জেনারেল রাইটিং: "অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে।"

in আমার বাংলা ব্লগ2 months ago

ABB 9 মে ২০২৪ বৃহস্পতিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000120150.jpg

"অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে।"

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

এক সময় আমরা সব কিছুই ভুলে যেতে পারি, কিন্তু কখনোই কারোর অপমানটা আমরা ভুলে যেতে পারবো না। আমরা যদি সেই অপমানটা ভুলতে চাই, তবে দেখা যাবে সেটা হৃদয়ে আরো বেশি করে লাগবে। কারন এটি একটা তীরের মতো। যেটা আমরা যতই ভুলতে চাইবো ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে। একটা মানুষ অন্যের অপমান কখনোই সহ্য করতে পারে না। আর সেই অপমানের কথাটা তার সারা জীবনই মনে থেকে যায়। কারণ মানুষকে অপমান করলে সেটা সেই মানুষের হৃদয়ের গভীরে গিয়ে লাগে। আর মানুষ অপমান সহ্য করতে পারে না। বেশি ধারালো একটা তীর যেমন বের করতে গেলে হাজারো ব্যথা হয়, তেমনি অপমানের ক্ষেত্রেও ঠিক এরকমই।

যেমন ধরুন, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অনেক বেশি অপমান করেছে। যে অপমানটা ওই মানুষটা একেবারে সহ্য করতে পারেনি। তিনি চেষ্টা করতেছেন ওই মানুষটার করা অপমান ভুলে যেতে। কিন্তু কোনমতেই অপমান ভুলে যেতে পারতেছে না। কারণ অপমান যতই ভুলতে চাচ্ছে ততই যেন এটা উনার কাছে এসেই ধরা দিচ্ছে। আর আরো বেশি কষ্ট হয় তখন সেই মানুষটার। কিছু কিছু মানুষের এরকম অপমানের জন্য আরেকটা মানুষ হাজারো কষ্ট সহ্য করে। কারণ মানুষের করা অপমান তিলে তিলে কষ্ট দেয় আরেক জনকে। আর তেমনি ভাবে ওই ব্যক্তিটার ক্ষেত্রেও এরকমটা হয়েছে।

আমরা একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবো সেটা হচ্ছে, আমরা যদি কোন কিছু ভুলতে চাই, তাহলে সেটা আমাদের আরো বেশি করে মনে পড়ে। কারণ আমরা যদি এটা মনে করি যে, এই বিষয়টা আমার মনে রাখা উচিত না, তখনই কিন্তু বিষয়টা আমাদের মনে পড়তেছে। আর এর কারণে আমাদের আরো বেশি খারাপ লাগে। আর এজন্য যতই ভুলতে চাই, ততই মনে পড়ে। যার কারণে আমরা ভুলতেও পারি না। অপমান এর বিষয়টা যদি আমরা ভোলার চেষ্টা করি, তখনও এরকম হবে। ভুলতে চাইলে বেশি মনে পড়বে। আর সেই অপমান ধারালো তীরের মত আমাদের কে আঘাত করবে। মনে হবে ধারালো তীর দিয়ে কেউ আঘাত করতেছে আমাদেরকে।

কিন্তু আমরা যদি সেই অপমানটা ভুলার চেষ্টা না করে, সেই অপমান এর বিষয়টা নিজেদের ভেতরে ঢুকিয়ে নিয়ে ভালো কিছু করে সেই অপমানটা তাদেরকেই ফিরিয়ে দিই, তবেই আমাদেরকে করা অপমানটার প্রতিশোধ আমরা খুব ভালোভাবে নিতে পারবো। কিন্তু এতে খারাপ কাজ করলে হবে না। অবশ্যই ভালো কিছু করে তারপর ভালো ভাবে প্রতিষ্ঠিত হতে হবে। আর এমন ভাবে আমরা এমন কিছু করবো, যেন আমাদেরকে করা অপমান তাদের নিজের গায়ে লাগে। সেই ধারালো তীরের আঘাত যেন তাদের বেশি লাগে। তখনই তাদের উচিত শিক্ষাটা হবে খুবই ভালো ভাবে। আর এই বিষয়টা অপমানিত ব্যক্তিদের মনে রাখতে হবে।

মানুষ কিন্তু এমনি এমনি অপমানিত হয় না কোন না কোন কারণ থাকে সেই অপমানের পেছনে আর ওইটাকেই আমাদেরকে কাজে লাগাতে হবে অপমানিত হওয়ার পর এমন কিছু করে দেখাতে হবে যে অপমানটা তাদের গায়ে লাগে তাই অপমানকে ভুলে গেলে চলবে না বরং এটাকে মনে রেখেই আমরা এমন কিছু করব যেটার মাধ্যমে আমরা তাদের করা অপমান তাদেরকেই ফিরিয়ে দিতে পারি আমি সবসময় আপনাদেরকেও এই কথাটাই বলবো কেউ অপমান করলে এরকমই কিছু করবেন যেন তাদের করা অপমান এর জন্য তারাই লজ্জিত হয় আজ এ পর্যন্তই লিখলাম পরবর্তীতে অন্য কিছু নিয়ে লেখার চেষ্টা করব সে পর্যন্ত পাশেই থাকবেন আশা করছি।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 months ago 

