সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ6 months ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

IMG-20240503-WA0006.jpg

Location
#Device:S-G,M32

প্রথমেই দেখতে পাচ্ছেন একটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। আমি পিটুনিয়া ফুলের অনেক রঙের ফটোগ্রাফি করেছি। গোলাপি, সাদা, হলুদ, লাল তবে এটি আলাদা রঙের পিটুনিয়া ফুল দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম । সাদা এবং লাল এই দুইটি রঙ মিশ্রিত পিটুনিয়া ফুল কখনো দেখিনি। আমি নার্সারিতে এই ফুলটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। তাই পিটুনিয়ার এই ইউনিক কালারের একটি ফুলের ফটোগ্রাফি করে আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম। এই ফুলটির মাঝখানে আবার হলুদ রঙও রয়েছে। সবদিক থেকে এই ফুলটি দেখতে অনেক সুন্দর ছিল। ফুল গাছটির ভিতরে অনেকগুলো ফুল ধরেছে একই রঙের মিশ্রণে। পিছনে এই ফুলগুলো দেখা যাচ্ছে। আপনাদের কাছে এই নতুন ধরনের ফুলটি কেমন লেগেছে সেটি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

২নং -ফটোগ্রাফি

IMG-20240503-WA0000.jpg

Location
#Device:S-G,M32

এবার রয়েছে একটি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। এই ফুলটির ভিতর অনেকগুলো রং রয়েছে। ছবির মধ্যে শুধু দুটি রঙে দেখা যাচ্ছে। কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যাবে এই ফুলটিতে অনেকগুলো রং রয়েছে। চন্দ্রমল্লিকা ফুল গাছটিতে অনেকগুলো ফুল ধরে রয়েছে। এই ফুলের ভিতর তিন থেকে চারটি রং রয়েছে। একেবারে নিচে পাপড়িগুলোতে গোলাপি এবং উপরের পাপড়ি গুলোতে হালকা গোলাপি ও এর মাঝখানে কালো রঙের ছোট ছোট দাগ রয়েছে। আমি ফুল গাছের ফটোগ্রাফি আমাদের বাড়ির পাশে একটি নার্সারি থেকে করেছি। আশা করি আপদের কাছে ভালো লেগেছে।

৩নং-ফটোগ্রাফি

IMG-20240503-WA0001.jpg

Location
#Device:S-G,M32

এখানে রয়েছে একটি সাদা রঙ্গের পিটুনিয়া ফুল গাছের ফটোগ্রাফি। আমি এই ফুলটির ফটোগ্রাফি নার্সারি থেকে করেছিলাম। এই নার্সারিতে অনেক রঙের পিটুনিয়া ফুল গাছ রয়েছে।বিভিন্ন রঙের, বিভিন্ন জাতের পিটুনিয়া ফুল রয়েছে। এছাড়াও অনেকগুলো রঙ একসাথে মিশ্রিত পিটুনিয়া ফুল গাছ আছে। গাছগুলোকে উপরর একটি বাসের সাথে রশি দিয়ে আটকে রাখা হয়েছে। উপরে রাখার কারণে গাছগুলোর সৌন্দর্য ফুটে উঠেছে। সাদা রঙ্গের ফুল গাছটির ভিতরে অনেকগুলো সবুজ রঙের পাতা রয়েছে। ফুলের পাপড়িগুলো অনেক পাতলা পাতলা। যাইহোক এই ফুলটির ফটোগ্রাফি আশা করি আপনাদের ভালো লেগেছে।

৪নং-ফটোগ্রাফি

IMG-20240503-WA0005.jpg

Location
#Device:S-G,M32

এই ধাপে রয়েছে আরেকটি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। এই ফুল গাছটি অনেক আগে আমাদের পুকুর ঘাটের বাগানে লাগিয়েছিলাম। মাশাল্লাহ এটি তখন অনেক বড় হয়ে গিয়েছিলো।যাইহোক এই ফুলটির রঙ সাদা ও হলুদ। আমার এই ফুল গাছটিতে অনেকগুলো ফুল ধরেছে। ফুল গাছটির পাতাগুলো খুব সুন্দর। আমারা বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য পুকুর ঘাটে বিভিন্ন রকম ফুল গাছ রোপন করি। আমার কাছে ফুলের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। তাইতো যেখানে সেখানে ফুল দেখলে ঝাঁপিয়ে পড়ি ক্যামেরা নিয়ে ফটোগ্রাফি করার জন্য।

৫নং-ফটোগ্রাফি

IMG-20240503-WA0002.jpg

Location
#Device:S-G,M32

আজকে আমি আমাদের পুকুর ঘাটের বাগানের আরো একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। আমার বাড়ির পুকুর ঘাটের বাগানে অনেকগুলো ফুল গাছ আছে। সেগুলো আমরা নার্সারি থেকে নিয়ে এসেছি আর পুকুর ঘাটের বাগানে লাগিয়েছে। সেগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে। আমরা এই গোলাপ ফুল গাছটিকে একটি চাউলের বস্তায় লাগিয়েছি। এ ছাড়া আরও কয়েকটি ফুল গাছ রয়েছে। সেখান থেকে আজকে আমি আপনাদের সাথে একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। ফুলের যে রেনুটি ছিল সেটি অনেক সুন্দর ছিল। আমি এই গোলাপ ফুল গাছটিকে অনেক চোখে চোখে রাখতাম যাতে করে কেউ না ছিড়ে ফেলে ।যাইহোক ফটোগ্রাফি কেমন লাগছে জানাবেন।

