স্বরচিত কবিতাঃ বৃষ্টি আমার লাগে ভালো।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20250708_091414.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ বৃষ্টি আমার লাগে ভালো।

লিখেছি আমি : @nevlu123

বৃষ্টি এলে মনটা হাসে,
টুপটাপ শব্দে হৃদয় ভাসে।
টিনের চালে সুরের ঝরনা,
হারিয়ে যেতে নেই কোনো মানা।

বৃষ্টি মানেই নতুন গান,
মাটির গন্ধে জাগে প্রাণ।
ছোট্ট নদী ভরে উঠে জলে,
চোখ হয় রঙিন নতুন স্বপ্নের ঢলে।

জানালার পাশে বসে থাকি,
ভেজা পাতায় ভালোবাসা আঁকি।
তোমার কথা মনে পড়ে চুপিচুপি,
বৃষ্টির দিনে মোরা হই আরও কাছাকাছি।

বৃষ্টি এলে লিখি কবিতা,
চোখে ভাসে পুরনো ছবিটা।
কিছু কথা ভিজে যায় জলে,
তবু ভালোবাসি এই বৃষ্টির ছলে।

বৃষ্টি আমার সুখের গান,
দুঃখ ভুলে পাই অবসান।
চোখের জল লুকিয়ে রাখে,
এই বৃষ্টি যেন হৃদয় ঢাকে।

বৃষ্টি আমার লাগে ভালো,
বৃষ্টি মাঝে খুঁজে পাই আলো।
আশার মতন ঝরে পড়ে,
মনটা আবার নতুন করে গড়ে।



কবিতার সারমর্ম

সকাল সকাল বৃষ্টি দেখে বৃষ্টির কবিতা লিখতে মন চাইলো তাই আপনাদের মাঝে এই কবিতাটি তুলে ধরলাম।বৃষ্টিময় সকাল খুব ভালো লাগে আর বৃষ্টির দিনে অনেক স্মৃতি মনে পড়ে যায় ।আজকে সেরকমই কিছু কথা এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro

Sort:  

@nevlu123, আসসালামুআলাইকুম! What a beautiful and evocative poem! "বৃষ্টি আমার লাগে ভালো" truly captures the feeling of joy and nostalgia that rain brings. Your words flow so well, painting a vivid picture of raindrops on tin roofs and the memories they awaken.

I especially loved the lines: "বৃষ্টি এলে লিখি কবিতা, চোখে ভাসে পুরনো ছিবিটা" – so relatable! Your heartfelt expression of simple pleasures really shines through. Thanks for sharing your creativity and a piece of yourself with us.

বন্ধুরা, give this post some love! What's your favorite thing about the rain? Let @nevlu123 know your thoughts in the comments!

 2 months ago 

সুন্দর কবিতা লিখেছেন আপনি। প্রতিনিয়তই আপনার কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালো। আজকে বৃষ্টি নিয়ে লেখা কবিতাটি পড়ে আমার কাছে ও খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 months ago 

আরে বাহ্ অনেক সুন্দর ছিল তো আপনার আজকের কবিতা লেখার টপিক। আমার কাছে তো এটা দেখে আর পড়ে অনেক ভালো লেগেছে। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখলে খুব ভালো লাগে পড়তে। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। এরকম কবিতা সব সময় পড়ার অপেক্ষায় থাকলাম।

 2 months ago 

আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন।

 2 months ago 

Screenshot_20250709-135129_Chrome.jpg

Screenshot_20250709-134951_Chrome.jpg

Screenshot_20250709-134430_Chrome.jpg

Screenshot_20250709-133508_Chrome.jpg

 2 months ago 

বৃষ্টির দিনে আসলেই অনেক স্মৃতি মনে পড়ে যায়। তাছাড়া বৃষ্টির দিনে খিচুড়ি খেতে দারুণ লাগে। যাইহোক চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন ভাই। খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 116637.71
ETH 4498.05
SBD 0.86