নদীর তীরsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

IMG20221218164423_00.jpg

হ্যালো বন্ধুরা আমার

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তবে ইদানিং আমার মাঝে মাঝে হুটহাট মন খারাপ হয়ে যাচ্ছে , কোনো কারণ ছাড়াই ৷ সব ঠিকঠাক থাকার পরও কোনো এমন হয় আমি জানি নাহ ৷ তবে তখন আর কোনো কিছুই ভালো লাগে না ৷ সব কিছু বড্ড বিরক্তিকর লাগে ৷ ভালো লাগে না কোনো কিছুই ৷ কীসের যেনো একটা চিন্তা আমায় খুব করে ভাবায় ৷ সবার থেকে দূরে কথাও যাওয়া ইচ্ছে করে , সমাজের এই বেড়াজাল ছাড়িয়ে ৷

গত কয়েকটা দিন ধরে এই সমস্যা আবার ও ৷ সব কিছুতেই শুধু বিরক্তি লাগে ৷ কাজের প্রতি মনোযোগ নেই , রাতেও ঘুমটাও হারিয়েছে ৷ কি ভাবছি ? কি করছি কিছু বুঝতে পারি না ৷ অল্পতেই রাগ হয় , আর কষ্ট দিয়ে দেই পাশে মানুষ জনকে ৷ সেই ভুল কিছু সময় পর বুঝতে পারলে আরো বেশি খারাপ লাগা শুরু হয় ৷ কিছু বলতেও পারি না , আবার কীসের যেনো একটা চাপ সইতেও পারি নাহ ৷ একা থাকার ইচ্ছে জাগে খুব ৷ কিছু সময়ের জন্য নিরুদ্দেশ হওয়ার ইচ্ছা জাগে বড্ড কিন্তু পারিনা, কেন পারিনা তার কোনো‌ সঠিক কারণ আমার জানা নেই। মাঝে মাঝে বহু দূর দেশে হারিয়ে যেতে ইচ্ছে করে। এমন এক জায়গা যেখানে কোনো মানুষ থাকবেনা, যেখানে কোনো প্রিয়জন থাকবেনা, যেখানে কোনো প্রয়োজন থাকবেনা। থাকব শুধু আমি একা।

দিন যাচ্ছে আর সব কিছু পরিবর্তন হচ্ছে ৷ সময়ের সাথে সাথে কিছু দায়িত্ব কর্তব্য এসে কড়া নাড়ছে ৷ আর ঠিক এই সময়েই কিছু মানুষের সমালোচনা , কিছু মানুষের চলে যাওয়া , পরিবর্তন , বাস্তবতা এক সাথে গা নাড়িয়ে উঠছে ৷ অন্যদিকে ভবিষ্যৎ ৷ এসব হিসেবের সূত্র আমার জানা নেই ৷ জীবনের অদ্যম পথ ধরে যাবার আগেই আমি ক্লান্ত ৷ বড্ড ক্লান্ত হয়ে পড়ি ৷ তখন একা নিঃসঙ্গ ভাবে সময় কাটাতে খুব ইচ্ছে করে ৷ সবার আড়ালে সব কিছুর থেকে নিজেকে একটু লুকাতে ইচ্ছে করে ৷ ঠিক সেই সময়ে আমি ছুটি যাই নদীর তীরে ৷ এই জায়গায় টা আমার চাওয়া পাওয়া মতো না হলেও কিছুটা তেমনি ৷

IMG20221218165436_00.jpg

নদীর তীর আমার প্রিয় জায়গা গুলো মধ্যে সেরা ৷ এখানে এসে প্রাণ খুলে শ্বাস নেওয়া যায় ৷ প্রতিটি নিঃশ্বাসে মনের চাপা কষ্ট গুলো যেনো টেউের সাথে মিশে চলে যায় অদূরে ৷ অজান্তেই অনেক ভালো লাগা এসে পড়ে মনে ৷ যতবারই একাকীত্ব সময় কাটাতে ইচ্ছে করে , ততবারই নির্দিধায় চলে আসি এই নদীর পাড়ে ৷ প্রকৃতির মুক্ত বাতাস ৷ শো শো শব্দে নদীর ঢেউ মনের মাঝে এক অন্যরকম প্রশান্ত এনে দেয় ৷

