স্বরচিত কবিতাঃ তুমি যদি হও। ❤❤❤
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
পোস্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
কবিতা : তুমি যদি হও।
তুমি যদি সেই সূর্য হও,
আমি হবো তোমার কিরণ।
তুমি যদি বাতাস হও,
আমি হবো তার শীতলতা।
তুমি যদি নদীর স্রোত হও,
আমি হবো স্রোতে ভাসানো নৌকা।
তুমি যদি উত্তাল ঢেউ হও,
আমি হবো ভেসে যাওয়া বালি।
তুমি যদি তীব্র আগুনের শিখা হও,
আমি হবো আগুন নেভানো পানি।
তুমি যদি দিনের দৈঘ্য হও,
আমি হবো সীমাহীন রাত।
তুমি যদি মোর সুখ হও,
আমি হবো সে সুখের ঋণি।
তুমি যদি ডানামেলা পাখি হও,
আমি হবো বিশাল আকাশ।
আমার কিরণে রাঙাবো তোমায়,
জড়াবো বাতাসের শীতলতায়।
স্রোতের বিপরীতে ভাসাবো তোমায়,
ঠাঁই দেবো মনের মণিকোঠায়।
লেলিহান শিখা নিভিয়ে দেব,
অজস্র ভালোবাসা ছড়িয়ে।
ক্লান্তিময় দিন ভুলিয়ে দেব,
রাতের জ্যোৎস্নার আলোতে।
সুখের চাদরে জড়িয়ে রাখব,
বাঁধবো কঠিন বাঁধনে।
দুজন মিলে হারিয়ে যাব,
নিজেদের স্বপ্নের শহরে।
কবিতার মর্ম কথা |
---|
ভালোবাসার মানুষকে বহুরূপে ভালোবাসার বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
কবিতা লিখতে পরিবেশ দরকার হয়।সব সময় অনুভূতি কাজ করে না কবিতা লিখতে। আপনি প্রতিনিয়ত কবিতা লিখে শেয়ার করছেন,খুব ভাল লাগে কবিতা পড়তে।কবিতাটিতে ভালবাসার মানুষকে নিয়ে অনেক অনুভূতি ফুটিয়ে তুলেছেন। বেশ ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে।
ঠিক আপু কবিতা লিখতে পরিবেশ দরকার হয়।সব সময় অনুভূতি কাজ করে না কবিতা লিখতে।
https://twitter.com/Nevlu123/status/1644580840649936905?s=20
সুন্দর একটি কবিতা লিখেছেন দেখছ ভাইয়া। এটা ঠিক বলছেন যে কবিতা লেখার সময় ভাষা খুঁজে পাওয়া যায় না কিন্তু অন্য সময় মনের ভিতর কথা গুলো ভেসে বেড়ায়।সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আসলেই ভাই কবিতা লেখার সময় ভাষা খুঁজে পাওয়া যায় না কিন্তু অন্য সময় মনের ভিতর কথা গুলো ভেসে বেড়ায়।
ভাই আপনি অসাধারণ একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি বরাবরই চমৎকার কবিতা লিখেন। আজকেও তার ব্যতিক্রম নয়। কবিতার প্রতিটি লাইন দুর্দান্ত হয়েছে।
তবে এই লাইনগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর ও সুগঠিত একটি মন্তব্য করেছেন প্রিয় ভাই। আপনার এরূপ প্রশংসামূলক মন্তব্য, ভালো কাজের অনুপ্রেরণা ভালো থাকবেন।
এই কবিতাটিতে আপনি ভালোবাসার মানুষকে বহুরূপে ভালোবাসার বহিঃপ্রকাশ তুলে ধরতে চেষ্টা করেছেন। সত্যি কথা বলতে এই বিষয়টি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে কবিতাটির মাধ্যমে। খুবই সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লিখেছেন পড়ে ভীষণ ভালো লাগলো আমার কাছে। প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল।
জি ভালোবাসার মানুষকে বহুরূপে ভালোবাসার বহিঃপ্রকাশ তুলে ধরতে চেষ্টা করেছি।
তখন discord এ আপনার কবিতাটা পড়েছিলাম। দারুন লেগেছে আমার কাছে। এক কথায় অনবদ্য লেখনী।🙏
সুন্দর ও প্রশংসা মূলক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।।
ভাই আপনি ঠিকই বলেছেন যখন কবিতা লিখতে যায় তখন ভাষাগুলো সব হারিয়ে ফেলি আবার অন্য সময় সব ভাষাগুলো যেন এক জায়গায় গুছিয়ে জমা হয়। আজকে আপনি খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। তুমি যদি হও কবিতার টাইটেলটি খুবই সুন্দর হয়েছে। কবিতা লাইন গুলো বেশ চমৎকারভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।
জি ভাই যখন কবিতা লিখতে যায় তখন ভাষাগুলো সব হারিয়ে ফেলি আবার অন্য সময় সব ভাষাগুলো যেন এক জায়গায় গুছিয়ে জমা হয়।
প্রতি সপ্তাহে একটি কবিতা লিখে শেয়ার করেন জেনে ভাল লাগল। আজ আপনি তুমি যদি হও কবিতার মাধ্যমে নিজের অনেক অব্যক্ত কথা তুলে ধরেছেন। এই কবিতায় ভালোবাসার কথা ফুটে উঠেছে। আপনার কবিতা লেখার দক্ষতা ভাল। ধন্যবাদ ভাইয়া।
জি ভাই কবিতার মাধ্যমে নিজের অনেক অব্যক্ত কথা তুলে ধরেছি।
ভাইয়া আপনার কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। ভালোবাসার বহিঃপ্রকাশ অনেক সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন । কবিতাটির প্রতিটি লাইন পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে
অনেক ধন্যবাদ সবসময় সুন্দর ও গোছালো মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
ভাই আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ছন্দে মিল রয়েছ। অসাধারণ কবিতা লিখেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
অনেক ধন্যবাদ সবসময় পাশে থেকে সহযোগিতা করার জন্য,।