গিফট করার জন্য কাপড় কেনার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম

IMG20230204113102.jpg

গতকাল সকালে বাজারে গিয়েছিলাম কাপড় কেনার জন্য। সকালে একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। যাওয়ার সময় আমার বড় আপুকে নিয়ে গেলাম। যাওয়ার সময় চিন্তা করলাম, খুবই তাড়াতাড়ি কাপড় কিনে চলে আসব। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কাপড় দুইটা কিনার জন্য প্রায় সাতটা দোকান ঘুরেছি। আপুকে নিয়ে যাওয়ার কারণেই এই অবস্থা হয়েছে।

IMG20230204113018.jpg
অনেকগুলো থেকে একটা পছন্দ করলাম।

প্রথমে দুই একটা দোকানে গিয়েছিলাম কিন্তু কাপড় পছন্দ হচ্ছিল না। অনেকগুলো কাপড় বের করে দোকানদার দেখিয়েছিল। আমার পছন্দ হলেও আপুর পছন্দ হয় না। মহিলাদের যে অবস্থা। সারাদিন ঘুরলেও পছন্দ হয় না। আমার কাছে খুবই বিরক্ত লেগেছিল প্রথমে। পরে চিন্তা করলাম বিরক্ত হয়ে লাভ নাই কিনতে তো হবেই।

IMG20230204113029.jpg

অবশেষে আমরা একটি পরিচিত দোকানে গেলাম। পরিচিত বলতে আমার বন্ধুর দোকানের পাশেই এই দোকানটি। আমার বন্ধুর দোকানে শুধু ছেলেদের জিনিসপত্র বিক্রি করে। তার দোকানের পাশে দোকানটিতে মোটামুটি আমাদের কাপড় পছন্দ হয়েছে। মোটামুটি ঐ কাপড়টাই আমার এবং আপুর দুজনের পছন্দ হয়েছে। আমি প্রথমে যে শাড়ির ছবি ব্যবহার করেছি ওই শাড়িটি কিনেছি। শাড়িটির দাম ছিল ১৭০০ টাকা। কিন্তু দোকানদার আমাদের কাছে ৭ হাজার টাকা চেয়েছিল। আমরাও নাছোড়বান্দ, ৭০০ টাকা থেকে মুলানো শুরু করেছি। অবশেষে ১৭০০ টাকা রাজি হয়েছে দোকানদার। শাড়ি কিনেছিলাম আমার একমাত্র শালির জন্য। অর্থাৎ মনিয়ার জন্য।

IMG20230204113111.jpg

এরপর মনের শাশুড়ির জন্য একটি কাপড় পছন্দ করতে শুরু করলাম। সত্যি বলতে ওনার জন্য কাপড় অনেক তাড়াতাড়ি পছন্দ হয়ে গিয়েছে। আমাদের এত বেশি সময় লাগেনি। শুধু মনের কথাটা কিনার ক্ষেত্রে অনেক সময় ব্যয় হয়েছে। শুধু পছন্দ হচ্ছিল না এজন্য সময় লেগেছে অনেক। এরপর আমরা উপরের এই কাপড়টি মনিয়ার শাশুড়ির জন্য ক্রয় করেছি। আমি আশা করি আপনাদের কাছেও কাপড়টি ভালো লাগবে দেখতে। মনের শাশুড়ির জন্য কাপড় থেকেনেছিলাম ১৪০০ টাকা দিয়ে।

IMG20230204113114.jpg

দুইটি কাপড় কেনার পর দেখলাম আমাদের বাজেটের বাইরে চলে গিয়েছে। অল্প কিছু টাকা সট পড়ে গিয়েছে। এরপর বিকাশ থেকে দিয়ে আমি পুনরায় টাকা তুলে নিলাম। টাকা তোলার পর দোকানদারকে টাকা দিয়ে। আপুকে একটি রিকশায় তুলে দিলাম ‌‌। এরপর আমি মোটরসাইকেল নিয়ে অন্য একটি কাজে গেলাম।

