সিকিম ভ্রমণ। পর্ব : ০১

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি।


আজ আমি সিকিম ভ্রমণের সব ঘটনাবলী আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।



ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে। ছোট বেলা থেকে বেশি দূরে ভ্রমণ করতে যাওয়া সৌভাগ্য আমার আর হয় নি।


আমার সহধর্মিণী হঠাৎ করে আমায় না জানিয়ে সে সিকিম যাবার জন্য উড়োজাহাজের টিকিট কাটলো। সে প্রায় এক মাস আগে টিকিট কেটেছে। সিকিম যাবার এক সপ্তাহ আগে আমার সহধর্মিণী আমায় বললো যে , এক সপ্তাহ পর আমরা সিকিম ঘুরতে যাচ্ছি। আমি তো পুরোই অবাক। যাইহোক আমি খুব খুশি হলাম। কারণ এই প্রথম আমি একটু বেশি দূরেই ঘুরতে যাচ্ছি।


IMG_20210104_123544.jpg

জোর করে সে সেলফি নিচ্ছে।


ক্যামেরা পরিচিতি : Xiaomi

ক্যামেরা মডেল : M2007J20CI

ক্যামেরা লেংথ : 3 mm

তারিখ : 04/01/2021



আমার সহধর্মিণী কলকাতা থেকে বাগডোগরা যাবার টিকিট কেটেছিল। তো আমরা সকাল সকাল রওনা হলাম।


Screenshot (16).png

গাড়ি ভাড়া করে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি।

( বিশেষ দ্রষ্টব্য :স্ক্রিনসর্টি আমার নিজস্ব ভিডিও থেকে নেওয়া। )

ক্যামেরা পরিচিতি : Xiaomi

ক্যামেরা মডেল : M2007J20CI



Screenshot (3).png

গাড়ির পিছন থেকে নেওয়া ছবি।

( বিশেষ দ্রষ্টব্য :স্ক্রিনসর্টি আমার নিজস্ব ভিডিও থেকে নেওয়া। )

ক্যামেরা পরিচিতি : Xiaomi

ক্যামেরা মডেল : M2007J20CI



ও আমি তো ভুলেই গেছিলাম। আমাদের সাথে আমার শ্বশুর আর আমার সহধর্মিণীর দিদি ও তার সময় স্বামী গেছিলো।


IMG_20210104_120637.jpg

ছবি তোলার জন্য ক্যামেরার দিকে সে বাদে আর কারো লক্ষ্য নেই।


ক্যামেরা পরিচিতি : Xiaomi

ক্যামেরা মডেল : M2007J20CI

ক্যামেরা লেংথ : 3 mm

তারিখ : 04/01/2021



এয়ারপোর্টে আমরা একটু আগেই গিয়েছিলাম। আমি খুব এক্সসাইটেড ছিলাম , কারণ এই প্রথম আমি উড়োজাহাজে উঠতে চলেছি।


এয়ারপোর্টে পৌঁছে প্রথম আমাদের নিজেদের পরিচয় পত্র দেখতে হলো। তারপর আমাদের চেকিং হলো।



Screenshot (17).png

এয়ারপোর্টে ঢোকার আগের মুহূর্তে।

( বিশেষ দ্রষ্টব্য :স্ক্রিনসর্টি আমার নিজস্ব ভিডিও থেকে নেওয়া। )

ক্যামেরা পরিচিতি : Xiaomi

ক্যামেরা মডেল : M2007J20CI



একটা মজার ঘটনা হলো , এয়ারপোর্টে প্যান্টের বেল্ট খুলে স্ক্যানারের ভিতর দিতে হয়। কিন্তু আমি তো মহা বিপদে পড়েছিলাম। কারণ আমার প্যান্টের কোমর একটু বড় ছিল। তাই বেল্ট খোলার পর প্যান্ট বার বার খুলে যাচ্ছিল। হা হা হা হা।


আমরা বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়েছিলাম।


IMG_20210104_125717.jpg

দাদাকে দেখে মনে হচ্ছে সে পুরোটাই খেয়ে নেবে।


ক্যামেরা পরিচিতি : Xiaomi

ক্যামেরা মডেল : M2007J20CI

ক্যামেরা লেংথ : 3 mm

তারিখ : 04/01/2021



কারণ এয়ারপোর্টে খাবারের দাম একটু বেশি।


Screenshot (20).png

খাবারের দাম দেখে আমি হতবাক।

( বিশেষ দ্রষ্টব্য :স্ক্রিনসর্টি আমার নিজস্ব ভিডিও থেকে নেওয়া। )

