lifestyle:- চট্টগ্রামে শবে কদর পালন।

in আমার বাংলা ব্লগlast month

ABB 14 এপ্রিল ২০২৪ রবিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। প্রত্যেক বছর শবে কদর পালন করতে চট্টগ্রাম শহরে চলে যাই। চট্টগ্রাম শবে কদর পালন করতে অনেক বেশি ভালো লাগে। যার কারণে শবে বরাত এবং শবে কদর পালন করতে চট্টগ্রাম যাই। মুসলিম জাতির প্রায় দিবস পালন করতে ঢাকা এবং চট্টগ্রাম যাওয়া হয় আমার।

20240406_181405.jpg

আমরা অনেকেই প্রত্যেক বছরই শবে কদর এবং শবে বরাত পালন করতে চট্টগ্রাম যাই। এই বিশেষ দিনটি পালন করার জন্য যখন জায়গায় যাই তখন অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে মহান ইমাম এবং সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামীর শাহ্ এর সাথে দেখা করতে যাই। অর্থাৎ সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামীর শাহ্ ২০২০ সালে ইসলামের গবেষক এর জন্য একুশে পদক পেয়েছিলেন। এছাড়াও কুরআনুল করিমের তাফসীর করেছিলেন। এশিয়া মহাদেশের মধ্যে এই প্রথম একজন আলেম কোরআনে তাফসীর করেছেন। আর তিনি হলেন সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামীর শাহ্ ।

20240407_011645.jpg

এছাড়াও অসংখ্য ইসলামের বই প্রস্তুত কিতাব লিখেছেন। যার কারনে সরকারিভাবে তাকে একুশে প্রদক প্রদান করেছিলেন। রাষ্ট্রীয়ভাবে ইসলামের গবেষণায় এই প্রথম একুশের পদক দিয়েছিলেন তাকে। এছাড়াও শবে কদরেই তার আগমন দিবস। শবে কদরের দিন তার ১১০ বছর বয়স হয়েছিল। এছাড়াও ইসলামের কাজে সারা বিশ্বে ইসলাম প্রচার করেন।

20240407_011627.jpg

বিশেষ করে তার সাথে দেখা করতে আমরা চট্টগ্রাম যাই। সেখানেই সবে কদরের নামাজ ইফতার এবং সেহেরী করে থাকি। ঈদের জন্য অনেক বেশি উদযাপন করা হয়। এবং চট্টগ্রাম থেকেই ঈদের শপিং করা হয় প্রায় সময়। শবে কদরের যাওয়ার পর চট্টগ্রাম আগ্রাবাদ থেকেই দুটি পাঞ্জাবী কিনেছিলাম। একটা সময় প্রত্যেক বছরে চট্টগ্রাম থেকে শপিং করা হতো। সেখান থেকে বিশেষ করে পাঞ্জাবি কিনলে আমার অনেক বেশি ভালো লাগে।

20240406_180810.jpg

চট্টগ্রাম কয়েকটি মার্কেট রয়েছে আমার খুবই প্রিয়। সেগুলো থেকে কেনা হয়। আমরা প্রথমত একটি গাড়ি নিয়ে গিয়েছিলাম। একটি গাড়ি নিয়ে আমরা পার্সোনালি গিয়েছিলাম। আমাদের জেলা থেকে অসংখ্য মানুষ যায় সেখানে। বিশেষ করে উনার সাথে ইফতার এবং সেহেরী করেছিলাম এবং নামাজ পড়েছিলাম। বিশেষ করে ইফতারগুলো অনেক বেশি ভালো ছিল। ওখানকার খাবার আমার অনেক বেশি পছন্দের।

20240406_180737.jpg

শুধু আমার নয় আমার পরিবারসহ যারা যায় সেখানে তারা অনেক বেশি পছন্দ করে। কিন্তু এ বছর পরিবারের অন্য কাউকে নিয়ে নাই। আমার পরিবার থেকে আমি এবং আমার ছোট ভাই গিয়েছিলাম। কিন্তু সবাইকে নিয়ে যেতে পারলে অনেক বেশি ভালো লাগতো। আসলে এই দিন কুরআনুল করিম নাজিল হয়েছিল। সেজন্য এ দিনটিকে আমরা স্পেশালভাবে পালন করি। কোরআন হাদিসে রয়েছে এই দিন দোয়া করলে নাকি দোয়া কবুল হয়।

20240406_180735.jpg

এজন্য আমরা পুরো রাত দোয়া করার চেষ্টা করি। নিজের জন্য আত্মীয়-স্বজন এবং রাষ্ট্রের বিশ্বের সবার জন্য দোয়া করা হয়। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য সবাই দোয়া করেছিল ওদের। রমজান মাস আসলেই যেন ফিলিস্তিনের উপর সন্ত্রাসী হামলা করা হয় প্রতিনিয়ত। এখানকার মুসলমান ভাই বোন অনেক কষ্ট করতেছেন। মায়ের সামনে সন্তানকে হত্যা করতেছে। এবং সন্তানের সামনে মাকে হত্যা করতেছে। এই নির্মল কর্মকাণ্ড যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়।

