DIY-(এসো নিজে করি) রঙিন কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের জন্য ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা ❣️❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে।পোস্ট টি হলো একটি ডাই প্রজেক্ট।

আমি আর্ট করতে, রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে,ফটোগ্রাফি করতে ও রান্না করতে খুবই ভালোবাসি। তবে সময়ের অভাবে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করা হয়না। যাইহোক আজকে আমি আপনাদের মাঝে যে কাজটি শেয়ার করবো তা হলো রঙিন কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের জন্য ওয়ালমেট তৈরি। আশা করি আপনাদের কাছে আমার ডাই প্রজেক্ট টি ভালো লাগবে। আমি নিচে ফুল তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক

GridArt_20220822_183754034.jpg

GridArt_20220822_183633502.jpg

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️

  • রঙ্গিন কাগজ
  • আঠা
  • কালো মার্কার
  • কাঁচি

20220822_184735.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে কলমা কালার কাগজ পেঁচিয়ে লম্বা চারটি কাঠি তৈরি করলাম। তারপর ‌ পাইপ গুলোর চারপাশে আঠা লাগিয়ে একটি ঘর তৈরি করলাম।

GridArt_20220822_112645991.jpg

20220718_155929.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এখনো পাইপ গুলোর নিচে আঠার সাহায্যে একটি সাদা কাগজ লাগিয়ে নিলাম। ও ভিতরে ছোট ছোট কয়েকটি কাগজ লাগিয়ে নিলাম।

GridArt_20220822_114738900.jpg

তৃতীয় ধাপঃ

  • এখন নিচের ছবির মতো করে আরো কয়েকটি পাইপ লাগিয়ে নিলাম।

GridArt_20220822_173058207.jpg

তৃতীয় ধাপঃ

  • বেগুন রঙের কাগজ চার ভাঁজ করে নিয়ে ফুল তৈরি করলাম।

GridArt_20220822_172545354.jpg

পঞ্চম ধাপ

  • এভাবে দুটি ফুল তৈরি করে মাঝখানে সাদা বৃত্ত দিয়ে দিলাম।

GridArt_20220822_172628592.jpg

ষষ্ঠ ধাপ

  • এখন ফুলটি ওয়ালমেট এর একটি কোনে লাগিয়ে নিলাম।

20220728_224317.jpg

সর্বশেষ ধাপ

  • ভিতরে আমার বাংলা ব্লগ লিখে রঙিন কাগজের কয়েকটি টুকরো আঠার সাহায্য লাগিয়ে নিলাম।

GridArt_20220822_172901367.jpg

GridArt_20220822_183352125.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার এই আর্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য ❣️

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের বেশ চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। ওয়ালমেটটি কালারফুল হওয়াতে অনেক বেশি ভালো লাগছে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন পুরো পোস্টটি। আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে আমার বাংলা ব্লক কমিউনিটির প্রতি আপনার অনেক ভালোবাসা রয়েছে।

 2 years ago 

চমৎকার মন্তব্যটির জন্য ধন্যবাদ আপু। আশা করি সব সময় এমন সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার চেষ্টা করবেন ।
শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের জন্য ওয়ালমেট তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম আমার বাংলা ব্লগ আমাদের সবার ভালোবাসার জায়গায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

আমার এই কাজের মাধ্যমে আপনাকে মুগ্ধ করাতে পেরেছি শুনে আসলেই ভালো লাগছে ভাইয়া। আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।

 2 years ago 

বাহ আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি আমার বাংলা ব্লগের জন্য ওয়ালমেট বানিয়েছেন। খুবই সুন্দর হয়েছে এটি। এবং আমার বাংলা ব্লগ লিখেটিও দেখতে বেশ সুন্দর লাগছে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মতামতটি প্রকাশ করে পাশে থাকার জন্য।
আপনার মন্তব্যটি বেশ ভালো লেগেছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

ওয়ালমেট টি অনেক সুন্দর হয়েছে।আপনার ক্রিয়েটিভিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার বানানো ওয়ালম্যাট।এত অল্প উপকরণে ছিমছাম ওয়ালম্যাট বানানোর পদ্ধতি সত্যি অসাধারণ। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

এমন সিম্পল ওয়ালমেট আমারও বেশ ভালো লাগে আপু।

 2 years ago 

ওয়ালমেট তৈরি করা ধরনটা বেশ দারুন ছিল। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে আমার খুব ভালো লেগেছে। অবশ্য আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য তৈরি করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো আমার।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া প্রশংসা করার জন্য। আশা করি এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।

 2 years ago 

আমার কাছে তো জাস্ট অসাধারণ লেগেছে আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা আমার বাংলা ব্লগের ওয়ালমেট দেখে। আপনি খুবই দক্ষতা সহকারে এই ওয়ালমেট তৈরি করেছেন। এটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে দেখে মনে হচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে উপস্থাপনা করে শেয়ার করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আমার বাংলা ব্লগের জন্য ওয়ালমেট তৈরি

দারুন হয়েছে আপনার তৈরি করা এই ওয়ালমেট টি। রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার ভাবে আমার বাংলা ব্লগ এর একটি ওয়ালমেট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আপনার তৈরি করা ওয়ালমেট এর ফুলটি সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

এই ফুলটি আমারো ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার বাংলা ব্লগের জন্য খুব সুন্দর করে মাঝখানে আমার বাংলা ব্লগ লিখেছেন পাশে। খুব সুন্দর ফুল দিয়েছেন ফুলগুলো খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগছে সব মিলিয়ে অসাধারণ হয়েছে।

 2 years ago 

অনেক ভেবেচিন্তে তারপর এই আইডিয়ায় তৈরি করে ফেললাম ওয়ালমেট টি। যাইহোক এখন সকলের মন্তব্য গুলো দেখে ভালো লাগছে।

 2 years ago 

অনেকদিন পর আপনার ডাই প্রজেক্ট দেখলাম। আপনার ওয়ালমেটটি সত্যি অসাধারণ হয়েছে। বিশেষ করে কাগজের কালার কম্বিনেশন গুলোর কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। ফ্রেমটা খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

যে সময়ের অভাবে ডাইপ্রজেক্ট তৈরি করা হয় না। তাই দেখতে পান না। সময় পেলে অবশ্যই আবার তৈরি করব তখন আবার দেখতে পাবেন।

ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59926.69
ETH 2622.88
USDT 1.00
SBD 2.38