স্বরচিত কবিতা: বৃষ্টি ভেজা দিনেsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB ১৯-৬-২৩ সোমবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


2023-02-19-22-29-14-726.jpg

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে কিছু কিছু মুহূর্ত গল্প হয়ে থাকে। পুরো গল্পটাকে যখন একটি কবিতাতে রূপ দেওয়া হয় তখন আরো বেশি ভালো লাগে। তেমনি ছোট একটি মুহূর্ত টা গল্পের মাধ্যমে তুলে ধরেছে। বৃষ্টির মৌসুমে আমি বাদাম খেতে খুব ভালোবাসি। যখন বৃষ্টি হয় তখন আমি সবসময় বাদাম খাওয়ার চেষ্টা করি। আমাদের জানালার পাশে বসে আমি আর সোনিয়া বৃষ্টির সময় বাদাম খেয়ে থাকি। তখনকার সময়টা খুবই মজার চলে কাটে। সেই মুহূর্তটাকে কেন্দ্র করে আজ আমি খুব অসাধারণ একটি কবিতা লেখার চেষ্টা করেছি। আমি আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

স্বরচিত কবিতা: বৃষ্টি ভেজা দিনে


বৃষ্টি ভেজা দিনে
তোমাকে নিয়ে
বাদাম খাওয়ার মুহূর্তটা
বারবার মনে পড়ে।

এখন যখন বৃষ্টি হচ্ছে
বাদাম খেতে ইচ্ছে করছে
যখন ডেকে বলি তোমায়,
বললে বাদাম কি আর আছে।

প্রিয়তমার কথা শুনে
ছ্যাকা খেলো মনটা
বলে উঠলাম গিয়ে আনো
বিস্কুট হলেও আনো একটা।

মুড়ি আর বিস্কিট খেতে
কার না ভালো লাগে,
প্রিয় তোমার সাথে বকবক করে
খেতে খুবই ভালো লাগে।।

বৃষ্টি ভেজা দিনটায়
একা থাকতে নাহি চায়
পাশে থাকলে তুমি
আনন্দে কাটে মুহূর্তটা।

বৃষ্টির সময় হঠাৎ করে
মেয়েটা আসলো চলে
আনন্দঘন মুহূর্তটা
দিল বরবাদ করে।

আমার হাতের মুড়িগুলো
দিয়েছিল ফেলে
সুন্দর এই মুহূর্তটা
মেয়েটা দিল বরবাদ করে।

মেয়েটাকে দিলাম কাতুকুতু
মেয়েটি দিয়েছিল হেসে
বাকিটা সময় কাটিয়েছি
শুধু মেয়েটাকে নিয়ে।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আহা ভাইয়া আজকের ওয়েদার টা খুব সুন্দর কবিতাটা মিলে গেছে ওয়াদারের সাথে।ইচ্ছে করছে আমিও এখন বাদাম ভাজা খাই আর জানালা দিয়ে বৃষ্টি দেখি।বৃষ্টির দিনে খুব মনে পড়ে প্রিয়জনকে। ধন্যবাদ ভাইয়া রোমান্টিক এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বৃষ্টির সময় বাদাম ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে আপু। আর একটি গল্পকে কবিতা রূপান্তর করলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বৃষ্টি ভেজা দিনটায়
একা থাকতে নাহি চায়
পাশে থাকলে তুমি
আনন্দে কাটে মুহূর্তটা।

বৃষ্টি ভেজা দিনের অনুভূতি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।
বৃষ্টি ভেজা দিন আমারও খুব ভালো লাগে।
বিশেষ করে বেশি করে ঝাল দিয়ে মুড়ি মাখিয়ে বাড়ির সবাই একসাথে বসে খাওয়া আর আড্ডা দেওয়া।
আর ম্যাচে থাকতে তো বন্ধুদের সাথে প্রতিনিয়তই বৃষ্টির দিনে সবাই একত্র হয়ে সুন্দর সময় অতিবাহিত করতাম।
বৃষ্টি হলে ভাবির সাথে আপনি অনেক সুন্দর সময় পার করেন জানতে পেরে খুবই ভালো লাগলো।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাই বৃষ্টি হলে মুহূর্তটা খুবই সুন্দর কাটাতে পারি। আর মুড়ি মাখা খেতেও আমি খুব পছন্দ করি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