20240406_180338.jpg

ফিলিস্তিনের ভাইবোন সহ সবাই পৃথিবীর সবাই যেন ভালো থাকে সেই দোয়া করা হয়েছে। এরপর সবাইকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেছিলাম। শহরে ঘুরাঘুরি করার আনন্দ অনেক বেশি। ঘুরাঘুরি শেষ করে আসি এবং সবাইকে নিয়ে ইবাদত করি। এরপর সালাতু সালাম এবং সেহেরী খাওয়া হয়। সবাই একসাথে বসে সেহরি খাওয়ার এই আনন্দটা ও আমার অনেক বেশি ভালো লাগে। ইফতার এবং সেহরির সময়টা সবচেয়ে বেশি ভালো লাগে।

20240406_180331.jpg

আমরা যারা মুসলিম রয়েছি আমরা সবাই শবে কদর পালন করে থাকি। অর্থাৎ সারারাত ইবাদত বন্দেগী করে থাকি। এবং দুনিয়ার সবার জন্য দোয়া করে থাকি। আশা করি আজকের এই মুহূর্তটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। এবং আমার সাথে আপনারা সবাই দুনিয়ার সকল মানুষের জন্য দোয়া করবেন। আগামীকাল আরো সুন্দর কোন পোস্ট নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ ইয়া রাসুল আল্লাহ।

20240406_175658.jpg

20240406_175449.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীLifestyle
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last month 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া রমজান মাস রহমতের মাস। আসলে এই মাসে বেশি বেশি দোয়া করলে সেই দোয়া কবুল হয় অনেক। আপনি শবে কদর পালন করার জন্য চট্টগ্রামে গিয়েছেন জেনে অনেক ভালো লাগলো।সত্যি ফিলিস্তিনরা অনেক কষ্টে জীবন পার করছে।আল্লাহ সবাইকে রমজান মাসে হেদায়েত করার তৌফিক দান করুন আমিন।

 last month 

হ্যাঁ এই মাসে দোয়া করলে দোয়া কবুল হয়। আমিন।

 last month 

মাশাআল্লাহ ‌। ভাইয়া আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আসলে ভাইয়া শবে কদরের রাত হচ্ছে ১০০০ মাসের চেয়ে উত্তম একটি দিন। এই শবে কদরের রাতে মুসলমানরা সবাই ইবাদতে মশগুল থাকে। তবে আপনি দেখছি এই শবে কদর চট্রগ্রামে পালন করলেন। এতে করে সেখানে হাদিসের কথা শুনলেন এবং খুবই সুন্দর কয়েকটা ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last month 

হ্যাঁ ভাই শবে কদরের রাত অনেক মাসের চেয়েও উত্তম দিন।

 last month 

শবে কদর মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। দোয়া কবুল হওয়ার দিন শবে কদর। এই শবে কদরে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। আপনি শবে কদর পালন করার জন্য চট্টগ্রাম গিয়েছেন জেনে ভালো লাগলো এবং ওখানে ফিলিস্তিনিদের জন্য সবাই দোয়া করেছেন। আসলে ফিলিস্তিনের অনেক কষ্টে জীবন পার করছে। আল্লাহপাক তাদের এই কষ্টের জীবন থেকে মুক্ত করে দিক। সুন্দর একটি পোস্ট আপনি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last month 

হ্যাঁ তারা অনেক কষ্টে জীবন পার করছে তাদের জন্য দোয়া করেছি।

 last month 

চট্টগ্রামে গিয়ে শবে কদর পালন করার মুহূর্তটা তুমি আজকে অনেক সুন্দর করে সবার মাঝে তুলে ধরেছো। আমার কাছেও অনেক বেশি ভালো লাগে এই ধরনের প্রোগ্রামগুলোতে যেতে। ফিলিস্তানরা আসলে অনেক কষ্ট করে জীবন পার করতেছে। আর তাদের জন্য আমিও সব সময় দোয়া করি। সেখানে ইফতার সেহেরী খেয়েছো। আর নামাজ আদায় করে খুব ভালো মুহূর্ত অতিবাহিত করেছো। এত সুন্দর একটা মুহূর্ত তুমি সবার মাঝে তুলে ধরেছে দেখেই আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাটানো সুন্দর মুহূর্তটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month (edited)

চেষ্টা করলাম চট্টগ্রামে শবে কদর পালন করার মুহূর্তটা সবার মাঝে শেয়ার করার জন্য।

 last month 

চট্টগ্রাম গিয়ে শবে কদর পালন করেছেন এবং সেখানেই ইফতার সেহরি করেছেন,এটা দেখে ভীষণ ভালো লাগলো ভাই। এই মুহূর্ত গুলো আসলেই অনেক স্পেশাল হয়ে থাকে। কারণ এসব জায়গায় গেলে ইসলামিক অনেক কিছু জানা যায়। তাছাড়া চট্টগ্রামের আগ্রাবাদ থেকে দুটি পাঞ্জাবিও কিনেছেন দেখছি। সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন ভাই। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

চট্টগ্রাম থেকে কেনাকাটা করতে খুব ভালো লাগে। তাই চট্টগ্রামের আগ্রাবাদ থেকে দুইটা পাঞ্জাবি কিনলাম।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 70979.31
ETH 3711.36
USDT 1.00
SBD 3.79