কাগজ দিয়ে তৈরি ফুলের নকশা ডিজাইন।

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা ❣️❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে।পোস্ট টি হলো একটি ডাই প্রজেক্ট।

আমি আর্ট করতে, রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে,ফটোগ্রাফি করতে ও রান্না করতে খুবই ভালোবাসি। তবে সময়ের অভাবে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করা হয়না। যদি ওই ফুলগুলো তৈরি করতে তেমন একটা সময়ের প্রয়োজন হয় না কিন্তু খুবই সতর্কতার সাথে ভাঁজগুলো দিতে হয় এবং কাটিং সম্পন্ন করতে হয়। যাইহোক আজকে আমি আপনাদের মাঝে যে কাজটি শেয়ার করবো তা হলো রঙিন কাগজ দিয়ে ফুলের নকশা ডিজাইন তৈরি

এই ফুলের ডিজাইনগুলো আগে বিয়ের অনুষ্ঠানে একটু বেশি দেখা যেত। কিন্তু এগুলো ঘরে সাজিয়েও রাখা যায়। আমার তৈরি করা ফুলগুলো আমার স্টুডেন্টরা নিয়ে যায় 🥹। যাই হোক আশা করি আপনাদের কাছে আমার ডাই প্রজেক্ট টি ভালো লাগবে। আমি নিচে এটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক

ফুলের ডিজাইনটির ফাইনাল লুক

GridArt_20230714_101905508.jpg

GridArt_20230714_101835487.jpg

GridArt_20230714_102005525.jpg

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️
  • রঙ্গিন কাগজ
  • আঠা
  • কাঁচি

GridArt_20230714_101813893.jpg

প্রথম ধাপঃ
  • প্রথমে আমি কাগজটিকে কেটে বর্গাকার করে নিলাম। ‌ তারপর কাগজটির মাঝখানে একটি ভাঁজ বরাবর করে দিয়ে দিলাম। কোন অংশ যেন বাহিরে বের হয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

GridArt_20230714_101519884.jpg

দ্বিতীয় ধাপঃ
  • এখন কাগজটির মাঝখানে আরেকটি ভাজ দিয়ে দিলাম। তারপর দুইপাশ থেকে দুই অংশ এনে আবার ভাজ দিয়ে দিলাম।( নিচের ছবির মতো করে।)

GridArt_20230714_101539937.jpg

তৃতীয় ধাপঃ
  • তারপর ভাঁজ করা কাগজটির নিচের অংশ কেটে নিলাম ও ত্রিকোণ আকৃতির করে নিলাম। তারপর এরমধ্যে একটি ফুলের নকশার ডিজাইন একে নিলাম।

GridArt_20230714_101643318.jpg

চতুর্থ ধাপঃ
  • পেন্সিলের দাগ অনুযায়ী কাচের সাহায্যে আস্তে আস্তে খুব সতর্কতার সাথে কেটে নিলাম।

GridArt_20230714_101711465.jpg

সর্বশেষ ধাপ
  • তারপর আস্তে আস্তে সম্পূর্ণ ভাঁজ খুলে নিলাম, তৈরি হয়ে গেল কাগজের তৈরি নকশা ফুলের ডিজাইনটি। ‌

GridArt_20230714_101750658.jpg

GridArt_20230714_102033598.jpg

GridArt_20230714_101951091.jpg

GridArt_20230714_102020028.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার এই আর্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

অনেক সুন্দর হয় কাগজ দিয়ে কেটে যদি এরকম নকশাগুলো তৈরি করা হয়। আপনি সাদা কাগজ কেটে খুব সুন্দর করে এই নকশা টা তৈরি করেছেন। খুব সুন্দর হয়েছে আপনার তৈরি এই নকশাটা। এগুলো কাটার সময় যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে পুরো নকশাটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তখন দেখতেও ভালো লাগেনা। তাই সাবধানতা এবং ধৈর্যের সাথে এগুলো করা লাগে।

 last year 

ঠিক বলেছেন আপনি এগুলো কাটার সময় যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যায়। সাবধানতা অবলম্বন করে এগুলো তৈরি করতে হয় ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপনি। এধরনের নকশাগুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। নকশাগুলো তৈরি করতে একটু সহজ হলেও ভাজগুলো খুব সাবধানে দিতে হয়। নকশা তৈরি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি নকশা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

