ড্রিংকস রেসিপিঃ আপেলের শরবতের মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি।

আজকে আমাদের থেকে রোজা বিদায় নিল। সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা** ঈদ মোবারক**। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ড্রিংকস রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো তরমুজের শরবতের মজাদার রেসিপি। সারাদিন রোজা রাখার পর ঠান্ডা একটু ড্রিংকস খেতে খুবই ইচ্ছে করে। আর আমাদের উচিত প্রচুর পরিমানে পানি পান করা। সাদা পানি কতটুকুইবা খাওয়া যায়। তাই ভিন্নভিন্ন দিনে ভিন্ন ভিন্ন স্বাদের শরবত/জুস তৈরি করলে ভালোই হয়। আমি গতকাল আপেল এর জুস তৈরি করেছিলাম। রৌদ্রময় দিন হলে এসব ড্রিংকসের প্রতি চাহিদাও বেশি থাকে। ড্রিংকস রেসিপিটি খেতে বেশ সুস্বাদু ছিলো৷ তাই এটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

IMG-20240410-WA0031.jpg

IMG-20240410-WA0029.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • আপেল
  • লেবু
  • লবন
  • চিনি
  • বিট লবন

IMG-20240410-WA0026.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি আপেলের খোসা ছাড়িয়ে নিলাম ও ছোট ছোট টুকরো করে কেটে নিলাম ও ভিতরের বিচি গুলো আলাদা করে নিলাম।
IMG-20240410-WA0044.jpgIMG-20240410-WA0043.jpg
দ্বিতীয় ধাপঃ
  • এখন আমি আপেলকে ব্লেন্ডারের মগে দিয়ে দিলাম ও এর সাথে পরিমান মতো চিনি দিয়ে দিলাম।
IMG-20240410-WA0041.jpgIMG-20240410-WA0039.jpg
তৃতীয় ধাপ:
  • এখন এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম।
IMG-20240410-WA0038.jpgIMG-20240410-WA0040.jpg
চতুর্থ ধাপ:
  • এখন পরিমান মতো লবন দিয়ে দিলাম।
IMG-20240410-WA0037.jpgIMG-20240410-WA0036.jpg
পঞ্চম ধাপ:
  • এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। তারপর ২ মিনিট ব্লেন্ড করে নিলাম।
IMG-20240410-WA0035.jpgIMG-20240410-WA0033.jpg
সর্বশেষ ধাপ:
  • এখন পরিবেশন এর জন্য প্রস্তুত করে নিলাম।

IMG-20240410-WA0028.jpg

IMG-20240410-WA0030.jpgIMG-20240410-WA0027.jpg
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি জান্নাতুল নাঈম। আমার ইউজার আইডির নাম @naimuu. আমি একজন বাংলাদেশী। আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি। বাংলায় লেখালেখি করতে আমার বেশ ভালো লাগে। ব্লগিং করতে আমার বেশ ভালো লাগে। বাংলায় লেখালেখি পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করতে ভালো লাগে। ভিন্ন ভিন্ন রেসিপি অর্থাৎ ইউনিক রেসিপি তৈরি করতে আমার বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের হাতের কাজ অর্থাৎ আঁকাআকি করতেও ভালো লাগে। ফটোগ্রাফি আমার অনেক বড় একটি সখ। আমি পড়াতে বেশ ভালোবাসি। স্টুডেন্টদের সাথে বেশ ভালো সম্পর্ক আমার। নিজের সুপ্ত প্রতিভা গুলো প্রকাশ করার জন্যই মূলত ব্লগিং করি।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 8 months ago 

আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপু ঈদ মোবারক। আপেলের শরবত যদিও কখনো খাওয়া হয়নি তবে মনে হচ্ছে এই গরমে যেকোনো শরবত খেতে ভালো লাগবে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 8 months ago 

আপেলের শরবত এভাবে কখনো তৈরি করে খাওয়া হয়নি। তবে আপনার তৈরি পদ্ধতি দেখে তো মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। আপেলের শরবত রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। ঈদ মোবারক।

 8 months ago 

আজকে আপনি আপেল আর লেবুর সমন্বয়ে খুব সুন্দর শরবত তৈরি করে দেখিয়েছেন। আপনার এই অসাধারন শরবত তৈরি করা দেখে আমি মুগ্ধ হলাম। এ জাতীয় রেসিপিগুলো আমার খুবই ভালো লাগে। খুব সুন্দর হয়েছে আপনার শরবত তৈরি করা। আশা করব এভাবে আরো অনেক কিছু তৈরি করে দেখানোর চেষ্টা করবেন আমাদের মাঝে।

 8 months ago 

এই গরমের দিনে এই রকম এক গ্লাস আপেলের শরবতের খেতে পারলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আপেলের শরবতের দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপেলের শরবত তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।

 8 months ago 

আপেলের শরবত সবাই বানাতে পারে না । তাই সবার হাতের আপেলের শরবত খেতে ভালো লাগে না। আপনি যেভাবে আপেলের শরবত তৈরি করেছেন তাতে মনে হয়েছে খেতে বেশ ভালই লাগবে। আর রোজা রেখে এক গ্লাস ঠান্ডা আপেলের শরবত শরীর মন দু'টোই ঠান্ডা করে দেয়। আপু আপনি আপেলের শরবতের রেসিপির স্থানে তরমুজ এর শরবত লিখেছেন। আশাকরি ঠিক করে নিবেন।

 8 months ago 

আসলে এভাবে আমি কখনো আপেলের জুস করে খাইনি। আমরা বাজার থেকে যেসব আপেল জুস কিনতে পাওয়া যায় সেসব খেয়েছি। আসলে এসব বাজারজাত পণ্যগুলো তেমন একটা ভালো হয় না। আশাকরি আপনার এই আপেল শরবতটি খেতে অনেক সুস্বাদু হয়েছে। আর আপনি পোষ্টের শুরুতে ভুল করে আপেলের শরবতের জায়গায় তরমুজের শরবত লিখেছেন। আশা
করি ভুলটি শুধরে নেবেন।

Posted using SteemPro Mobile

 8 months ago (edited)

সারাদিন রোজা রাখার পর এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়ার মজাই আলাদা। তবে আপেলের শরবত তৈরি করে কখনো খাওয়া হয়নি। তৈরি করার ধাপ গুলো দেখে শিখে নিলাম। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 8 months ago 

আপেলের শরবত ভীষণ সুস্বাদু একটি শরবত শেয়ার করেছেন আপু।আপেলের শরবত খেতে ভীষন ভালো লাগে এবং পুষ্টিকর অনেক।ধাপে ধাপে চমৎকার ভাবে আপেলের শরবত বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ও সুস্বাদু পুষ্টিকর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 8 months ago 

বেশিরভাগ সময় শুধুমাত্র আপেল খাওয়া হয়েছে৷ তবে কখনোই এই আপেল দিয়ে শরবত তৈরি করে খাওয়া হয়নি৷ এই প্রথম আপনার কাছ থেকে এরকম একটি আপেল দিয়ে শরবত তৈরির রেসিপি দেখতে পেলাম৷ আপনিই এই প্রথম এটি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং এরকম একটা রেসিপি আপনার কাছ থেকে দেখে খুবই ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷ অবশ্যই চেষ্টা করবো এরকম একটি রেসিপি তৈরি করে দেখার৷

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 98071.85
ETH 3461.24
USDT 1.00
SBD 3.21