"মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানানোর রেসিপি "।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন। সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি।


বাঙালি মানে ভোজন রসিক। আর এই ভোজনরসিক বাঙালির কাছে শীতকাল নিয়ে আসে বিভিন্ন রকম নতুন নতুন শাকসবজির বাহার। মাছ, ডিম ও মাংস তো সারা বছরই চলে, তবে শাকসবজি এবং কপি বেশিরভাগ শীতকালেই সহজে পাওয়া যায়।।


বাঁধাকপি এমনিতেই একটা খুবই সুস্বাদু খাবার, তাতে যখন মাছের মাথা পড়ে, তখন তার স্বাদটা যেন দ্বিগুন হয়ে যায়। সত্যি কথা বলতে নিরামিষ খাবার খেতে আমার একেবারেই ভাল লাগে না, তাই বাঁধাকপির তরকারি তে যখন মাছের মাথা পরে সেটা তখন অসাধারণ লাগে।


final ready.jpeg


চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি।


u1.jpeg

মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরী করার পদ্ধতি:


উপকরণের নামপরিমাণ
১ বাদা কফি২ টো
২. পিঁয়াজ২৫০ গ্রাম
৩. টমেটো২ টো
৪. আলু৫০০ গ্রাম
৫. তেজপাতা২ টো
৬. আদা বাটা২চামচ
৭. করাই সুটি২৫০ গ্রাম
৮. মাছের মাথা১ টো
৯. গরম মসলাপরিমাণমতো
১০.শুকনো লঙ্কা৪ টে
১১. নুনপরিমাণমতো
১২. তেলপরিমাণমতো
১৩. ঘীপরিমাণমতো

রন্ধন প্রণালী :



প্রথম ধাপ


•প্রথমে কড়াইতে অল্প পরিমাণে তেল নিয়ে সেটাকে গরম করে নিতে হবে।

1.jpeg


দ্বিতীয় ধাপ


•তারপর তাতে তেজপাতা আর ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষন নারিয়া নিলাম।

3.jpeg


তৃতীয় ধাপ


• তারপর ওই করাইয়ের মধ্যে একটা একটা করে সমস্ত মসলা ছেড়ে দিতে হবে।

4.jpeg

5.jpeg


চতুর্থ ধাপ


• মশলা গুলোকে আস্তে আস্তে কিছুটা কষিয়ে নিতে হবে।

6.jpeg


পঞ্চম ধাপ


• মসলা কষানো হয়ে গেলে তাতে ভেজে রাক্ষা মাছের মাথা গুলো দিয়ে দিতে হবে

7.jpeg


ষষ্ঠ ধাপ


• তারপর আস্তে আসতে অল্প পরিমাণ ঘী আর চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে।

8.jpeg

9.jpeg


সপ্তম ধাপ


• তারপর আগে দিয়ে ভেজে রাখা আলু গুলো কড়াইতে ছেড়ে দিতে হবে

9w.jpeg


অষ্টম ধাপ


• আলুটা দিয়ে তারপর কিছুক্ষণ ভাল করে নাড়িয়ে কষে নিতে হবে।

10.jpeg

11.jpeg


নবম ধাপ


• কিছুক্ষণ পর এই মিশ্রন টাকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দেবো। আর কড়াইতে অল্প করে তেল বসিয়ে নিতে হবে।

1.jpeg


দশম ধাপ


• এবার কড়াইতে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি, কড়াইশুঁটি ও টমেটো দিয়ে সেটাকে ভাল করে নাড়িয়ে নিতে হবে

t4.jpeg

t3.jpeg


একাদশ ধাপ


• এরপর আলাদা করে তুলে রাখা মাছের মাথা ও আলুর মিশ্রণটা কপির ওপর দিয়ে দেবো।

12.jpeg

13.jpeg


দ্বাদশ ধাপ


• সম্পূর্ণ মিশ্রণটিকে ভাল করে নাড়িয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি।

final ready.jpeg

এটি হল শীতকালের আমার একটি খুবই প্রিয় সবজি, যেটা হলে ভাতের সাথে আর কোন সবজির প্রয়োজন হয় না।



ধন্যবাদ



Sort:  
 3 years ago 

মাছের মাথা ও বাঁধাকপি দিয়ে খুব সুন্দর একটি রেসিপি দেখতে পেলাম। এই বছরে এখনো বাঁধাকপি খাওয়া হয়নি ।আমার কাছে বাঁধাকপি খুবই ভালো লাগে খেতে। আপনার রেসিপিটি আমার কাছে ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। বাঁধাকপি আমারও খুব প্রিয় একটি খাবার।