IMG20230204113117.jpg

খুব সুন্দর একটি মুহূর্ত শেয়ার করলাম। আসলে ব্যক্তিগতভাবে আমি দোকানে দোকানে ঘুরে কোন কিছু কিনতে মন চায় না। আমার জন্য যখন কেনাকাটা করে আমি শুধু একটি দোকান থেকেই করি। পছন্দ হলেও সেখান থেকে করি পছন্দ না হলেও অপেক্ষা করি। মুনিয়ার জন্য শাড়ি কিনার মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগতেছে। আমি আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।

IMG20230204113124.jpg

IMG20230204115615.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

আমি ভেবেছি ঢাকার মার্কেটগুলো তে এমন দাম চেয়ে অল্প দামে দেয়।এখন দেখছি সব জায়গাতেই এমন। এজন্যই তো মাছের বাজারের মত দামাদামি করতে হয়।যাক শেষ মেশ শালির আর শালির শ্বাশুরীর জন্য কাপড় কেনা হলো। সুন্দর হয়েছে কাপড় দুটি।অনেক ধন্যবাদ ভাইয়া। তবে মুনিয়া কে চিনলাম না।

 2 years ago 

মনিয়া হলো আপনাদের bdwomen । কারণ আমার শালি শুধু একটা। ওর অনেক পছন্দ হয়েছিল শাড়ি। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বলতে হয় আপনার তো শপিং করার অভিজ্ঞতা বেশ। ৭০০০ টাকার কাপড় কিনলেন মাত্র ১৭০০ টাকায়। হায় হায় কন কি। তাহলে তো শপিং করার সময় আপনাকে হায়ার করতে হবে। আর একটি কথা শাড়ি পছন্দ না হলে আর কি করার? মহিলাদের দোষ দিয়ে কোন লাভ নেই তো। আমরা তো সব সময় ভাল জিনিসই কিনতে চাই।

 2 years ago 

ভালো জিনিস কিনবেন এজন্য সব দোকান ঘুরলে কি হবে। আর আমরা যে দোকানে গেছে ওই দোকানদার অনেক দাম চেয়েছিল আমাদের কাছে। আমাকে দেখে শিল্পপতি মনে করেছিল

শাড়িটির দাম ছিল ১৭০০ টাকা। কিন্তু দোকানদার আমাদের কাছে ৭ হাজার টাকা চেয়েছিল। আমরাও নাছোড়বান্দ, ৭০০ টাকা থেকে মুলানো শুরু করেছি। অবশেষে ১৭০০ টাকা রাজি হয়েছে দোকানদার।

৭,০০০ টাকার শাড়ি ১৭০০ টাকায়....🤣

এই শাড়ি কেনার সেকশনটা সবসময় মেয়েদের উপরে ছেড়ে দিতে হয়। ছেলেরা শাড়ি কিনতে গেলে মাথা খারাপ হয়ে যায়। তবে আপনার পছন্দ আছে, শাড়ি গুলো দেখতে বেশ সুন্দর হয়েছে।

 2 years ago 

আসলে শাড়ি পছন্দ করেছে আপু কিন্তু আমার কাছেও ভালো লেগেছে। আপনার মন্তব্য অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।

