পড়ন্ত বিকেলের সোনালী আলোর পরশ পেতে চায় মন

in আমার বাংলা ব্লগ2 years ago

স্বনামধন্য কবি জীবনানন্দ দাসের কবিতায় " বাংলার মুখ আমি দেখিয়াছি , তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর " কবি তার এই লাইনটির মাধ্যমে বাংলাকে রূপে গুণে পৃথিবীর সর্বশ্রেষ্ট বলে তুলে ধরেছেন।

সত্যিই তো আমার এই বাংলার রূপের কোনো তুলনাই হয় না। আমরা কি কখনো নিজের আশে পাশের পরিবেশটা কি একটু মনের মাধুরী দিয়ে দেখেছি কি ? আমার তো মনে হয় না। কারণ আমরা স্বদেশ কে বাদ দিয়ে বিদেশের চর্চায় বেশি মত্ত। সত্যি বলছি তো ?

আমার এই বাংলার যে রূপ তার কাছে পৃথিবীর সব রূপ হার মেনে যাবে। আমি তাই বেরিয়ে পড়েছিলাম পৃথিবীর রূপের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এই রূপের সন্ধানে আমাকে আর বেশি দূরে যেতে হয়নি। কারণ বাংলার প্রতি অলিতে গলিতে রয়েছে তার ভিন্ন রূপের সমারোহ।

আজ আপনাদের মাঝে আমার ক্যামেরায় বন্দি বাংলার রূপের ছোট্টো কিছু অংশ তুলে ধরছি।

DSC_0148_edited.jpg

ছোট্ট নদীর পাড়ে মাটির তৈরী ঘর দুটিতে বিকেলের সোনালী আলোর পরশ পেয়েছে।

লোকেশন : মাহাতপাড়া , নদিয়া, উত্তর ২৪ পরগনা, ভারত।

DSC_0198_edited.jpg

নদীর ধরে সূর্য যেন দুষ্টু ছেলের মতো উঁকি মারে।

লোকেশন : মাহাতপাড়া , নদিয়া, উত্তর ২৪ পরগনা, ভারত।

DSC_0199_edited.jpg

সোনালী বর্ণের আলোর ছোঁয়ায় নদীর জল সোনায় ভরে উঠেছে।

লোকেশন : মাহাতপাড়া , নদিয়া, উত্তর ২৪ পরগনা, ভারত।

DSC_0658_edited.jpg

মন চায় তোমার এই সোনালী আলোর পরশ রাখি মনের কোটায়।

লোকেশন : মাহাতপাড়া , নদিয়া, উত্তর ২৪ পরগনা, ভারত।

ক্যামেরা :- NIKON D5200

লেন্স :- 35-105mm

তারিখ :- 22/08/2022

সময় :- 04:50

Sort:  

Preserve all life on Earth.🤲🌎🌍🌏🛡

 2 years ago 

God is great

 2 years ago 

বাংলার এই রূপের সত্যিই তুলনা হয়না। এগুলো দেখে আসলে মুগ্ধ হই। আর আপনি আজকে দারুন ফটোগ্রাফি করেছেন ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যিই অবাক হয়েছি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

পড়ন্ত বিকেলের সোনালী আলোর পরশ পেতে চায় মন আসলে ওখানে ঠিক বলেছেন এমন বিকেলে সোনালী আলোর পরশ নিতে পারি না মন চায় আর আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো আপনার ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখেই তো আমার মনকে ভালো হয়ে গেল অসাধারণ ছিল এখন আর পোস্টটি ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে ও ধন্যবাদ

 2 years ago 

সত্যি বলতে বাংলার প্রকৃতি এবং সৌন্দর্য দেখলেই কবি জীবনানন্দ দাসের বিখ্যাত সেই কবিতার কথা মনে পড়ে যায় এবং তার যথার্থ খুঁজে পাই। প্রকৃতির সৌন্দর্য সর্বদা আমাকে আকর্ষিত করে, যেমন আমার ক্যাপচার করা চমৎকার দৃশ্যগুলো আকর্ষণ করলো। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন, তবে আরো কিছু দৃশ্য যোগ করলে ভালো হতো। ধন্যবাদ শেয়ার করার জন্য, এই রকম চমৎকার ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আমিও চেষ্টা করবো আপনাদের মনের মতো করে সব কিছু তুলে ধরতে

 2 years ago 

দাদা, তিন আর চার নম্বর ফটোগ্রাফি কী যে অপূর্ব লাগছে! কবি জীবনানন্দের কবিতার প্রতিটা লাইন একদম যুক্তিযুক্ত। "বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর "।

 2 years ago 

ধন্যবাদ দিদি

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনটা ভরে গেল। পড়ন্ত বিকেলের বেশ দারুন দারুন ফটোগ্রাফি করেছেন। এক কথায় অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। আমার কাছে তো জাস্ট অসাধারণ লেগেছে। আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ

 2 years ago 

আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো দেখে খুব ভালো লাগলো। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।।

 2 years ago 

আপনার মাধ্যমে পড়ন্ত বিকেলের সোনালী সূর্যের কিছু সুন্দর ফটোগ্রাফি দেখতে পারলাম আপনার কথার সঙ্গে আমি একমত পোষণ করছি পড়ন্ত বিকেলে সত্যিই সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে।

প্রত্যেকটা ফটো খুবই সুন্দর এবং পারফেক্ট। তবে এই ফটোটা আমার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।

image.png

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59453.81
ETH 2607.50
USDT 1.00
SBD 2.39