আসলে আমরা সব কিছু এক সময় ভুলতে পারলেও কারোর করা অপমান ভুলতে পারি না। কারণ সেই অপমানের কথা আমরা ভুলতে গেলে, তা আরো বেশি মনে পড়ে এবং আমাদেরকে কষ্ট দেয়। অপমানের বিষয়টা আসলেই ধারালো তীরের মতো। এটা হৃদয়ের গভীরের মধ্যে লাগে একেবারে ভুলতে গেলে। তুমি বাস্তবিক একটা টপিক নিয়ে আজকের লেখাটা লিখেছ, যেটা পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমার পড়ালেখাটা আমার দারুন লাগলো।

 2 months ago 

আসলেই অন্য সবকিছুর থেকে বেশি কষ্ট তো আমাদের তখনই লাগে যখন কেউ আমাদের অপমান করে। সেই অপমানটা সত্যি কখনো ভুলা যায় না।

 2 months ago 

একদম সঠিক ব'লেছেন ভাইয়া অপমান চাইলে ও ভোলা যায় না।অপমান ভুলতে চাইলে বার বার মনে পড়ে যায়।অনেক সুন্দর কিছু বাস্তব কথা তুলে ধরে আজকের পোস্ট টি আমাদের সাথে ভাগ করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

হ্যাঁ আপু অপমান ভুলতে চাইলে আরো বেশি মনে পড়ে।

 2 months ago 

যা কিছু আমাদের মনকে অস্থির করে সেগুলো কে ভুলে যাওয়ায় উওম। তবে এক্ষেত্রে অপমানটা মনে রাখতে হবে। কী কারণে একজন আমাকে অপমান করল সেটা নিয়ে কাজ করতে হবে। নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন পরবর্তীতে ঐ মানুষ আমাকে দেখলে আফসোস করে হ‍্যা একে আমি এইজন্য অপমান করেছিলাম। বেশ চমৎকার ছিল আপনার পোস্ট টা ভাই। অনেক সুন্দর লিখেছেন।

 2 months ago 

আসলে এই কাজটা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে আমাদেরকে করা অপমান তারা অনুভব করবে।

 2 months ago 

অনেক সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেছেন।আসলেই অপমানকে যদি আমরা হাতিয়ার করে
ভালো বা সঠিক কাজে লাগাতে পারি তাহলেই সফল হওয়া সম্ভব।কিন্তু অধিকাংশ মানুষ অপমান মনে পুষে হত্যার মতো জঘন্য কাজেও লিপ্ত হয়ে যায়, যেটা কখনো ঠিক নয়।
সুন্দর ব্যাখ্যা করেছেন, ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

আমার পুরো পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো। চেষ্টা করলাম বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য, আর সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার জন্য।

 2 months ago 

আজকে আপনি সুন্দর একটি পোস্ট করেছেন ভাইয়া। অপমান হচ্ছে এমন একটি তীর যেটি ভুলা যায় না। যতই ভুলার চেষ্টা করে ততই মনে বেশি পড়ে। অপমানিত লোকগুলো অনেক সময় হিংস্র প্রাণীর চেয়ে ভয়ংকর হয়ে যায়। কারণ কিছু কিছু অপমান আছে মৃত্যুর আগ পর্যন্ত ভুলা যায় না। ধন্যবাদ ভাই চমৎকার একটি পোস্ট করার জন্য।

 2 months ago 

এরকম লোক গুলো আসলেই হিংস্র প্রাণীর চেয়েও ভয়ঙ্কর হয়।

 2 months ago 

সব অপমান আসলে ভুলা যায়না।যে মানুষের আত্মসম্মান বোধ বেশী সেই মানুষের অপমানের যন্ত্রণা ও বেশী তাই আমি মনে করি অপমান গুলো বুকে এসে সত্যি ই বিঁধে।এজন্য হিংস্র না হয়ে সেই অপমানের বদলা কাজ করে সেই মানুষটিকে দেখিয়ে দিতে হবে।আর তাতেই সে জব্দ হবে। আর আমাদের মধ্যে থাকা অপমানের যন্ত্রণাটা ও কমে যাবে। খুব চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে বিষয়টিকে ফুটিয়ে তোলার জন্য।

 2 months ago 

এটা একেবারে সত্য কথা, সব অপমান ভুলা যায় না। কিছু কিছু অপমান আমাদেরকে অনেক কষ্ট দেয় যখন সেটা আমরা ভুলতে চাই।

 2 months ago 

একেবারে বাস্তবিক একটি কথা বলেছেন আপনি৷ আসলে অপমান করাটা যেরকম খারাপ বিষয় এবং সেই অপমান কখনোই ভোলার নয়৷ যতই সেই অপমানকে ভোলার চেষ্টা করা হয় ততই সে অপমান যেন আরো বেশি মনে পড়ে যায়৷ এই অপমান যখন করা হয় তখন যে কষ্ট অনুভূত হয় তার থেকেও বেশি কষ্ট অনুভূত হয় যখন এই অপমানের কথা মনে পড়ে৷ ধন্যবাদ এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67241.85
ETH 3492.89
USDT 1.00
SBD 2.68