সম্পর্ক

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


2023-01-12-08-56-21-691.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজকের ব্লগে আমি এই সম্পর্ক নিয়ে কিছু কথা বলব। যেতে মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আশা করি আজকের ব্লগ পড়লে অনেক ভালো লাগবে।

আমাদের জীবনের সবচেয়ে পরিচিত একটি শব্দ হলো সম্পর্ক। সম্পর্ক সবকিছুর সাথে হতে পারে। আমি চাইলে যে কোন মানুষের সাথে যেমনে সম্পর্ক করতে পারি, তেমনি পশুপাখি জীবজন্তু গাছপালা সবকিছুর সাথে সম্পর্ক করতে পারি। সম্পর্ক করতে অনেক কিছু পোহাতে হয়। সম্পর্ক ঘোড়ানোর জন্য সবচেয়ে বড় হাতিয়ার হল আন্তরিকতা আর ভালোবাসা। যেকোনো বস্তুকে যদি আপনি আন্তরিকতা আর ভালবাসা দিতে পারেন তাহলে অবশ্যই সে বস্তুর সাথে আপনার সম্পর্ক হবে। একেক জনের সম্পর্ক একেক ভাবে ঘড়ে।

সম্পর্ক করার জন্য অনেক কিছুই না করতে হয়। বিশেষ করে তাকে প্রচুর পরিমাণে সময় দিতে হয়। আন্তরিকতা দিতে হয় ভালোবাসা দিতে হয়। প্রয়োজনে তাদের পিছনে টাকা খরচ করতে হয়। যেমন ভাবে ধরুন একটা বন্ধুর সাথে আপনার দেখা হল। তার সাথে দুষ্টামি করতে করতে তার প্রতি আপনার আপনার প্রতি তার আন্তরিকতা বেড়ে গেল। ধীরে ধীরে ফোনে কথা বলতেন দেখা করতেন তার পরিবারের দেখাশোনা করতেন। বসে বসে সারাক্ষণ আড্ডা দিতেন। এভাবেই একটা বন্ধুর সাথে সম্পর্ক হয়। এমনিতে ই এত পশু পাখির সাথে ও আপনার সম্পর্ক হতে পারে। ছোটবেলায় কুকুর পোষতে আমি খুব ভালবাসতাম। সারাক্ষণ কুকুরের যত্ন নেওয়া দেখাশোনা করা সময়মতো খাওয়ার দেওয়া সহ সবকিছু করতাম। পরে দেখি কুকুরটা আমাকে খুবই ভালোবাসতো। সারাক্ষণ আমার পাশেই বসে থাকতো। এটা হল কুকুরের প্রতি আমার সম্পর্ক।

এভাবে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সব কিছুর সাথে সম্পর্ক গড়ে ওঠে। অনেক বছর যাবত এই সম্পর্ক টিকিয়ে থাকে। যতক্ষণ না একজন অপরজনের প্রতি আন্তরিকতা ভালোবাসা না কমে। যদি একদিন দেখা যায় ছোট একটি বিষয় নিয়ে একজন একজনের প্রতি ভালোবাসা আন্তরিকতা কমে গেল। তখনই সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা হয়। আর শতভাগের মধ্যে ৭০ থেকে ৮০ ভাগ সম্পর্ক নষ্ট হয়ে যায়। দুই পক্ষ সম্পর্ক নষ্ট করে ফেলে।

কিন্তু দুই পক্ষের এক পক্ষ যদি চায় যে আমি সম্পর্ক নষ্ট করতে চাই না। আমি সমাধান চাই সম্পর্কটা সারা জীবন থাকুক আমাদের। তাহলে কোন সম্পর্কই পৃথিবীতে নষ্ট হবে না। যদি গোড়ামি না থাকে। আর আমার কথা হল পৃথিবীতে সম্পর্ক করতে অনেক সময় শ্রম সহ অনেক কিছুই দিতে হয়। কিন্তু কোনভাবেই যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে একদমই শেষ। এজন্য সবার সাথে বর্তমানে আমি সম্পর্ক নষ্ট করতে চাই না। রাগ অভিমান থাকতে পারে, সেদিন ভেতরের উপলব্ধির বিষয়। কিন্তু উপর দিয়ে অনেক দূরের বন্ধু-বান্ধব কেউ দেখলে কথা বলে। যদি পথে ঘাটে দেখা হলে কথা ও না বলি তাহলে এই সম্পর্কটাও টিকে থাকে না।