নদীর এই তীরে মাঝে মাঝেই আসার চেষ্টা করি , জীবনের ক্ষোভ, অভিমান , অভিযোগ গুলো মুছে ফেলতে ৷ প্রচুর ভালো লাগা নিয়ে চলে যাই ৷ বিনিময়ে এই নদীকে আমি এখনো কিছু দিতে পারিনি ৷ তবে নদীর তীর , সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে বারবার ৷

IMG20221218164226_00.jpg


ছবিঃ নদীর তীর
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered


অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

Sort:  
 last year 

আপনি হয়তো পারিপার্শ্বিক অবস্থা, ভবিষ্যত নিয়ে চিন্তা করছেন। এর জন্যই হয়তো হুটহাট মন খারাপ হয়ে যায়। সবারই এমন হয় মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায়। আপনার তো তাও মন খারাপ হলে এত সুন্দর নদীর সামনে গিয়ে বসে থাকতে পারেন। আমাদের তো সেই সুযোগও নেই। তাছাড়া নদীর সামনে গিয়ে খুব চমৎকার দুটি ফটোগ্রাফি করেছেন। দেখেই চোখ জুড়িয়ে গেল। আশা করি আপনার এই মন খারাপের সমস্যা দ্রুত সমাধান হয়ে যাক।

 last year 

হ্যাঁ আপু এটা অবশ্য ভালো যে মাঝে মাঝেই নদীর তীরে যাওয়া হয় আমার ৷

অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আসলে ভাইয়া মানুষের জীবন খারাপ ভালো মিলেই হয়। এখন যেমন রমজান মাস, একদিকে যেমন গরম পড়ছে, তারপর আবার রোজা রেখে কাজ করা অনেক কষ্টের। আর আপনি ঠিক বলেছেন মন খারাপ থাকলে নদীর পাড়ে গেলে সত্যি মন ভালো হয়ে যায়।নদীর এমন মুগ্ধ বাতাস মানুষকে আপন করে কাছে টানে।নদীর পাড়ে কাটানো মূহুর্ত পাড়ে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

নদীর তীরে দারিয়ে মুক্ত ভাবে প্রকৃতিকে অনুভব করলে অনেক শান্তি পাওয়া যায় ৷ প্রকৃতি প্রশান্তি এনে হয় , জীবনের ক্লান্তি দূর করে দিয়ে ৷

 last year 

ঠিকই বলেছেন মাঝেমধ্যে আমাদের এরকম মনে হয় এমন কোথাও চলে যাই যেখানে কোন মানুষজন থাকবে না কোন চাহিদা থাকবে না। এবং থাকবে না কোন প্রয়োজন। নদীর পাড়ে গেলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। আর ভালো খারাপ নিয়ে মানুষের জীবন কিন্তু খারাপ সময় মানুষের জীবনে বেশিদিন থাকে না খারাপ সময়ের পর ভালো সময় আসবে। আপনার নদীর পাড়ে কাটানো মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমিও বিশ্বাস করি খারাপ কিংবা ভালো সময় চিরস্থায়ী নয় ৷ ভালো খারাপ মিলিয়েই যেতে হবে ৷

 last year 

জীবন মানেই তো ভালো খারাপ সবকিছু। আসলে এমনিতে মাঝে মাঝে ইচ্ছে করে এমন একটা জায়গায় চলে যেতে যেখানে কেউ থাকবে না। আসলে নদীর তীর আমারও খুবই পছন্দের একটা জায়গা। সেখানে গেলে প্রাণভরে নিশ্বাস নেওয়া যায়। নদীর তীর আপনারও পছন্দের জায়গা এটা জেনে ভালো লাগলো। ভালোই লিখেছেন আজকের পোস্ট। পড়ে এবং ফটোগ্রাফি দেখে ভালোই লাগলো আমার কাছে।

 last year 

জীবন মানে ভালো খারাপ সব কিছু , ঠিক বলেছেন ভাইয়া ৷ তবে কিছু পরিস্থিতি ধৈর্যের সাথে অতিক্রম করা অনেক কষ্টে ৷