৬নং-ফটোগ্রাফি

IMG-20240503-WA0004.jpg

Location
#Device:S-G,M32

আমি কিছুদিন আগে দাওয়াতে গিয়েছিলাম। যাওয়ার পথে একটি নার্সারি আমার চোখে পড়েছিল। সেই নার্সারিটি আমার কাছে খুব ভালো লেগেছে। যাওয়ার সময় নার্সারিতে যেতে পারেনি তাড়াহুড়োর কারণে। কিন্তু আসার সময় নার্সারিতে গিয়েছিলাম। এই নারসারিতে অনেক রকমের ফুল গাছ ছিল। এই চন্দ্রমল্লিকা ফুল গাছটিতে অনেকগুলো ফুল একসাথে ধরে আছে। এই একটি ফুল গাছের ভিতরে অনেক রঙের ফুল আছে। কোনোটি সাদা গোলাপি , কোনোটি গোলাপি। আমি যতগুলো চন্দ্রমল্লিকা ফুল গাছ দেখেছি সব গুলোর ভিতরে একসাথে ফুল ধরেছে।

৭নং-ফটোগ্রাফি

IMG-20240503-WA0003.jpg

Location
#Device:S-G,M32

আমি আজকে সকালে আমার ছাদে আমার ফুল গাছ গুলো দেখতে গিয়েছিলাম। অনেকদিন ছাদে ফুল গাছগুলো দেখতে যাওয়া হয় না। তাই আজকে একটু ফুলগাছের যত্ন নেওয়ার জন্য গিয়েছিলাম। আমার ফুলগাছগুলোতে অনেকগুলো ফুল ধরেছে। তখন আমার হাতে মোবাইল ছিল। তাই আমি কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছি। অনেকগুলো ফুল ফুটেছে আমার ছাদে ফুল গাছ গুলোতে। এই বাগানবিলাস ফুল গাছটি আমি নার্সারি থেকে এনেছিলাম। এটির ভিতর এতগুলো ফুল ধরবে আমি জানতাম না। যাইহোক আপনাদের কাছে এই ফুলের ফটোগ্রাফি কেমন লেগেছে সেটি মন্তব্য করে জানাবেন।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

আপনার তোলা সব কয়টি ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আসলে সত্যিই আপনি ফটোগ্রাফি করতে অসাধারণ দক্ষ। আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফি ভিতর থেকে সেরা ফটোগ্রাফিটি বেছে নেওয়াটা খুবই কঠিন। তবে চন্দ্রমল্লিকা ফুল আমার বেশ প্রিয়। তাই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।

 6 months ago 

সব সময় পাশে থেকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইজান।।

 6 months ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার এই সাতটি ফটোগ্রাফির চমৎকার ছিল। দেখতে বেশ ভালো লাগলো আমার কাছে। ফুলগুলো বেশ চমৎকারভাবে কাঁপচার করেছেন।

 6 months ago 

চেষ্টা করেছি ভাই ভালো ভাবে তুলতে।ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।

Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 6 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমায় সাপোর্ট করার জন্য।।

 6 months ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফুলের এই ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে চন্দ্রমল্লিকা আর গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছেম লাল গোলাপের দৃশ্যটি অসাধারণ ছিল।

 6 months ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি আমাদের মাঝে আজ চমৎকার সব ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। প্রত্যেকটি ফুলের সৌন্দর্য মনোমুগ্ধকর। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার এই ফটোগ্রাফি পোস্টটি।

 6 months ago 

আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে

 6 months ago (edited)

প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আর গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। বিশেষ করে লাল গোলাপ ফুল আমার খুবি ভালো লেগেছে।

 6 months ago 

ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সব সময়।।

 6 months ago 

আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো উপভোগ করি। যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনার করা আজকের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। এই ধরনের ফুল গুলো দেখতে দারুন লাগে। যেটা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। আমাদের সাথে ফুলের সুন্দর ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

রিপন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 6 months ago 

নার্সারি, বাড়ি ছাদ, পুকুর ঘাট সব জায়গা মিলিয়ে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।পিটুনিয়ার সব ধরনের কালারই দেখতে খুব সুন্দর লাগে। তাছাড়া চন্দ্রমল্লিকা ফুলগুলো বিভিন্ন কালারের হয়। এই ফুলের ফটোগ্রাফিও খুব সুন্দর ভাবে করেছেন। সাদা পিটুনিয়া ফুলটি অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া আপনার বাড়ির ছাদে থেকে যে ফুলটির ফটোগ্রাফি করেছেন সেই ফুলটি ও খুব সুন্দর।

 6 months ago 

আপু ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।ভালো থাকুন সব সময়।।

 6 months ago 

অনেক সুন্দর সুন্দর ফুলের কিছু রেন্ডম ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই সুন্দর হয়েছে আপনার করা ফটোগ্রাফি গুলো । এবং গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 6 months ago 

আশিক ভাই ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67779.88
ETH 2396.01
USDT 1.00
SBD 2.32