কাগজের তৈরি নকশা ফুলের ডিজাইন।

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা ❣️❣️

কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন। সকলের জন্য সুস্থতা কামনা করছি। শারীরিকভাবে অসুস্থ থাকার কারনো নিয়মটি কাজ চালিয়ে যেতে পারছিনা। যাইহোক আজকে একটি কাগজের ফুলে নকশা ডিজাইন তৈরি করেছি। । এই ডিজাইন গুলো সহজেই তৈরি করা সম্ভব। শুধু ভাঁজ ও কাটিং পারফেক্ট ভাবে হতে হবে। এই ডিজাইন গুলো সাধারণত বিৈ বা যেকোনো অনুষ্ঠানে দেখা যায়। আশা করি আপনাদের কাছে আমার ডাই প্রজেক্ট টি ভালো লাগবে।

আমি নিচে এটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক।

GridArt_20230818_221301648.jpg

GridArt_20230818_221352253.jpg

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️
  • কাগজ
  • পেন্সিল
  • কাঁচি

20230807_191931.jpg

প্রথম ধাপঃ
  • প্রথমে কাগজটি কেটে বর্গাকৃতির করে নিলাম। নিচের ছবির মতো করে।

GridArt_20230818_220953863.jpg

দ্বিতীয় ধাপঃ
  • এখন মাঝখানে একটি ভাঁজ দিয়ে দিলাম ও আবার আরেকটি ভাঁজ দিয়ে ত্রিভুজ আকৃতির করে নিলাম।

GridArt_20230818_221018038.jpg

তৃতীয় ধাপঃ
  • এখন দুইপাশ থেকে আবারো দুইটি ভাঁজ দিয়ে দিলাম ও নিচের অবশিষ্ট অংশটি কেটে নিলাম।

GridArt_20230818_221109929.jpg

চতুর্থ ধাপঃ
  • কেটে নেওয়ার পর ডিজাইন করে সামান্য এঁকে নিলাম।

GridArt_20230818_221117390.jpg

পঞ্চম ধাপ
  • পেন্সিলের দাগের উপর কাঁচির সাহায্যে কেটে নিলাম।

GridArt_20230818_221208187.jpg

সর্বশেষ ধাপ
  • কেটে নেওয়ার পর আস্তে আস্তে ভাঁজগুলো খুলে নিলাম।

GridArt_20230818_221240602.jpg

ফুলের ডিজাইনটি এখন সম্পূর্ণ তৈরি।

GridArt_20230818_221319749.jpg

GridArt_20230818_221335851.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার এই আর্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য

Sort:  
 last year 

কাগজের তৈরি খুব সুন্দর একটি নকশা ফুলের ডিজাইন শেয়ার করেছেন। আপনার তৈরি করা কাগজের এরকম নকশা গুলো আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 11 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

কাগজের তৈরি নকশা ফুলের ডিজাইনটি অসম্ভব সুন্দর হয়েছে। কাগজ, পেন্সিল ও কাঁচি দিয়ে খুবই নিখুঁতভাবে নকশা ফুলের ডিজাইনটি করেছেন । খুবই চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে নকশা ফুলের ডিজাইনটি তৈরি করার ও প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে ভাইয়া এই অসাধারণ মন্তব্য করার জন্য। আসলে ভালো লাগে এই ফুল গুলো তৈরি করতে।

 last year 

ছোটবেলা আমি এরকম কাগজ কেটে কেটে ডিজাইন তৈরি করতাম, আপনি তো বেশ চমৎকার পেন্সিল দিয়ে ডিজাইন করেন তার ওপর দিয়ে কাচি চালিয়েছেন খুবই সুন্দর হয়েছে।

 11 months ago 

ছোটবেলায় আপনি এরকম কাগজ কেটে কেটে ডিজাইন তৈরি করতেন তাহলে এখনো কাজ দেখতে চাই। অপেক্ষায় রইলাম কিন্তু।

 last year 

সাদা কাগজ দিয়ে খুবই সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপনি। এ ধরনের কাগজের নকশা তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে খুবই সুন্দর লাগছে। নকশাটি তৈরি করার প্রতিটি ধাপ এত সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আসলেই কাজ গুলো দেখতে ভালে লাগে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে আপদের মাঝে উপস্থিত করতে ছেয়েছিলাম।

 last year 

কাগজের তৈরি নকশা গুলো আমার অনেক ভালো লাগে। আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি কাগজের নকশা তৈরি করে উপস্থাপন করেছেন। যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 11 months ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

প্রথমেই সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে খুব শীঘ্রই সুস্থতা দান করেন এবং আপনি খুব শীঘ্রই আবার আপনার কাজে যোগদান করতে পারেন এবং নিয়মিত ব্লগিং চালিয়ে যেতে পারেন ‌

তবে প্রথমে কাগজগুলোকে স্কেচ করার পর সেটি কেছে দিয়ে কেটে চমৎকার ফুলের নকশা করেছেন। বেস্ট ইউনিক এবং একদম নিখুঁত। বেশ ভালো লেগেছে ধন্যবাদ এত চমৎকার ক্রিয়েটিভিটির জন্য।

 11 months ago 

আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। ধন্যবাদ উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর নকশা তৈরি করেছেন। এই নকশা তৈরি করার উপস্থাপন দেখে আমার খুবই ভালো লাগলো। ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম।

 11 months ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। কাগজের নকশা তৈরি যেটা নিজের অনেক বড় একটি দক্ষতা। খুব সুন্দর ভাবে কেটে নকশাটি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া এই চমৎকার মন্তব্য করার জন্য।

 last year 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে কাগজের তৈরি ফুলের নকশার ডিজাইন শেয়ার করেছেন। আপনার তৈরি কাগজের নকশা দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। আসলে আমিও এই পোস্ট কিছুদিন আগে তৈরি করেছিলাম আসলে কাইচি দিয়ে কাগজ কাটতে হলে বেশ দক্ষ হতে হয়। আপনি তো দেখছি বেশ দক্ষতার সাথে কাগজ কেটে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে প্রতিটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

কাটিং এ দক্ষ হতে হয় অনেক।তবেই কাজ সুন্দর হয়।

 last year 

কাগজের তৈরি খুব সুন্দর একটি নকশা ফুলের ডিজাইন করেছেন অনেক সুন্দর হয়েছে আপনার কাজ টা গুছিয়ে আপনি ধাপ গুলো উপস্থাপন করেছেন শুভ কামনা রইল।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42