কাগজ দিয়ে তৈরি ফুলের নকশা ডিজাইন//

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা ❣️❣️

উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো কারণ এখন পরিবেশটা একটু শীত। আজকে সারাদিন আমাদের এখানে ঝড় হয়েছে বলা যায়। এখনো হচ্ছে, এত দিন বৃষ্টির অপেক্ষায় ছিলাম।

যাইহোক আজকে আপনাদের মাঝে কাগজের তৈরি ফুল শেয়ার করবো। যদি ওই ফুলগুলো তৈরি করতে তেমন একটা সময়ের প্রয়োজন হয় না কিন্তু খুবই সতর্কতার সাথে ভাঁজগুলো দিতে হয় এবং কাটিং সম্পন্ন করতে হয়। যাইহোক আজকে আমি আপনাদের মাঝে যে কাজটি শেয়ার করবো তা হলো সাদা কাগজ দিয়ে ফুলের নকশা ডিজাইন। এই ফুলের ডিজাইনগুলো আগে বিয়ের অনুষ্ঠানে একটু বেশি দেখা যেত। কিন্তু এগুলো ঘরে সাজিয়েও রাখা যায়। আমার তৈরি করা ফুলগুলো আমার স্টুডেন্টরা নিয়ে যায়। যাই হোক আশা করি আপনাদের কাছে আমার ডাই প্রজেক্ট টি ভালো লাগবে। আমি নিচে এটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক

ফুলের ডিজাইনটির ফাইনাল লুক

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️
  • সাদা কাগজ
  • পেন্সিল /কলম
  • কাঁচি

প্রথম ধাপঃ
  • প্রথমে আমি কাগজটিকে বর্গাকার করে কেটে নিলাম। ‌ এখন কাগজটির মাঝখানে একটি ভাঁজ বরাবর করে দিয়ে নিলাম।

দ্বিতীয় ধাপঃ
  • এখন কাগজটির মাঝখানে আরেকটি ভাজ দিয়ে দিলাম। তারপর দুইপাশ থেকে দুই অংশ এনে আবার ভাজ দিয়ে দিলাম।

তৃতীয় ধাপঃ
  • তারপর ভাঁজ করা কাগজটির নিচের অংশ কেটে নিলাম ও ত্রিকোণ আকৃতির করে নিলাম। নিচের ছবির মতো করে।

চতুর্থ ধাপঃ
  • তারপর এরমধ্যে একটি ফুলের নকশার ডিজাইন এঁকে নিলাম।

পঞ্চম ধাপঃ
  • এখন পেন্সিলের দেওয়া দাগ অনুযায়ী কাঁচির সাহায্যে আস্তে আস্তে ও খুব সতর্কতার সাথে কেটে নিলাম।

সর্বশেষ ধাপ
  • কাটিং করে নেওয়ার পর আস্তে আস্তে সম্পূর্ণ ভাঁজ খুলে নিলাম, তৈরি হয়ে গেল কাগজের তৈরি নকশা ফুলের ডিজাইনটি। ‌

ফুলের নকশা ডিজাইনটি এখন সম্পূর্ণ তৈরি

আশা করি আপনাদের সকলের কাছে আমার এই আর্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য

Sort:  
 last year 

কাগজ দিয়ে তৈরি ফুলের নকশা ডিজাইনটি অসম্ভব সুন্দর হয়েছে। খুবই নিখুঁতভাবে ফুলের নকশার ডিজাইনটি তৈরি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

খুব সুন্দর ফুলের নকশা তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলের নকশাগুলো করে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। আমার কাছে খুবই লেগেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি নকশা ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার কাজের মাধ্যমে আপনাকে মুগ্ধ করাতে পেরে আমি আসলেই আনন্দিত।

 last year 

আপু আমাদের এদিকেও কিছু সময় বৃষ্টি হয়েছে তবে পরিবেশ এখনো সম্পূর্ণ ঠান্ডা হয়নি। যাই হোক আপনি সাদা কাজ দিয়ে খুব সুন্দর নকশা বানিয়েছেন। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। ঠিক বলেছেন আপু এই নকশা বানাতে বেশি সময় লাগেনা তবে ভাঁজ করা এবং কাটিং করার সময় একটু সতর্কতার সাথে করতে হয়। এই নকশা দিয়ে ঘর সাজালে দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