 2 years ago 

গিফট করার জন্য দুটো শাড়ি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আসলে আপনারা ছেলেরা বাজারে গেলে কোন কিছু দেখতেই চান না। এজন্য আমি আপনার ভাইকে খুব কম আমার সাথে নিয়ে যাই। যখন আমার কেনাকাটা দরকার হয় তখন আমার আম্মুকে ডাকি এবং আমার আম্মুর সাথে মার্কেটে যাই। ধন্যবাদ ভাইয়া আপনার কেনাকাটার মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই আইডিয়াটা সোনিয়াকে বলিয়েন। তাহলে আমি একটু বাঁচতে পারি। কারণ দোকানে দোকানে ঘুরতে আমার একদমই ভালো লাগেনা। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে কিছু কিছু মানুষ আছে যাদের কাপড় কিনতে গেলে সহজে কোন কিছু পছন্দ হয় না। যাই হোক অনেক ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত যে পছন্দ হয়েছিল যেন ভালো লাগলো। ৭০০০ টাকা দামের শাড়ি আপনারা ১৭০০ টাকা দিয়ে কিনে এনেছিলেন জেনে আসলেই অবাক হলাম। যাই হোক ধন্যবাদ আপনাকে গিফট করার জন্য কাপড় কেনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

শপিং মল গুলোতে অনেক বেশি দাম চায় ওরা। একটু কথাবার্তা না বলে নিলে একদমই লস হয় । অনেকে মুলামুলি করতে চায়না। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে আপনি মেয়েদের সঙ্গে করে যদি কোন কাপড়ের দোকানে চান তাহলে তারা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম জীবন বের করে দেবে মূলত এটাই তাদের বৈশিষ্ট্য হাহাহা। আমি এইরকম দুরন্ত চরকায় কয়েকবার পড়েছি আমাকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে জীবন বের করে দিয়েছে। যাইহোক অবশেষে কাপড় কিনেছেন তাহলে আসলে বর্তমান সময়ে দোকানিরা এত বেশি দাম চায় যে আপনি দাম কত কম বলবেন সেটা ভাবতে নিজের কাছে লজ্জা পেতে হয়।

 2 years ago 

তা আপনি ঠিক বলেছেন ভাই লজ্জা লাগলেও কিছু করার নাই। আমি কিন্তু একটু মুলামুলি করতেই পারি। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

গিফট করার জন্য যে এভাবে কাপড় কিনতে হয় বা এই সমস্ত বিষয়গুলো আমার জানা ছিল না। আপনার আজকের এই পোস্টের মধ্য দিয়ে আমি অনেক কিছু জানতে পারলাম এবং বুঝতে পারলাম। ফটোগ্রাফি গুলো ছিল অনেক সুন্দর। সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন দোকানে।

 2 years ago 

কি বলেন ভাই আমি শুনে অবাক হলাম। আমাদের এখানে অনেক কিছুতেই শাড়ি গিফট করা হয়। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

মহিলাদের যে অবস্থা। সারাদিন ঘুরলেও পছন্দ হয় না

মহিলারা ঘুরে ঘুরে জিনিসপত্র কিনে বলেই সব সময় পারফেক্ট জিনিস গুলো কিনতে পারে। সব দোষ মেয়েদের উপর দেওয়া ঠিক নয়। যাই হোক আপনার শেলিকার জন্য এবং আপনার শেলিকার শাশুড়ির জন্য শাড়ি কিনেছেন দেখে ভালো লাগলো। একটু দামাদামি না করলে অনেক বেশি ঠকে যেতে হয়। ভিন্ন ধরনের একটি পোস্ট পড়ে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন দামাদামি না করলে ঠকতে হয়। আমি সব সময় কেনার জন্য দেওয়া দাবি করি না। কিন্তু পকেটে টাকা না থাকলে না করে উপায় থাকে না।

 2 years ago 

সাত হাজার টাকা দামের কাপড় আপনারা ১৭০০ টাকায় কিনেছেন তা দেখে সত্যি অবাক হলাম। আমি বাজারে গেলে একটুও দামাদামি করতে পারিনা। আমাকে ৭০০০ টাকা বললে আমি হয়তো পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে আসতাম। আপনার গিফট করার জন্য কেনাকাটার অভিজ্ঞতা পড়ে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অবাক হওয়ার কিছু নাই ভাই। কারণ তারা আমাদের কাছে অতিরিক্ত দাম চায়। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53948.70
ETH 2245.46
USDT 1.00
SBD 2.29