অতীতের আমার একজন বন্ধুর সাথে যদি হঠাৎ দেখা হয়, আর আমি যদি তাকে ইগনোর করে পাশ দিয়ে চলে যায় তাহলে, পরের কোনদিন আবার দেখা হলে সেও আমার সাথে আর কথা বলার মানসিকতা রাখবে না। ছোট করে একটু হাসি দিয়ে যদি সবার সাথে সম্পর্কটা টিকিয়ে থাকে তাহলে কখনো শত্রুতা হবে না। এজন্য আমি সবসময় বলি সম্পর্ক নষ্ট হওয়া এক বিষয়ে কিন্তু সেখানে যদি শত্রুতা হয় তাহলে সমস্যা। সম্পর্ক টিকিয়ে থাকলে আমার বিপদে বা তার বিপদে, অথবা একজন একজনের বিপদে আসতে পারে। কিন্তু যদি শত্রুতা হয় তাহলে ক্ষতি করার মানসিকতা থাকবে। আর সেটা একদমই কাম্য নয়।

এজন্য আমার বাংলা ব্লগ পরিবারের সকল মেম্বারকে বলবো। কখনো সম্পর্ক নষ্ট করবেন না। যদি তাকে ভালো না লাগে তাহলে দূরে থাকুন। এরপরেও সম্পর্ক নষ্ট করা একদমই ঠিক নয়। সম্পর্ক নষ্ট করা একদমই সহজ একটি বিষয়। কিন্তু টিকিয়ে রাখা অনেক কঠিন। এজন্য আমি সবাইকে বলব সব কিছুর সাথে সম্পর্ক রাখুন। জীবনের শত্রুর সংখ্যা বাড়ানো উচিত নয়। ভালোবাসা আন্তরিকতা আর সম্পর্ক টিকিয়ে রাখুন। আর সব সময় পজেটিভ চিন্তা করুন। একটা নেগেটিভ চিন্তা, শত কোটি নেগেটিভ চিন্তাকে জন্ম দেয়। আর নেগেটিভ চিন্তার জন্যই সম্পর্ক নষ্ট হয়।

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনি সত্যি কথা বলেছেন ভাই সম্পর্ক জিনিসটা এমন একটা জিনিস যা যে কোন জিনিসের সাথে হতে পারে। আর এই সম্পর্ক স্থাপন করাটা অনেক কঠিন ব্যাপার। আর সম্পর্ক স্থাপন করার পর সেটা টিকে রাখা আরো কঠিন ব্যাপার।সম্পর্ক টিকে রাখার জন্য প্রত্যেকটা মানুষকে আপনার মন জুগিয়ে চলতে হবে। তাদের ভালো-মন্দ খোঁজখবর নিতে হবে।সবচেয়ে বড় কথা আপনার আত্মীয় স্বজন এবং আপনার কাছের মানুষের সময় দিতে হবে। অনেক সময়,নিজের কাছের মানুষ সময় না দেয়ার কারণে পর হয়ে যায়। তাদের বাস্তবতা সমাজে অহরহ দেখা যাচ্ছে।নিজের রক্তের সম্পর্ক লোকজন এখন দূরে সরে যাচ্ছে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই সম্পর্ক টিকিয়ে রাখা আরো অনেক কঠিন। কিন্তু আমার দৃষ্টিতে সম্পর্ক টিকিয়ে রাখা খুবই প্রয়োজন। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ার পরে বুঝতে পারলাম অনেক সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। যে ব্যক্তি আপনার পোস্ট একটু মনোযোগ সহকারে পড়বে সে অবশ্যই আপনজনের প্রতি বেশ সুন্দর একটা সম্পর্ক স্থাপন করতে শিখবে। এবং এ বিষয়ে সচেতন হবে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আমি এই বিষয়টা এই তুলে ধরার চেষ্টা করেছি। আপন জনের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা খুবই প্রয়োজন। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য কে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন, বর্তমানে সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। সম্পর্ক তৈরি করতে যেমন আন্তরিকতা ভালোবাসার প্রয়োজন। তেমনি একটি নেগেটিভ চিন্তা শত শত নেগেটিভ চিন্তা কে জন্ম দেয়। আর নেগেটিভ চিন্তা করার কারণেই, আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়। এটিও ঠিক সম্পর্ক নষ্ট হওয়া আর শত্রুতা দুটো দুই বিষয়। সম্পর্ক নষ্ট না করে টিকিয়ে রাখাটাই ভালো। আজকের পোস্ট আমার ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

যদি সব সময় পজিটিভ চিন্তা করা যায় তাহলে সম্পর্ক টিকিয়ে রাখা খুবই সহজ। সবাইকে যদি শত্রুতার অ্যাঙ্গেলে না দেখা হয় ভালোবাসার অ্যাঙ্গেলে দেখা হয় তাহলে খুবই সহজ বিষয়। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কথাগুলো বেশ সুন্দর লিখছেন।কথায় আছে কাছে থাকলে মায়া দূরে গেলে ছায়া।তাই সম্পক টিকিয়ে রাখার জন্য একজন কেনো একজনক কম্প্রোমাইজ করতে হয়। ইগোটাকে দূর করতে হয়।

