পাউরুটি পাকোড়া রেসিপি🧆🍱 || ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

সুপ্রভাত সবাইকে😊❣️

বন্ধুরা, আজকে তোমাদের মাঝে সকালে বা বিকেলে তাড়াতাড়ি বানানোর মতোম একটি রেসিপি শেয়ার করব।মেহমান আসলে বা নিজেরা ঘরে খুব সহজেই তৈরি করে পরিবেশন করতে পারবো এই রেসিপিটি।এটি হলো পাউরুটি পাকোড়া রেসিপি।

যারা মচমচে নাস্তা পছন্দ করে, এই রেসিপিটি তাদের জন্য। আমি নিচে রেসিপিটি ধাপে ধাপে বর্ণনা করেছি।আশাকরি এই নতুন রেসিপি টি তোমাদের সকলেরই ভালো লাগবে।

IMG_20211007_074057.jpg

রেসিপিটি তৈরি করতে যা যা প্রয়োজনঃ

১.৩ পিজ পাউরুটি
২.দুইটি ডিম
৩.আটা ১/২ কাপ
৪.চালের গুড়ি ৫ টেবিল চামচ
৬.পেঁয়াজ ও মরিচ কুচি
৭.পরিমান মতো লবন ও সয়াবিন তেল।
৮.ম্যাগি মসলা

IMG_20211005_064641.jpg

IMG_20211005_065335.jpg

IMG_20211005_065327.jpg

১ম ধাপ

প্রথমে পাউরুটি গুলো ছোট ছোট টুকরো করে একটি বড় পেয়ালায় নিতে হবে।
IMG_20211005_065520.jpg

২য় ধাপ

তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি গুলো দিতে হবে।
IMG_20211005_065609.jpg

৩য় ধাপ

তারপর এতে কাঁচামরিচ কুচি গুলো দিতে হবে
IMG_20211005_065630.jpg

৪র্থ ধাপ

এখন এতে পরিমাণ মতো লবন ও মসলাটি দিয় দিতে হবে।
IMG_20211005_065723.jpg

IMG_20211005_065748.jpg

IMG_20211005_065802.jpg

৫ম ধাপ

এখন এর মধ্যে ডিম গুলো ভেঙ্গে দিতে হবে
IMG_20211005_070245.jpg

৬ষ্ট ধাপ

পরিশেষে এর মধ্যে আটা আর চালে গুড়ো গুলো দিতে হবে।এবং ভালো ভাবে মেখে নিতে হবে।
IMG_20211005_070426.jpg

IMG_20211005_070403.jpg

৭ম ধাপ

এরপর প্রথম এ চুলার উপর একটি পাতিল বসিয়ে নিতে হবে
IMG_20211005_070238.jpg

৮ম ধাপ

পাতিল গরম হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে।

IMG_20211005_070326.jpg

৯ম ধাপ

তার পর আটা গুলো কে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে।

IMG_20211005_070929.jpg

১০ম ধাপ

এভাবে কয়েক টি দিয়ে দিতে হবে।
IMG_20211005_070935.jpg

IMG_20211005_071106.jpg

IMG_20211005_071556.jpg

১১ তম ধাপ

কিছুক্ষণ পর উল্টিয়ে দিতে হবে।
IMG_20211005_071653.jpg

IMG_20211005_071719.jpg

সর্বশেষ ধাপ

পছন্দ আনুযায়ি রং হয়ে আসলে এগুলো চুলা থেকে উঠিয়ে নিতে হবে।
IMG_20211005_071907.jpg

IMG_20211005_073000.jpg

IMG_20211005_073022.jpg

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখারও পড়ার জন্য ❣️❣️

Sort:  
 3 years ago 

পাউরুটি পাকোড়া রেসিপি আপু খুবই সুন্দর হয়েছে দেখে এখনই খেতে মন বলছে। আপনি এত দক্ষতার সাথে সুন্দরভাবে পরিবেশন করেছেন। প্রতিটি ভাষা সাবলীল ছিল আমাদের বুঝতে সক্ষম হয়েছে। অনেক ভালো লাগলো
রেসিপিটা দেখে আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😊

আপনার রেসিপি টা অসাধারণ হয়েছে আপু। পাউরুটি পাকোড়া খেতে খুব মজা লাগে। রেসিপি টা সম্পর্কে সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপনা ও বর্ণনা দিয়েছেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া 😊

 3 years ago 

অনেক সুন্দর রেসিপি বানিয়েছেন আপু।লেখার উপস্থাপনা ও ছবিগুলো সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া 😊

 3 years ago 

আপু আপনার পাউরুটি পাকোড়া রেসিপিটি দেখতে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনার রেসিপি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসাধারণ দারুন এই রেসিপিটি,আমি ঘরে তৈরি করে খেয়েছি খুবই সুস্বাদু।আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে এ রেসিপিটি উপস্থাপন করেছেন।আপু ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপু আপনার পাউরুটির পাকোড়া খুবই সুন্দর। মনে হয় অনেক সুস্বাদু হবে যদিও খাওয়া হয়নি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধাপে ধাপে দেখিয়েছেন যাতে আমাদের শিখতে সুবিধে হয়। আপনার উপস্থাপনাটি অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপু

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনি তো খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপু। দেখেই আমার খেতে ইচ্ছে করছে। খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু😊

 3 years ago 

আগে কখনও ভাবিনি' পাউরুটি দিয়ে পাকোড়া বানানো যায় আপনার কাছ থেকে নতুন একটা জিনিস শিখলাম। শঙ্কু ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যটি করার জন্য 😊

 3 years ago 

এই রেসিপিটা আমার কাছে একদম নতুন ।দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ধাপ গুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে 😊

আপনার পাউরুটির পাকোড়া তৈরির কৌশলটি চমৎকার ছিল আপু।বিকেল/সন্ধ্যার জন্য একটি পার্ফেক্ট নাস্তা।রেসিপিটি তৈরির ধাপ ও উপস্থাপন এক কথায় অসাধারণ ছিল।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.029
BTC 69398.84
ETH 3695.07
USDT 1.00
SBD 3.32