সেভাবে বৃষ্টি যে কতদিন হয়নি ভাই সেটা মনেই নেই। বৃষ্টির দিনগুলো যে কত মধুময় হয় সেটা অনেক আগে বুঝেছি। যে সময় বর্ষার সময় শুধু পানি হতো। হোক আপনি বৃষ্টি ভেজা দিনে খুবই সুন্দর একটি কবিতা রচনা করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে খুব ভালো লেগেছে। আপনি খুবই চমৎকারভাবে কবিতার প্রত্যেকটা লাইন তুলে ধরেছেন। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেষ্টা করেছি কবিতা প্রত্যেকটি লাইন খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য। এখন থেকেও রোমান্টিক কবিতা লেখার চেষ্টা করব ভাই। মন্তব্য করার জন্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

বৃষ্টির দিনে সবাই দেখছি বৃষ্টি নিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখছে। ইস আমিও যদি এরকম একটি কবিতা লিখতে পারতাম । তাছাড়া বৃষ্টির দিনে জানালার পাশে বসে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। আপনারা দুজন বেশ রোমান্টিক মুহূর্ত পার করেছেন বোঝা যাচ্ছে। তাছাড়া আপনার কবিতাটিও খুব চমৎকার হয়েছে।

 2 years ago 

হ্যাঁ আজ আমি খুব রোমান্টিক একটি কবিতা শেয়ার করেছি আপনাদের মাঝে। আপনাদের সবার এত ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম আপু। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসাধারণ কবিতা লিখেছেন, আপনার কবিতা পড়ে খুবি ভালো লেগেছে আমার। এতো সুন্দর ভাষায় কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।

বৃষ্টি ভেজা দিনটায়
একা থাকতে নাহি চায়
পাশে থাকলে তুমি
আনন্দে কাটে মুহূর্তটা।

বৃষ্টির সময় হঠাৎ করে
মেয়েটা আসলো চলে
আনন্দঘন মুহূর্তটা
দিল বরবাদ করে।

 2 years ago 

মাঝে মাঝে মজার সময়টা মেয়েটা একদমই বরবাদ করে দেয়। সেজন্য এই লাইন লিখেছি। ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই কি সুন্দর একখানা কবিতা লিখেছেন ৷ এটা সত্যি যে ঝুম বৃষ্টি আর বাদাম ভাজা আহা দারুন অনুভুতি ৷ তবে প্রিয় মানুষের সাথে একসাথে বসে খাওয়ার আনন্দ টাই অন্যরকম ৷ ভালো লাগলো এমন সুন্দর একটি কবিতা পড়ে ৷

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাই প্রিয় মানুষটার পাশে থাকলে দুনিয়ার সবকিছু সুন্দর। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার স্বরচিত কবিতা "বৃষ্টি ভেজা দিনে" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে বৃষ্টির দিনে বাদাম, মুড়ি ও বিস্কুট খেতে খুবই ভালো লাগে। আপনার এই কবিতার মাধ্যমে দারুন অনুভূতি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। খুবই সুন্দর একটি কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কবিতাটি আপনার কাছে সুন্দর লেগেছে জেনে অনেক বেশি ভালো লাগলো ভাইয়া। মাঝে মাঝে রোমান্টিক কবিতা লিখতে ভীষণ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

বৃষ্টির দিনে এমন সময় কাটাতে কিন্তু খুবই লাগে।বৃষ্টির দিনে ভাজাপোড়া,বাদাম ভাজা, বুট ভাজা খেতেও খুব ভালো লাগে।সেদিন মনে হয় সোনিয়া আপু ছিলনা,তাই আপনি এই কবিতাটি লিখেছেন।খুবই সুন্দর হয়েছে কবিতাটি ভাইয়া।

 2 years ago 

মাঝে মাঝে আমরা দুজনে বসে এভাবে বাদাম ভাজা খাই। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile


Congratulations...!!! Your Post Selected Got Upvote %
By: Urdu Community curated by @yousafharoonkhan


Join our steemit Facebook page steemit community to promote the steemit all over the world, and keep continue your quality writing content on steemit


image.png

Subscribe URDU COMMUNITY

Quick Delegation Links

50SP100SP150SP200SP500SP1000SP1500SP2000SP

Our mission to promote Steemit in Urdu Community to all over the world
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On

Join our steemit Facebook page steemit community

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 115518.28
ETH 4524.93
SBD 0.86