প্রিয়ার দেখা। কবিতা নং :- ২২

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


daisies-712892_1280.jpg

লিংক


এই জীবন প্রিয় মানুষটি হয়ে ওঠে আমাদের জীবনের একটি অংশ। তাকে ছাড়া সময় কাটানো দুর্বিষহ হয়ে পড়ে। আসলে তার গুরুত্ব আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আসলে পৃথিবীতে সঙ্গী ছাড়া কেউই কখনো বাঁচতে পারে না।


আর কাছের মানুষকে যদি পাওয়া যায় নিজের করে তাহলে এর থেকে বেশি শান্তির আর কিছুই নেই। আমাদের সুখ দুঃখের সব সময় এই সঙ্গী সঙ্গে থাকে। আসলে সংগীত জন্য এই পৃথিবীতে মানুষ অনেক কিছুই করতে পারে। প্রিয় মানুষটিকে কাছে পেতে সাত সমুদ্র পার করতেও তারা কখনো দ্বিধাবোধ করে না।


আসলে এই সঙ্গী যখন আমাদের জীবনে আসে তখন আমাদের জীবন রঙিন হয়ে ওঠে। তাকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে থাকি। আসলে সঙ্গীকে নিয়ে স্বপ্ন দেখলেও কেমন যেন তা শেষ হয় না কখনো। এই সঙ্গী আমাদের সুখে দুখে সব সময় পাশে থাকে। এরাই আমাদের সুখ-দুঃখের ভাগীদার তারাই হয়। আসলে যাকে কখনো দুঃখের সময় পাওয়া যায় না তাকে সুখের সময় কোন প্রয়োজনই নেই।


তাইতো এই প্রিয়জনকে পেতে আমরা সব সময় আকুল হয়ে উঠি। তাকে ছাড়া আমাদের জীবন একদম অন্ধকারে ভরে যায়। একমাত্র তাদের দাঁড়াই আমরা ভালবাসার জীবনে আলোকিত হতে পারি। এছাড়াও বয়স কালে এই সঙ্গী আমাদের হাতের লাঠি হয়ে দাঁড়ায়।


আসলে সঙ্গী ছাড়া আমাদের জীবন অর্থহীন। এই পৃথিবীতে আমার মনে হয় সঙ্গী ছাড়া কোন ব্যক্তি থাকতে পারে না। কারণ সবার জীবনে প্রয়োজন প্রিয় মানুষের। আর এই প্রিয় মানুষটি যখন আমাদের থেকে দূরে সরে যায় তাহলে এর থেকে খারাপের আর কিছুই লাগে না।


আসলে দিনশেষে আমাদের প্রিয়জনকে পাশে অবশ্যই প্রয়োজন। কারণ এই প্রিয়জনই আমাদের সকল দুঃখ ক্লান্তি দূর করতে সাহায্য করে। যতই কষ্ট হোক না কেন তাদের হাতের ছোঁয়া আমাদের কাছে এক আলাদা রকমের অনুভূতি এনে দেয়। আর প্রিয় জনও আমাদের অপেক্ষায় তার প্রহর গুনতে থাকে।


আসলে প্রিয়জন ছাড়া আমাদের জীবন নিরর্থক। আসলে আমাদের সবকিছু চাওয়া পাওয়া সবকিছুই এই প্রিয়জনেরকে ঘিরে। তাকে নিয়ে তৈরি হয় আমাদের এক নতুন পৃথিবী। আর এই পৃথিবীর সাজানোই আমাদের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। আর তাই এই পৃথিবী সাজানোর জন্য প্রিয় মানুষটি যেকোনো অসাধ্য কাজ সাধন করতে প্রস্তুত।

প্রিয়ার দেখা


দু চোখে দেখি সর্ষের ফুল,
তুমি ছাড়া এ জীবনে।
তোমার জন্য আমার এ মন,
কাদে তোমার জন্য সারাক্ষন।


তুমি আমার জীবন মরণ,
তুমি আমার ভুবন।
তোমার জন্য বাজী রাখবো,
আমার এই জীবন।


তুমি ছিলে আমার স্বর্গের সুখ,
তুমি ছিলে আমার ধ্রুব তারা।
তোমায় ছাড়া আমার জীবন এক্ষণ,
হয়ে গেল গোলক ধাঁধা।


