ফটোগ্রাফি : শাপলা ফুলের ফটোগ্রাফি
হ্যালো প্রিয় বন্ধুরা,
কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্থ এবং ভালো থাকার কামনা করছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটা পোস্ট নিয়ে। আমি সবসময় ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। কোথাও গেলে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো করার। বিশেষ করে ফুল কিংবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতেও আমি পছন্দ করি। আমি যখনই সময় পাই বিভিন্ন কিছুর ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি ফটোগ্রাফি করাটা ও একটা শিল্প। যেটা আমার খুবই ভালো লাগে। তাই জন্য আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে আসলাম। আশা করব আমার ফটোগ্রাফি টা আপনাদের সবার ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শাপলা ফুলের ফটোগ্রাফি নিয়ে আসলাম। শাপলা ফুল অনেক ধরনের হয়ে থাকে। এবং কি অনেক সুন্দর সুন্দর কালারের হয়ে থাকে। কয়েকটি শাপলা ফুলের কালার এতটাই সুন্দর দেখে মুগ্ধ হয়ে যাবে। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল দেখা যায়। শাপলা ফুল অনেক মানুষের অনেক পছন্দের একটি ফুল। আমার তো শাপলা ফুল অনেক ভালো লাগে। বেশি ভালো লাগে সাদা কালারের এবং আজকের তুলা গোলাপি কালারের শাপলা ফুল দেখতে অনেক সুন্দর লাগে। শাপলা ফুল শরৎকালে এবং শীতকালে অনেক বেশি দেখা যায়। বেশিরভাগ সময় পুকুর,খামার এবং খাল বিলে দেখা যায়। আজকের এই শাপলা ফুলের ফটোগ্রাফি আমি আমাদের বাড়ির একটি মাছের আমার থেকে ফটোগ্রাফি করেছি। ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে ফটোগ্রাফি ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই।
device : Redme note 11
লোকেশন পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 11 |
ফটোগ্রাফার | @nhriyad |
লোকেশন | বাংলাদেশ |
https://x.com/NHRiyad422107/status/1867123052330545381?t=tcXE_3CWpqiRQC1eGq7Jxg&s=19
I really like the texture and colour of this flower. You pictured it perfectly fine.