DIY-এসো নিজে করি:'একটি বিড়াল এর চিত্র অঙ্কন' || ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।বিড়াল আমার খুব পছন্দের একটি পোষ্য। আমাদের বাড়িতে অনেকগুলো বিড়াল আছে।বিড়ালের শোনার, দেখার এবং ঘ্রাণের ক্ষমতা মানুষের চেয়ে বহুগুণ বেশি।বিড়াল সবচেয়ে পরিষ্কার প্রাণীদের একটি। এরা সময় পেলেই নিজের শরীর চেটে পরিস্কার করে।সত্যি কথা বলতে আমাদের বিড়ালগুলো আমাদের বাড়িতেই থাকে, খায়,ঘুমায়।বলতে গেলে ফ্যামিলি মেম্বারদের মধ্যে পড়ে যায়। তাই জন্যই আজ আমি আপনাদের সঙ্গে মিষ্টি একটি বিড়াল এর চিত্র অঙ্কন করে ভাগ করে নিলাম।


19.jpeg




অংকন পদ্ধতি:


উপকরণ


• একটি সাদা কাগজ
• একটা পেন্সিল
• রবার
• কালো স্কেচ পেন
• গ্রে রং
• সবুজ রং
• লাল রং
• খয়েরি রং



প্রথম ধাপ


• প্রথমে আমি একটি সাদা খাতা পেন্সিল,রাবার, গ্রে রং, সবুজ রং, লাল রং, খয়েরি রং, কালো স্কেচ পেন নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-01-15 at 12.41.38 AM.jpeg


দ্বিতীয় ধাপ



•এরপর বিড়ালটির মাথা এঁকে নিলাম।

1.jpeg


তৃতীয় ধাপ



•তারপর কান এবং গলার অংশটা গলা এঁকে নিলাম।


2.jpeg


চতুর্থ ধাপ



•এরপর দুটো পা এঁকে নিলাম।

3.jpeg


পঞ্চম ধাপ



•তারপর লেজ এঁকে নিলাম।

4.jpeg


ষষ্ঠ ধাপ


•তারপর চারটে পা ই একসাথে এঁকে নিলাম।

5.jpeg


সপ্তম ধাপ


• এরপর আপেল এঁকে নিলাম।

6.jpeg


অষ্টম ধাপ



•এরপর আপেলের মধ্যে একটা শুয়োপোকা আছে একে নিলাম।

7.jpeg

8.jpeg



নবম ধাপ


• এরপর গ্রে রং দিয়ে মুখটা রং করে নিলাম।

9.jpeg


দশম ধাপ


• এরপর মুখের সাথে পা ও রং করে নিলাম।

10.jpeg


একাদশ ধাপ



• তারপর আপেলটা লাল রং করে দিলাম। তার সাথে পাতাটা সবুজ রং করে দিলাম।

SP1.jpeg

13.jpeg





দ্বাদশ ধাপ


• তারপর শুঁয়োপোকার রংটা খয়রি করে দিলাম। তার সাথে ঘাসগুলো সবুজ রং করে দিলাম।

SP2.jpeg

15.jpeg


ত্রয়োদশ ধাপ


• এরপর কালো স্কেচ পেন দিয়ে বিড়াল এবং আপেলটা একসাথে বর্ডার করে নিলাম।


SP3.jpeg


চতুর্দশ ধাপ


• ব্যস তৈরি হয়ে গেল মিষ্টি একটি বিড়াল এর চিত্র অংকন।


19.jpeg

20.jpeg


SELFY.jpeg
মিষ্টি একটি বিড়াল এর চিত্রাংকন এর সাথে আমার একটি নিজস্বী



ধন্যবাদ

Sort:  

ওয়াও ভাইয়া অসাধারণ চিত্র অঙ্কন করেছেন আপনি। একটা বিড়ালকে নিয়ে। সত্যি অনেক ভালো লাগলো ভাইয়া আপনার অংকন দেখে। প্রতিটি ধাপ নিখুত ভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

ভাইয়া বিড়ালছানার চিত্রাংকন টা আসলেই অসাধারণ হয়েছে। বিড়ালছানা বসে আছে তার পাশে পোকা ধরা একটা আপেল আসলেই চিত্রাংকন টা খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। আপনি অনেক সুন্দর চিত্রাংকন করতে পারেন। ছবিটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। এক কথায় অসাধারণ লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ভাই অসম্ভব সুন্দর আর কিউট হয়েছে আপনার অংকন।মিষ্টি একটি বিরালের চিত্র একেছেন এবং ধাপ গুলোও গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 3 years ago 

বিড়ালছানার চিত্রাংকন টা অনেক সুন্দর হয়েছে। আসলেই বিড়ালছানা টা পোকা ধরা আপেলের দিকে তাকিয়ে আছে দেখতে তো আরো অনেক আকর্ষণীয় দেখাচ্ছেন। আসলেই আপনার চিত্রাংকন টা অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর অঙ্কন করতে পারেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

➡️ অসম্ভব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। বিড়ালটি খুব সুন্দর ভাবে তাকিয়ে আছে। এমনভাবে তাকিয়ে আছে যেন কিছু বলবে। আপেল টির ভিতরে থেকে একটি পোকা বের হচ্ছে এটি ও আমার খুবই ভালো লেগেছে ‌‌। দেখে মনে হচ্ছে সত্যি কারের একটি পোকা বের হয়ে আসতেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে বর্ণনা করেছেন ‌‌। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago (edited)

দাদা এর আগেও আপনাকে আমি নানান রকমের ছবি আঁকতে দেখেছি , আপনার হাতের ছবি আঁকা সত্যি অনেক সুন্দর হয়। আর অনেক মিষ্টিও হয়। আজকের বিড়ালছানা টার চোখটা যা হয়েছে না দেখতে 👌ফাটাফাটি 👌

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68140.53
ETH 3250.90
USDT 1.00
SBD 2.65