তুমি ছিলে আমার জীবনে,
চাঁদের আলো হয়ে।
অন্ধকার করে চলে গেলে,
একা করলে আমায় এ ভুবনে।


কি যাদু করেছিলে আমার,
তোমায় ওই দুই চোখ দিয়ে।
থাকতে পারিনা তোমাকে ছেড়ে,
বুকে খুব ব্যাথা লাগে।


ভরা দুপুরের রোদের মাঝে,
তুমি হঠাৎ বৃষ্টি।
তোমার পরশে মনটা আমার,
অন্ধকারের মাঝে দৃষ্টি।


তোমাকে আমি পেতে চাই,
আবার আমার জীবনে।
বেঁধে রাখবো তোমায় আমি,
ভালোবাসার বাঁধনে।


আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।

তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7JNhX6WN1WowRHi3E72kNnGw22dUbmEHCGDvukeTYbAjWMLeqpXkgDSbqEdjRZrHU2P7RvM37k9LkaaD7CjyMdWo7.gif

সবাইকে ধন্যবাদ।


gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv1w5QqmbVvfvhjUjAGAV15D8z7K7qyLSgMjhAPT9mLzYprrnzB6Wfbbbok6g84zcpDG4Usk33k11vx86KJt9evcjbV4jX7VxTU2pkv.jpeg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

ঠিক বলেছেন সঙ্গী ছাড়া আমাদের জীবন অর্থহীন। একেবারে ঠিক এই পৃথিবীতে মনে হয় কেউই সঙ্গী ছাড়া থাকতে পারে না। আপনি খুবই সুন্দর একটা টপিক তুলে ধরে আজকের কবিতাটি লিখলেন দেখে ভালো লাগলো। এরকম কবিতা গুলো পড়তে আমি অনেক বেশি পছন্দ করি। আপনার কবিতার প্রত্যেকটা লাইন অসাধারণ ছিল বলতে হয়। আপনার লেখা এরকম কবিতা পরবর্তীতে আরো দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

 last year 

অবশ্যই দাদা সঙ্গী ছাড়া আমাদের জীবনে একেবারে শূন্য। আমাদের সব কিছুতেই সঙ্গী জড়িত রয়েছে।

 last year 

আসলে প্রিয়জন ছাড়া আমাদের জীবন নিরর্থক। আসলে আমাদের সবকিছু চাওয়া পাওয়া সবকিছুই এই প্রিয়জনেরকে ঘিরে।

আপনি উপরে যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু একেবারে সত্যি এবং বাস্তবিক। আসলে আমাদের জীবনটা একেবারে নিরর্থক। আর আপনি সেই প্রিয় মানুষটিকে তুলে ধরে খুবই সুন্দর করে আজকের কবিতাটি লিখেছেন। প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। ভালো লাগলো আপনার এই কবিতাটি।

 last year 

আসলে দাদা কথাগুলো একদম বাস্তব সত্য। সঙ্গীই আমাদের সব মনের দুঃখ কষ্ট দূর করে।

 last year 

ভালোবাসার মানুষকে ঘিরে আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা লিখে উপস্থাপন করেছেন। আপনার কবিতাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন ছিল অসাধারণ। আর আপনার কবিতা লেখার উপস্থাপনাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি পরবর্তীতে এভাবে আরো অনেক কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করবেন।

 last year 

দাদা আপনার লেখা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে ভালোবাসার প্রিয় মানুষকে সবসময় কাছে রাখতে হলে নিজের জীবনের চাইতে প্রিয় মানুষকে বেশি ভালবাসতে হয়। আর প্রিয় মানুষের ভালোবাসার অনুভূতিটা সবসময় মধুর হয়ে থাকে। দাদা আপনার এই কবিতার নিচের চারটি লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে।

তুমি আমার জীবন মরণ,
তুমি আমার ভুবন।
তোমার জন্য বাজী রাখবো,
আমার এই জীবন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62065.67
ETH 2429.85
USDT 1.00
SBD 2.68