পাঁচ বছরের ভুল বোঝাবুঝি সংশোধন হয়ে, অবশেষে বিয়ের পিড়িতে,আমার বেস্ট ফ্রেন্ড জুয়েল পর্ব ২

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।
পাঁচ বছরের ভুল বোঝাবুঝি সংশোধন হয়ে, অবশেষে বিয়ের পিড়িতে,আমার বেস্ট ফ্রেন্ড জুয়েল।

বন্ধুরা গত পর্বে আমি আপনাদের সাথে তুলে ধরেছিলাম, আমার বন্ধুর শ্বশুর বাড়ি থেকে বন্ধুর বাড়িতে পেরার আগ মুহূর্ত। আর আজকে সেখান থেকে আবার পুনরায় দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি।

20220902_002857.jpg

আসলে তখন আমি সেখান থেকে কিছু ফটোগ্রাফি করলাম, যখন তার ওয়াইফকে স্টেইজে নিয়ে গেছে। তখন সে সময়ের কিছু ফটোগ্রাফি করে আমরা সেখান থেকে আবার মোটর সাইকেলে করে ফিরে আসলাম আমাদের গন্তব্যে, মানে বন্ধুদের বাড়িতে।
20220902_005602.jpg

20220902_005807.jpg

তারপর তাদের বাড়িতে ঢুকতেই, গেটের ও লাইটিং এর আরো কিছু ফটোগ্রাফি করে নিলাম। তারপর বাড়িতে গিয়ে ঘরের মধ্যে দেখি মেয়েদের পক্ষ থেকে হলুদের অনুষ্ঠানে কিছু মেহমান আসবে, তাদের জন্য কিছু নাস্তা এবং ফুল দিয়ে বরণ করার জন্য কিছু ফুল প্লেটে প্লেটে সাজিয়ে নেওয়া হচ্ছিল। আর আমি তখন কিছু ফটোগ্রাফি করে নিলাম।

20220902_013714.jpg

20220902_013717.jpg

20220902_014223.jpg

তারপর তাকে সর্বপ্রথম গোসল করানো হয় এবং গোসাল করানো শেষে তাকে রেডি করা হয় এবং সে হলুদের ড্রেস পরে নেয় এবং তার সাথে আমি একটি ফটো তুলে নিলাম এবং কিছুক্ষণ পরে তার বোনের সাথে বসা অবস্থায় একটি ফটো তুলে নিলাম।

20220902_014916.jpg

20220902_015158.jpg

20220902_015400.jpg

এরপর ভিডিও ম্যান তাকে নিয়ে একটা রুমে কিছু সিঙ্গেল শট নিচ্ছিল। তখন কিছু ফটোগ্রাফি আমিও করে নিলাম সেই ভিডিও ম্যানদের পাশাপাশি থেকেই। আর সেটি আপনাদের সাথে শেয়ার করলাম।

20220902_024018.jpg

তারপর হলুদের স্টেজে যেসব খাবার গুলো রাখা হবে ডিজাইন করে রাখা হয়েছিল। আমি সেই সেই ডিজাইন করা খাবার গুলোর এক এক করে ফটোগ্রাফি করে নিলাম, এবং তার হলুদের কেক এর ফটোগ্রাফিও করে নিলাম।
20220902_024515.jpg

20220902_024525.jpg

20220902_024528.jpg

আর এই সমন্বয়ে দ্বিতীয় পর্ব এখানে শেষ করলাম। খুব শীঘ্রই তৃতীয় পর্ব আপনাদের সামনে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার এই ব্লগটি পড়ার জন্য।সবাই ভালো ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

20220902_024559.jpg

20220902_024616.jpg

20220902_024607.jpg

তো বন্ধুরা আজকে এতটুকু , আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণবন্ধুর বিয়ে
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনা
অবস্থানবাংলাদেশ

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 2 years ago 

আপনার বন্ধুর বিয়েতে বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। তাছাড়া ফটোগ্রাফারের ফটোগ্রাফির সঙ্গে সঙ্গে নিজেদের ফটোগ্রাফি গুলো করা বুদ্ধিমানের কাজ। ফটোগ্রাফাররা অনেক লাইটিং দেয় এ সময় নরমাল ক্যামেরা দিয়েও ছবি তুললে খুব সুন্দর আসে। তাছাড়া আপনার বন্ধুর বিয়ের হলুদের খাবারের ডেকোরেশন এবং বাসা সাজানোর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। তৃতীয় পর্বের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

প্রথম ও দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি খুব স্বীকৃতি দিয়ে পড়ো আপনাদের সাথে তুলে ধরবো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন

 2 years ago 

ভাই আপনার বন্ধুর বিয়ের ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে বেশ বড়সড় আয়োজন ছিল। আপনারা সবাই মিলে হলুদে খুব ইনজয় করেছেন। ততত্ত্ব ডেকোরেশন বেস সুন্দর হয়েছে। আপনার বন্ধুর জন্য শুভকামনা রইল। এবং বিয়ের ছবি দেখার অপেক্ষায় রইলাম

 2 years ago 

জি আপু আমরা অনেক ইনজয় করেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। আর খুব শীঘ্রই তৃতীয় পর্বের বাকি ছবিগুলো দেখতে পাবেন।

 2 years ago 

বিয়েটা বেশ জাকজমকপূর্ণ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। তবে বিয়ের গায়ে হলুদেও কেক এটা কখনো দেখিনি। ফটোগ্রাফি গুলো ছিল। বন্ধুর বিয়ের হলুদ সন্ধ‍্যায় বেশ দারুণ সময় কাটিয়েছেন।।

 2 years ago 

আমাদের এদিকে নিয়ম তাহলে একটু ভিন্ন মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 64678.67
ETH 3086.68
USDT 1.00
SBD 3.87