সামাজিক দায়বদ্ধতা।

in আমার বাংলা ব্লগ4 months ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

image.png

ছবিটি এখানে হতে নেওয়া হয়েছে

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে আমাদের সমাজের প্রতি দায়িত্ববোধের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। মানবিকের শিক্ষার্থী হয়ে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো বলে এসেছি।

আমরা সমাজের সবাই একে অপরের সাথে মিলেমিশে সব সময় বসবাস করছি। সেই আদিকাল থেকেই। আমরা পাড়া-প্রতিবেশীদের ছাড়া কখনোই পরিপূর্ণভাবে জীবন পরিচালনা বা জীবন ব্যবস্থার কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে পারি না। অবশ্যই একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে হয়। আমাদের অবশ্যই আমাদের সমাজের প্রতি কিছু দায়িত্ববোধ রয়েছে। আমরাই পারি পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ জীবন উপহার দিতে। অবশ্যই আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে আমাদের সামাজিক দায়বদ্ধতা গুলো পূরণ করতে পারি।

আমরা সমাজের বসবাসরত মানুষেরা একতাবদ্ধ হয়ে ভালো কাজগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। অবশ্যই আমাদেরকে পরিবারের সাম্য গড়ে তুলতে হবে। আমাদের প্রতিটি মানুষের সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। আমরা সবাই মিলে সমাজের অর্থ বঞ্চিত মানুষদের একসাথে সাহায্য করলে এতে আমাদের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে। কিন্তু আমাদের সমাজের উচ্চবিত্ত মানুষেরা শুধু নিজেদের অর্থ উপার্জনের পেছনেই ছুটে। নিম্নবিত্ত ও সমাজের গরীব অসহায় মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা ভুলে যায়। কিন্তু অথচ তারা সমাজের এ দায়বদ্ধতা ভুলে গেছে। অর্থ বঞ্চিত মানুষদের অর্থাৎ পথশিশু বা গরিব মানুষদেরকে সামান্য হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিলে একটা সামাজিক উন্নয়ন করা সম্ভব হয়।

দুঃখজনক হলেও সত্যি সকল মানুষ এখন ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ক্রমেই আমাদের সমাজ ধ্বংস হচ্ছে। এলোমেলো ও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। হত্যা আহাজারি কাটাকাটি মারামারি সবকিছুই তৈরি হচ্ছে। সমাজের প্রতি যেয়ে আমাদের একটা দায়বদ্ধতা আছে তা আমরা ভুলেই যাচ্ছি। ব্যক্তি কেন্দ্রিক ও স্বার্থপর হয়েই সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি।সমাজের কল্যাণে আমাদের সবাইকে একজোট হয়ে কাজ করে যেতে হবে। পরিবারের ছোট সদস্যদের কে সামাজিক দায়িত্ব শিক্ষা দিতে হবে।

🛑আজ এই পর্যন্তই । আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি জান্নাতুল নাঈম। আমার ইউজার আইডির নাম @naimuu. আমি একজন বাংলাদেশী। আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি। বাংলায় লেখালেখি করতে আমার বেশ ভালো লাগে। ব্লগিং করতে আমার বেশ ভালো লাগে। বাংলায় লেখালেখি পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করতে ভালো লাগে। ভিন্ন ভিন্ন রেসিপি অর্থাৎ ইউনিক রেসিপি তৈরি করতে আমার বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের হাতের কাজ অর্থাৎ আঁকাআকি করতেও ভালো লাগে। ফটোগ্রাফি আমার অনেক বড় একটি সখ। আমি পড়াতে বেশ ভালোবাসি। স্টুডেন্টদের সাথে বেশ ভালো সম্পর্ক আমার। নিজের সুপ্ত প্রতিভা গুলো প্রকাশ করার জন্যই মূলত ব্লগিং করি।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

এখনকার মানুষ বেশি আত্মকেন্দ্রিক। সবাই শুধু নিজের ভালো মন্দ টা বুঝে থাকেন। যতই ডিজিটাল হচ্ছে মানুষের চিন্তা ভাবনা ও ততই ডিজিটাল হয়ে যাচ্ছে। সেই জন্য তো আমাদের সমাজ এতই অবক্ষয়ের পেছনে। কারণ আগের যুগের মানুষ সামাজিক চিন্তাভাবনা অনেক বেশি বুঝতেন। অনেক বেশি চিন্তা করতেন। সমাজে কোন কাজটা করলেই সমাজের সকল মানুষের উপকার হবে সেই চিন্তা ভাবনা বেশি ছিল। কিন্তু এখন সেটা করে না সব সময় নিজের ভালোটুকু চিন্তা করে থাকেন। তাই সমাজ অনেকটাই বিলুপ্তির পথে এখন।

 3 months ago (edited)

জি আমরা যতই ডিজিটাল হচ্ছি মানুষের চিন্তা ভাবনা ও ততই ডিজিটাল হয়ে যাচ্ছি। সেই জন্য তো আমাদের সমাজ এতই অবক্ষয়ের পেছনে।

 4 months ago 

বাহ্ চমৎকার একটি লেখা আপনি শেয়ার করেছেন আপু।একদম ঠিক যে এখনকার মানুষজন নিজের টাই শুধু দেখতে গিয়ে সমাজের ভালো মন্দের কথা বিচার না করে কাজ করেন।আগেকার মানুষের মধ্যে এই ধরনের প্রবণতা কম ছিল।এজন্য আজকে আমাদের সমাজ অধঃপতনের চরম পর্যায়ে।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 months ago 

সমাজের ভালো মন্দ দিয়ে কি হবে আগে তো নিজেরটাই বুঝতে হবে। আমাদের সকলের মন মানসিকতা এখন এই পর্যায়ে চলে গেছে।

 4 months ago 

আমরা সামাজিক জীব এবং আমাদের সবার দায়বদ্ধতা রয়েছে সমাজের ও পরিবারের প্রতি। সমাজের কেউ বিপদে পরলে অবশ্যই আমাদের এগিয়ে যাওয়া উচিত। কিন্তু বর্তমানে শুধু সমাজ না,বরং পরিবারের কেউ বিপদে পরলেও আমরা অনেক সময় এগিয়ে যাই না। আসলে বেশিরভাগ মানুষ দিনদিন প্রচন্ড স্বার্থপর হয়ে যাচ্ছে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আমরা সবাই শুধু নিজেদের স্বার্থ বুঝি। বলা যায় এখন কিছু ক্ষেত্রে পরোপকার করলেও তা নিজেদের স্বার্থের জন্যই করি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65566.66
ETH 3559.87
USDT 1.00
SBD 2.48