 last year 

ভাইয়া আপনি কোন কারনে ডিপ্রেশনে আছেন।আপনি যেগুলো বললেন সব ডিপ্রেশন এর লক্ষণ।আপনি কয়েকদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসুন দেখবেন ভাল লাগবে। আপনাদের নদীর পাড় অনেক সুন্দর। আসলেই এমন জায়গায় গেলে কিছুটা হাফ ছেড়ে বাচা যায়। আপনার মনের এই অবস্থা কেটে যাক। এই প্রার্থনা করি।

 last year 

অসংখ্য ধন্যবাদ দাদা , আসলেই ঘোরাঘুরি করার প্রয়োজন একটু ৷ বড্ড বিরক্তি এসে গেছে সব কিছু মাঝে , কথাও একটু ঘুরে আসলে অনেক ভালো লাগবে ৷

 last year 

আসলে মানুষের জীবনে খারাপ সময়টা বেশিক্ষণ চিরস্থায়ী নয় এই সময়টা খুব শীঘ্রই চলে যাবে। তবে আমরা যখন খারাপ সময় কাটাই আর ঠিক তখনই যদি মানুষের সমালোচনা শুনতে হয় তাহলে নিজের কাছে আরও বেশি খারাপ লাগে। আর এই খারাপ লাগার মুহূর্তে অপর বাসের মানুষের সঙ্গে হয়তোবা বাজে ব্যবহার করে ফেলি। অবশ্যই রাগ মানুষকে ধ্বংস করে দেয় এটা আমাদের সকলকে মনে রাখতে হবে। নদীর পাড়ে কাটানো সুন্দর মুহূর্তের গল্প পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

খারাপ সময় চিরস্থায়ী নয় এটা সত্য , তবে খারাপ সময়ে পর ভালো সময়ের অপেক্ষায় ধৈর্য ধরে থাকাটাও অনেক কষ্টে ৷

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

আপন মানুষ গুলোর কোন আচরন হয়ত আপনার মনের কোথাও এসে আঘাত করেছে।তাই মন খারাপ হয়ে যায় আপনার। তারপরেও মন খারাপের এ সময়ে এত সুন্দর নদীর তীরে গিয়ে সময় কাটানো কম কথা নয়।এদিক দিয়ে কিন্তু আপনি লাকি।আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু দারুন হয়েছে। আমার কাছে খুব ভাল লেগেছে।আশাকরি আপনার মন খুব শীঘ্রই ভাল হয়ে যাবে।শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।

 last year 

ধন্যবাদ আপু আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

আসলে মানুষের আচরণ এবং বিভিন্ন ধরনের চিন্তার কারণে নিজের সাথে এরকম কখনো কখনো হয়। তবে এগুলোকে সাইডে রেখে সামনের দিকে এগিয়ে গেলে সফলতা আসবে। আপনি সময় কাটানোর জন্য নদীর পাড়ে গিয়েছেন জেনে খুবই ভালো লাগলো। নিজেকে সময় দিলে গুছিয়ে নিতে আরও বেশি সুবিধা হবে। আশা করছি খুবই তাড়াতাড়ি আপনি এই বিষয়গুলো সামলে এগিয়ে যেতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

আপনার মনটা একেবারে অন্যরকম হয়ে গিয়েছে যা আপনার পোস্ট পড়ে বুঝতে পারছি। কোথাও একটা গিয়ে ঘুরে আসুন দেখবেন মনটা একেবারে ভালো হয়ে যাবে। নদীর পাড় নিয়ে খুবই সুন্দর একটা পোস্ট লিখেছেন। বেশিরভাগ মানুষের মন খারাপ হলে নদীর পাড়ে গিয়ে থাকে। নদীর পাড় এমন একটা জায়গা যেখানে গেলে যে কোন কারোরই মনটা একেবারে ভালো হয়ে যায়। আমি তো মাঝে মাঝে আমার হাজবেন্ডের সাথে নদীর পাড়ে ঘোরাঘুরি করার জন্য গিয়ে থাকি। দেখে বুঝতে পারছি নদীর পাড়ে গিয়ে বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছেন আপনি। আপনি ঠিকই বলেছেন নদীর পাড়ে প্রাণ ভরে নিশ্বাস নেওয়া যায়। ভালো লাগলো সম্পূর্ণটা দেখে।

 last year 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58551.10
ETH 2514.90
USDT 1.00
SBD 2.35