথে সাথে পরিস্থিতি আমাকে শিখিয়ে গেছে সময়ের মূল্য কতটা ৷ পরিস্থিতি আমাদের অনেক কিছুই শেখায় ৷ আর সময় আমাদের পরিবর্তন করে ৷ সবাই ক্ষেত্রেই এটা চিরন্তন সত্য যে সময় এবং পরিস্থিতি বদলে দিয়েছে আপনার জীবন ও৷

আমারও অনেকে ক্ষেত্রেই সময় এবং পরিস্থিতি বদলে দিয়েছে আমার জীবন ৷ একটা সময় যেমন ছিলো আমার জীবন , এখন তেমন নেই ৷ সময়ের সাথে সাথে বদলে গেছে আমার জীবনের প্রতিটি মুহূর্ত , প্রতিটি অভ্যাস ৷ আরো অনেকটাই বদলে যাবো হয়তো সময় এবং পরিস্থিতির কাছে ৷ এটা পৃথিবীর চিরন্তন সত্য গুলের মাঝে সেরা একটি সত্য , সময় এবং পরিস্থিতির কাছে মানুষ বদলে যায় এবং অনেক কিছুই শিখতে পারে ৷ আপনারও জীবনে সময়ের সাথে পরিবর্তন এসেছে/ আসবে ৷

ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

ঠিক বলেছেন ভাইয়া সময় এবং পরিস্থিতি আমাদের জীবনকে অনেক বদলে দেয়।জীবনে আমরা অনেক কিছুরই মূল্য দিতে জানি না কিন্তু সময় এবং পরিস্থিতি আমাদের মূল্যবোধ জাগিয়ে তোলে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

সময় এবং পরিস্থিতি মানুষকে প্রকৃতি শিক্ষা দেয়। একটা সময় আমিও ভাবতাম অনেক কিছু করবো বন্ধুদের সাথে মিলে। এখানে যাবো ওখানে ঘুরবো সব মিলে খুব আনন্দময় জীবন অতিবাহিত করব। কিন্তু যখন বাস্তবতায় আসলাম তখন দেখলাম সবই মিথ্যে। এটাই আছে বাস্তবতার এটাই হল জীবন। সময় এবং পরিস্থিতি প্রতিটা মুহূর্ত আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। আর যে শিক্ষাটা আমাদের জীবনে ভালো-মন্দর প্রভাব ফেলছে।

 last year 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year (edited)

দাঁত থাকতে দাঁতের মর্ম যেমন আমরা বুঝি না। তেমনি সময় থাকতে তার মর্ম না বুঝলে পরে তার জন্য নানান সমস্যার সম্মখীন হতে হয়।

 last year 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

ঠিক বলেছেন কথাগুলো সময় এবং পরিস্থিতি অনেক কিছু বদলে দেয়।যখন দায়িত্ব গুলো কাঁধে পরে তখন মানুষ হাঁসতেও ভুলে যায়। যে ছেলেটা আড্ডা,খেলাধূলা, পার্টি নিয়ে ব্যস্ত থাকতো সেই ছেলেটা দায়িত্ব কাঁধে পরাতে নিজেকে সময় দিতে ভুলে যায়।যাই হোক দিন শেষে সবাইকে নিয়ে ভালো থাকাটাই মূল বিষয়।ধন্যবাদ

 last year 

আপনার সুন্দর এবং গঠনমূলক মতামত মন্তব্য করার জন্য , আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

 last year 

ভাই আপনার পোস্টটি পড়ে সত্যি খুব ভালো লাগলো। আসলে সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় । আর পরিস্থিতি মানুষকে এ পৃথিবীতে বেঁচে থাকতে যেই সংগ্রাম করতে হয় তা বুঝিয়ে দেয়। বলা হয়ে থাকে সময় সুযোগ কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের কাজ সময় করে পরিস্থিতিকে সামাল দিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারলেই জীবনের সফলতা অর্জন করা যায় । পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই

 last year 

আপনার সুন্দর এবং গঠনমূলক মতামত মন্তব্য করার জন্য , আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

 last year 

একদম যথার্থ বন্ধু সময় এবং পরিস্থিতি বদলে দেয় মানুষের জীবন৷ আসলে এখন যত সময় যাচ্ছে প্রতিনিয়ত বদলে যাচ্ছে সব ৷ আর চাইলেও আগের দিন গুলো তে ফিরতে পারি না ৷

আর এখন এমন পরিস্থিতি এসে গেছে টাকা বিহীন পাশে কেউ থাকে না ৷
যা হোক কথা গুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল ৷

 last year 

আপনার সুন্দর এবং গঠনমূলক মতামত মন্তব্য করার জন্য , আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64455.55
ETH 3147.84
USDT 1.00
SBD 3.94