ক্যামেরা পরিচিতি : Xiaomi

ক্যামেরা মডেল : M2007J20CI



তো আমরা এয়ারপোর্টে বসে বসে কটা উড়োজাহাজ উড়ছে , আর কটা নামছে তাই গুনছিলাম। এত কাছ থেকে উড়োজাহাজ আমি কখনো দেখি নি।


Screenshot (12).png

উড়োজাহাজগুলো যাত্র্রী নেবার জন্য শৃঙ্খলভাবে অপেক্ষা করছে।

( বিশেষ দ্রষ্টব্য :স্ক্রিনসর্টি আমার নিজস্ব ভিডিও থেকে নেওয়া। )

ক্যামেরা পরিচিতি : Xiaomi

ক্যামেরা মডেল : M2007J20CI



একটা মজার বিষয় হলো , এয়ারপোর্টে যে বইয়ের দোকান আছে সেখানে বইয়ের দাম বেশি হলেও বই ওখানে বসে পড়া যাবে যতক্ষণ ইচ্ছা।


Screenshot (18).png

বইগুলো কিন্তু আমি একবারও পড়ে দেখিনি।

( বিশেষ দ্রষ্টব্য :স্ক্রিনসর্টি আমার নিজস্ব ভিডিও থেকে নেওয়া। )

ক্যামেরা পরিচিতি : Xiaomi

ক্যামেরা মডেল : M2007J20CI



আমরা প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করলাম। তারপর আমরা আমাদের ফ্লাইটের বার্তা পেলাম।


Screenshot (14).png

উড়োজাহাজের আশা-যাওয়ার সময় দেখানোর ডিসপ্লে।

( বিশেষ দ্রষ্টব্য :স্ক্রিনসর্টি আমার নিজস্ব ভিডিও থেকে নেওয়া। )

ক্যামেরা পরিচিতি : Xiaomi

ক্যামেরা মডেল : M2007J20CI



আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বগুলোতে আমি আমার পরবর্তী ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করবো।


আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


সবাইকে ধন্যবাদ।


Sort:  
 2 years ago 

আসলে কথাও ভ্রমণ করতে আমারও অনেক ভালো লাগে ৷ আপনার মতোই আমারও ওই একই অবস্থা ৷ খুব দূরে কথাও এখনো ভ্রমণ করতে যেতে পারিনি ৷ তবে আপনি আপনার স্ত্রীর সাথে সিকিম ভ্রমণে গিয়েছেন জেনে অনেক ভালো লাগলো ৷ সিকিম ভ্রমণের প্রথম পর্ব পড়ে অনেক ভালো লাগলো ৷ বেশ সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করেছেন ৷ ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ

 2 years ago 

দাদা আপনার পোস্টটি অনেক প্রমিসিং ছিল।কিন্তু কিছু বিষয়ে ভুল করে সম্পূর্ণ পোস্ট টি ঘেটে গেছে।মার্কডাউনের ব্যবহার টা সঠিক হয়নি,আর পোস্টটি বেশ ছোট হয়ে গেছে।ক্যামেরা পরিচিতি এগুলো বড় অক্ষরে দেওয়ার প্রয়োজন ছিল না। এটার জন্য পোস্ট টাই অগোছালো লাগছে।।শুভ কামনা রইল।

 2 years ago 

দাদা আমি এখনো সবে ক্লাস করছি। আমার এখনো স্টাডি লেভেল ২। আমার ক্লাস সম্পূর্ণ হলে আমি আপনাদে নিয়মমতো পোস্ট করবো।

ভ্রমণ করতে মোটামুটি সবাই পছন্দ করে। তবে আমার খুবই পছন্দ ভ্রমন করা। ভ্রমন করা আমার এক প্রকার নেশা। আপনার সিকিম ভ্রমণ কাহিনীটি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আশা করি পরবর্তী পোস্টগুলোতে আরো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করবেন।

 2 years ago 

সত্যিই দাদা ভ্রমণ এক প্রকার নেশা।

 2 years ago 

তাই বেল্ট খোলার পর প্যান্ট বার বার খুলে যাচ্ছিল

হা হা এটা কিন্তু বেশ হাস‍্যকর ছিল দাদা। আপনার বউ তো আপানাকে দারুণ একটা উপহার দিয়েছে। না জানিয়ে একেবারে সিকিম ট‍্যুর চমৎকার বলতেই হয়। ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দাদা নমস্কার,
আপনার সিকিম ঘুরতে যাওয়ার মূহুর্ত গুলো এবং ফটোগ্রাফি গুলো সত্যি মনোমুগ্ধকর ছিল ৷ বৌদি সহ দারুন লাগছে আপনাকে দাদা ৷ তবে যাই বলেন ভ্রমন করতে ভালোই লাগে ৷
ধন্যবাদ দাদা

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66682.62
ETH 3447.75
USDT 1.00
SBD 2.73