DIY : রঙিন কাগজ দিয়ে প্রদীপ তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে প্রদীপ তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে প্রদীপ তৈরি ভালো লাগবে।

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে। আজ আমি খুব চমৎকার একটি রঙিন কাগজ দিয়ে প্রদীপ তৈরি করেছি। এর আগে আমি ভিন্ন ডিজাইনের একটি প্রদীপ তৈরি করেছিলাম। ওই প্রদীপটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে এজন্য আজও আরেকটি প্রদীপ তৈরি করেছি। আমি আশা করি আপনাদের আজকের প্রদীপটাও অনেক বেশি ভালো লাগবে। প্রতি সপ্তাহে আমি একটি ড্রাই পোস্ট করার চেষ্টা করি। আশা করি পরবর্তী দিনের ড্রাই পোস্ট গুলো আপনাদের সবার অনেক ভালো লাগবে।

IMG20221117131813.jpg

IMG20221117131816.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

20221106_181046.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটি সবুজ রঙের রঙিন কাগজ নিলাম।

20221106_183145.jpg

20221106_183145.jpg

ধাপ 2️⃣

এরপর কাগজটির এক পাশ থেকে চিকন চিকন করে ভাঁজ করতে শুরু করলাম। এবং খুবই সুন্দর ভাবে ভাঁজ করে নিলাম।

20221106_184612.jpg

20221106_184608.jpg

ধাপ 3️⃣

তারপরে সেই সবুজ রঙের কাগজটির মাঝ বরাবর এক ভাঁজ করে নিলাম।

20221106_185239.jpg

ধাপ 4️⃣

তারপরে গাম নিলাম। গাম দিয়ে কাগজটির মাঝ বরাবর অংশে জোড়া লাগিয়ে নিলাম।

20221106_185213.jpg

ধাপ 5️⃣

তারপরে হলুদ রঙের একটি ছোট কাগজ নিলাম। সেই কাগজটি কর্নার হতে এক ভাঁজ করে নিলাম।

20221106_185631.jpg

20221106_185816.jpg

ধাপ 6️⃣

তারপরে সেই কাগজটি দিয়ে ছোট ছোট করে ভাঁজ করে খুবই সুন্দর ভাবে প্রদীপের আগুন তৈরি করে নিলাম।

20221106_190325.jpg

20221106_190331.jpg

ধাপ 7️⃣

এভাবেই আমি রঙিন কাগজ দিয়ে প্রদীপ তৈরি শেষ করলাম। আশা করি আপনাদের কাছে রঙিন কাগজের তৈরি প্রদীপ ভালো লাগবে।

20221106_191237.jpg

20221106_191237.jpg

ফাইনাল আউটপুট

IMG20221117131813.jpg

IMG20221117131816.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীDIY
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনফেনী, বাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago (edited)

অনেক সুন্দর একটি ডাই পোস্ট করলেন আজকে ভাইয়া। রঙিন কাগজ দিয়ে অনেক কিছু বানাতে দেখেছি। আপনার মত এত সুন্দর ভাবে কোন প্রদীপ বানাতে আজও দেখিনি। আপনার উপস্থাপনাটাও ছিল অত্যন্ত সুন্দর। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

আমার ডাই পোস্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। এভাবে প্রতিনিয়ত পাশে থাকবেন অনেক ধন্যবাদ

 2 years ago 

আপনি প্রতি সপ্তাহে একটি ডাই পোস্ট শেয়ার করেন এটা খুব ভালো উদ্যোগ।এতে করে পোস্টের ভিন্নতা আসে আবার নিজের সৃজনশীলতা ও প্রকাশ পায়।আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি প্রদীপ তৈরি করেছেন ভাইয়া।আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

প্রতি সপ্তাহে একটি অথবা দুইটির ডাই পোস্ট করে থাকি। আপনাদের এত সুন্দর সাপোর্ট পেয়ে কাজের প্রতি আগ্রহ আরো অনেক বেড়েছে।

 2 years ago 

ভাইয়া আপনি পোস্টের ভিন্নতা আনতে প্রতি সপ্তাহে ডাই পোস্ট করেন। খুব ভাল লাগলো দেখে।আজও আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে প্রদীপ করে দেখালেন, অনেক ভাল হয়েছে।আপনি ধাপে ধাপে আমাদের মাঝে তা শেয়ার করলেন, এজন্য অনেক ধন্যবাদ আপনাকে। আর একটা কথা না বললেই নয়, আপনার হাতের পেছনের প্রকৃতির ছবিটাও বেশ ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি ড্রাই পোস্টগুলো ঘরের বাহিরে ছবি তুললে আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য প্রায় সময় বাহিরে ছবি তুলি। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনি ঠিক বলেছেন প্রতি সপ্তায় যদি ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করা যায় তাহলে দেখতে অনেক ভালো লাগে।পোস্টের মান অনেক গুণে বেড়ে যায়।রঙিন কাগজ দিয়ে তৈরি করা প্রদীপ দেখতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।

 2 years ago 

একদমই ঠিক আপু বিভিন্ন ধরনের পোস্ট করতে পারলে পোষ্টের গুণমতো মান অনেক বেড়ে যায়। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে প্রদীপ তৈরি করেছেন। এটা দেখতে অসাধারণ হয়েছে। নিচের কালারটা সবুজ হওয়ায় বেশি ফুটে উঠেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কালার কম্বিনেশন আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। আপনাদের সুন্দর মন্তব্য ফেলে কাজের আগ্রহ আরো অনেক বাড়ে। সময় দিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাজগুলো আসলেই অনেক ভালো লাগে।যেমন হয় ইউনিক তেমনই আকর্ষণীয়।
আর সাথে ফটোগ্রাফিও চমৎকার হয়।
ভালো থাকবেন,শুভ কামনা জানাই।

 2 years ago 

প্রিয় ভাই আপনি খুব চমৎকার একটি সুন্দর মন্তব্য করেছেন। আমার আজকের পোস্ট আপনার কাছে আকর্ষণীয় লেগেছে জেনে অনেক খুশি হলাম। এভাবে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

আমি নিজেও এটা মনে করি প্রতি সপ্তাহে ভেরিয়েশন ঠিক রাখার জন্য একেকবার একেক রকম পোস্ট করা। যেমন আপনি একটা ডাই পোস্ট করেছেন। অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি ডাই পোস্ট উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই। পোষ্টের ভেরিয়েশন ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের পোস্ট করা খুব গুরুত্বপূর্ণ। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

প্রতি সপ্তাহে ভিন্ন পোস্ট করার জন্য আপনি আজকে ডাই পোস্ট করলেন। এই পোস্টটি অনেক ভালো হয়েছে। প্রদিপটি দেখতে অনেক সুন্দর লাগছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রতি সপ্তাহের আমার সবগুলো পোস্ট আপনি দেখেন এর জন্য খুবই আনন্দিত। এভাবে সব সময় পাশে থাকবেন। অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যা কিছুই তৈরি করা হোক না কেন দেখতে ভালো লাগে। আপনার তৈরি করা রঙিন কাগজের প্রদীপটি অনেক সুন্দর হয়েছে। সুন্দরভাবে রঙিন কাগজের তৈরি প্রদীপের প্রতিটি ধাপ তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমি খুব সুন্দর ভাবে প্রতিটা ধাপ এবং প্রদীপ তৈরি করতে পেরেছি এটি বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সব সময় আপনার মন্তব্য আমার ভীষণ ভালো লাগে। প্রতিনিয়ত আপনার মন্তব্য ফেলে অনেক আনন্দিত হই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68156.06
ETH 3517.56
USDT 1.00
SBD 2.81