আপনার মন্তব্যটি পরিবেশ ভালো লাগবে । ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

কাগজ দিয়ে তৈরি ফুলের নকশা ডিজাইন জাস্ট অসাধারণ হয়েছে আপু। এই ধরনের নকশা গুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। তবে খুব সাবধানে করতে হয়। নয়তোবা একটু ভুলের কারণেই সম্পূর্ণ নকশাটি নষ্ট হয়ে যেতে পারে। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে নকশাটি তৈরি করেছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

সামান্য একটু ভুলের জন্য এই ফুলের নকশা ডিজাইনটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এর জন্য খুবই সতর্কতার সাথে কাটিং সম্পূর্ণ করতে হয়।

 last year 

ফুলের নকশা ডিজাইনটি দেখে খুব মুগ্ধ হয়েছি। এরকম ডিজাইন আমি খুব ভালোবাসি দেখতে। এই ধরনের কাজগুলোর মাধ্যমে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে। এটা কিন্তু সত্যি এরকম ডিজাইনগুলো বিভিন্ন রকম অনুষ্ঠানে দেখা যায়। ঘরের মধ্যে সাজিয়ে রাখলেও অনেক বেশি ভালো লাগে দেখতে। আপনার গুলো তো দেখছি আপনার স্টুডেন্টরা নিয়ে যায়। তবে যাই হোক অনেক সুন্দর হয়েছে এটা।

 last year 

এরকম ডিজাইন গুলো আমারও খুব ভালো লাগে আর এই ফুলগুলো বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যা আসলে দেখতে সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুলের নকশা ডিজাইন বানিয়েছেন। ফুলের নকশাগুলো বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। অল্প সময়ের মধ্যে বানানো যায় কিন্তু খুব সাবধানে ভাঁজ গুলো কাটতে হয়। ঠিক বলেছেন এই ফুল গুলো বিয়ের অনুষ্ঠানে এবং রেস্টুরেন্টে বেশি দেখা যায়। ও ঘরের দেয়ালে এই ফুলগুলো লাগালে দেখতে বেশ ভালোই লাগে। যে কেউ চেষ্টা করলে আপনার ফুলের এই ডিজাইন বানাতে পারবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ফুলের নকশার ডিজাইন আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 last year 

একদম ঠিক বলেছেন আপনি স্বল্প সময়ের মধ্যে এই আর্ট গুলোর সম্পন্ন করা যায়। আর খুবই সাবধানতার সাথে ভাঁজগুলো দিয়ে কাটিং করতে হয়। আর এগুলো বিয়ের অনুষ্ঠানে ও রেস্টুরেন্টেও দেখা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু গুছিয়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

কাগজ দিয়ে অনেক সুন্দর করে ফুলের নকশা ডিজাইন করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনিও ভালো থাকবেন শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আজ আপনার জন্য শিখে গেলাম নতুন একটি ফুল তৈরি করার কৌশল। যেখানে আপনি রঙিন কাগজের মাধ্যমে আমাদের মাঝে দারুন একটি ফুল তৈরি করে দেখাতে সক্ষম হয়েছেন। যা ছিল অতি মনোমুগ্ধকর।

 last year 

ভাইয়া ফুলটি সাদা কাগজ দিয়ে তৈরি করেছি। ফুলটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

 last year 

আপু আপনি প্রায়ই কাগজ দিয়ে ফুলের নকশা শেয়ার করেন।দেখতে ভীষণ ভালো লাগে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। দেখে নিলাম সহজ হয়ে গেলো।সুন্দর এই ফুলের নকশাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33