অবশ্যই খেয়ে বস্তুর সাথে আপনার সম্পর্ক হবে। জনের সম্পর্ক একেক ভাবে ঘড়ে।

কথাগুলো ভাইয়া ঠিক করে নিয়েন। ধন্যবাদ

 2 years ago 

ভুল ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মানুষের সম্পর্ক নষ্ট করার জন্য ইগোটা এই যথেষ্ট।

 2 years ago 

ঠিক বলছেন সম্পর্ক এমন একটা জিনিস দুই পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে।কিন্তু সামান্য ভুলের কারণে যদি দুই জনই অভিমান করে তাহলে সে সম্পর্ক টিকে রাখা অনেক কষ্ট হয়ে যায়।আপনি ঠিক বলছেন যদি একজন রাগান্বিত হয় অন্যজন যদি ধৈর্য ধরেন তাহলে সে সম্পর্ক অনেক মজবুত হয়।এভাবে আমাদের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একজনকে শক্ত হতে হয়।অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি বিষয় নিয়ে আপনি আমাদের সাথে খুব সুন্দর করে আলোচনা করেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন আপু দুজনে যদি ভুল বুঝে তাহলে সম্পর্ক টিকিয়ে রাখা কোনদিনও সম্ভব না। একজন টাকা নিতে হলে অন্যজন ধৈর্য ধরতে হবে তাহলে সম্পর্ক মজবুত। আপনার এই লাইনগুলো আমার ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

আসসালামু আলাইকুম ভাইয়া। আশাকরি ভাল আছেন। আপনি আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ব্লগ শেয়ার করেছেন আমাদের মাঝে তা হচ্ছে সম্পর্ক। আপনি ঠিক বলেছেন সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন, নষ্ট করা সহজ।দুজনের রাগ থাকলে হবে না। একজনের আন্তরিক হতে হয়।খুব ভাল লাগলো পড়ে। অনেক ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য। অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

একদমই আপু সম্পর্ক টিকে রাখা খুবই কঠিন কিন্তু সম্পর্ক নষ্ট করা একেবারে সহজ। পোস্ট পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম

 2 years ago 

খুবই সুন্দর একটি টপিক নিয়ে ব্লগ তৈরি করেছেন। সম্পর্ক টিকে রাখা আজকাল অনেক কঠিন হয়ে পড়েছে। ছোটখাটো বিষয় নিয়ে আজকাল সম্পর্ক নষ্ট হচ্ছে। নেগেটিভ চিন্তায় একটি সম্পর্ক নষ্ট করে দেয়। অনেক সময় কাছের মানুষও শত্রুতে পরিণত হয়। তাই আমাদের উচিত সবার প্রতি আন্তরিকতা বাড়ানো এবং সবার খোঁজ-খবর রেখে সম্পর্ক টিকে রাখা।

 2 years ago 

আমি সবসময় পজেটিভ চিন্তা করার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে নেগেটিভ মাথায় চলে আসে। পজেটিভ চিন্তা করলে তাহলে কখনোই সম্পর্ক নষ্ট হবে না।

 2 years ago 

এখন তো সম্পর্ক সবাই টিকিয়ে রাখতে পারে না। অনেকেই আছে যে কোন কারণেই খুঁদ ধরে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে। আপনি ঠিকই বলেছেন বর্তমানে সম্পর্ক টিকিয়ে রাখা খুবই কঠিন। এটা কিন্তু একেবারেই সত্যি আমরা বিভিন্ন জিনিসের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি। কিন্তু সে সম্পর্ক গড়ার জন্য আন্তরিকতা এবং ভালোবাসা প্রয়োজন। একটি মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে হলে তার সাথে অনেক সময় এবং তাকে আন্তরিকতা এবং ভালোবাসা দিতে হবে। কয়েকদিন কারো সাথে মিশতে মিশতে বেশ ভালই সম্পর্ক হয়ে যায়। এখন তো দূরের মানুষগুলো কাছে চলে আসে আর কাছের মানুষগুলো চায় দূরে সরে যেতে। সম্পর্ক এভাবে নষ্ট না করে টিকিয়ে রাখাই ভালো।

 2 years ago 

আন্তরিকতা ও ভালোবাসা যদি থাকে তাহলে সম্পর্ক খুবই মজবুত হয়। আর মূল বিষয় হলো পজেটিভ চিন্তা করা। খারাপ বিষয়গুলোকে দূরে ঠেলে দিয়ে ভালো বিষয়গুলোকে যদি হাইলাইটস করা যায় তাহলে সম্পর্ক খুব ভালো থাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43