 3 years ago 

আহ্ দেখেই জিহ্বায় জল চলে আসছে,মন চাইছে একটু টেস্ট করে দেখি। মাছের মাথা দিয়ে বাঁধা কপির তরকারি খেতে অনেক মজাদার হয় এতে কোন সন্দেহ নেই কারণ আমি নিজেও এই রেসিপি খেয়েছি। লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। তাহলে আর কি একদিন বানিয়ে খেয়ে ফেলুন।

 3 years ago 

আপনাকে স্বাগতম ভাইজান। হুম একদিন সময় করে বানিয়ে খাবো।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

মাছের মাথা দিয়ে আপনি দারুণভাবে বাঁধাকপি রান্নার রেসিপি তৈরি করেছেন। আমার অনেক ভালো লাগলো। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া এবং সব মিলিয়ে অনেক সুন্দর ছিল। অনেক শুভকামনা রইল আপনার জন্য


IMG_20220106_113311.png

 3 years ago 

আপনার কমেন্টটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। ধন্যবাদ এরকম সুন্দর মন্তব্য করার জন্য।

জাষ্ট ওয়াও লাগছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানানোর রেসিপিটা। সম্পূর্ণ একটি বাঙালি রেসিপি ছিল। এই রেসিপি খেতে অনেক সুস্বাদু লাগে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানানোর রেসিপি সম্পর্কে অনেক সুন্দর সুন্দর উপস্থাপন করেছেন। শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

মাছের মাথা দিয়ে বাঁধাকপি আগে কখনো খাওয়া হয়নি। আপনার আজকের মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছিল। এভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্নার কথা কখনো মাথায় আসেনি। আপনার আজকের রেসিপি দেখে আমিও শিখে নিলাম। খুবই চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন রেসিপি তৈরি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সবার প্রথমে বলি ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। এরকমভাবে আপনি একদিন অবশ্যই বানিয়ে দেখবেন খুবই সুন্দর এবং সুস্বাদু হয়। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার তৈরি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানানোর রেসিপি টা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

খুব সুন্দর এবং গঠনমূলক একটা মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব ভবিষ্যতে এরকম আরো রেসিপি আপনাদের সামনে প্রতিস্থাপন করার।

 3 years ago 

বাঁধাকপির রেসিপি আমার কাছে তো অসাধারণ লেগেছে। অষ্টম ধাপে যখন মাছের সাথে আলু দিয়ে কষিয়ে নিয়েছেন কালার টা দেখতে এতো ভালো লাগছিল। এরপরে ওই কষানো মাছের মাথা এবং আলুর সাথে বাঁধাকপি মিশিয়ে নিয়েছেন দেখতে তো অনেক ভালো লাগলো। মনে হচ্ছে খেতেও ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা আমি একদিন তৈরি করে দেখব কিরকম খেতে হয়েছে। অনেক ভালো লাগলো।

 3 years ago 

সত্যিই খুব সুন্দর হয়েছে রেসিপিটা, আপনি বানালেই বুঝতে পারবেন। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

মাছের মাথা দিয়ে ফুলকপি রেসিপি ওয়াও দেখতে তো খুব লোভনীয় দেখাচ্ছে মনে হচ্ছে এখন একটু খেয়ে নিও খেতে মনে হচ্ছে দারুণ সুস্বাদু হবে রান্নার প্রস্তুতি প্রণালী দারুন ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। রান্নাটা সত্যিই খুবই সুস্বাদু হয়েছে, তবে ফুলকপি না ওটা বাঁধাকপি হবে।

 3 years ago 

মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্নার রেসিপি টা অসাধারন হয়েছে। আমি কখনো বাঁধাকপি রান্না করে খাইনি, সবসময় ভেজে খেয়েছি। আপনার কাছ থেকে নতুন একটা রেসিপি শিখলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago (edited)

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।আমাদের বাড়িতে প্রায়ই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না হয় তাই আমি সহজেই এটা শিখে গেছি। আপনি একদিন বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় এই রান্না।

 3 years ago 

মাছের মাথা দিয়ে খুব চমৎকার একটি রেসিপি করেছেন আপনি আমার কাছে খুবই ভালো লেগেছে ভাই।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাদের ভালো লাগলেই আমারও ভালো লাগে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68140.53
ETH 3250.90
USDT 1.00
SBD 2.65