বৃষ্টি হলে পরিবেশ যখন ঠান্ডা হয় তখন বেশ ভালো লাগে। যাইহোক আপু ধন্যবাদ আপনার এই অসাধারণ মন্তব্যটির জন্য ভালো থাকবেন।

 last year 

অনেক সুন্দর একটি ফুলের নকশা ডিজাইন করেছেন আপনি। শুধুমাত্র সাদা রংয়ের কাগজ ব্যবহার করে অসাধারণ একটি নকশা ডিজাইন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার কাছে বেশ ভালো লাগে সাধারণের কাগজ দিয়ে এভাবে নকশা ফুল তৈরি করে ব্যাকগ্রাউন্ড কালো দিলে।

 last year 

কিছু বৃষ্টি আমাদের এদিকে পাঠিয়ে দেন, কারন আমাদের এদিকে এখনো তেমন বৃষ্টি নেই। যাইহোক কাগজের তৈরি নকশা বেশ ভালো লেগেছে আমার। আর কালো কাপড়ের উপর রেখে বেশ সুন্দর উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করাটা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে এই নকশা গুলো তৈরি করতে বেশ ভালো লাগে। খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় এই নকশা গুলো। শুধু একটু কাটিং করার সময় একটু সাবধানতা অবলম্বন করলে হয়ে যায়। ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

একদম ঠিক বলেছেন শুধু কাটিং করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়।
ধন্যবাদ ‌ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আমি ছোটবেলা কাগজ কেটে কেটে এরকম ডিজাইন করার চেষ্টা করতাম, আমার খুব ভালো লাগবে এরকম করে রুম সাজালাম, আপনার নকশাটা কিন্তু খুবই চমৎকার হয়েছে সুন্দর করে প্রথমে ড্রয়িং এবং তারপরে কাটিং অসাধারণ ছিল।

 last year 

এগুলো তৈরি করার পর রুম সাজালে খুবই সুন্দর লাগে ।

 last year 

কাগজ কেটে কেটে খুবই চমৎকার একটি ফুল তৈরি করলেন। এরকম তৈরি করা ফুলগুলো দেখতেও বেশ ভালো লাগে। আমিও চেষ্টা করি এরকম সুন্দর রঙিন কাগজের ফুলগুলো তৈরি করার জন্য। এই কাজগুলো করতেও অনেক সময় লাগে। আপনি এত সুন্দর ভাবে তৈরি করেছেন দেখে আরো ভালো লাগলো। এত সুন্দর একটি ফুলের পোস্ট আজকে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

এই কাজগুলো করতে অনেক সময় লাগেনা তেমন। জাস্ট ভাজ করে ডিজাইন করে কেটে ফেলতে হয়।

 last year 

যাইহোক কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করলেন। যদিও একটু সাবধানে করতে হয় অনেক সুন্দর হয়েছে দেখতে। আপনি যেহেতু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডাই তৈরি করতে অনেক পছন্দ করেন। তাই খুব সুন্দর করে তৈরি করে শেয়ার করেন আমাদের উদ্দেশ্য অনেক ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন এগুলো অনেক সাবধানে কাটতে হয় না হলে নষ্ট হয়ে যায়। আপনার মন্তব্য ভালো লাগলো আপু ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

কাগজ দিয়ে তৈরি ফুলের নকশা ডিজাইনগুলো আসলেই অনেক চমৎকার হয়। আপনার তৈরি করা ফুলের নকশাটি ঘরে সাজিয়ে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। খুব চমৎকারভাবে কাটিংগুলো করেছেন অনেক ভালো লেগেছে।

 last year 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যটি পড়ে বেশ ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58751.99
ETH 2642.76
USDT 1.00
SBD 2.47