করলা ভাজি রেসিপি 🥣 || ১০% পে-আউট (লাজুক-খ্যাক) এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম বন্ধুরা ❣️

আমি @naimuu,আমার আজকের পোস্ট হল একটি রেসিপি নিয়ে।

★ আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও তাঁর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি।রেসিপিটি হল করলা ভাজি।

★করলা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করলা অনেক সাহায্য করে। করলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ও লৌহ যা আমাদের দেহের জন্য খুবই উপকারী।

★আমি নিচে আমার রেসিপিটি তৈরি পদ্ধতি টি ধাপে ধাপে বর্ণনা করলাম।আশা করি আপনারা সবাই এটির খুব সহজেই বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক 😊

IMG_20211020_182037.jpg

প্রয়োজনীয় উপকরণ

(১) করলা
(২)আলু কুঁচি
(৩)পেঁয়াজ কুচি
(৪)মরিচ কুচি
(৫)হলুদের গুঁড়া
(৬)লবণ
(৭)সয়াবিন তেল
IMG_20211015_111806.jpg

IMG_20211020_182143.jpg

IMG_20211015_112354.jpg

ধাপঃ১

প্রথমে চুলায় একটি পাত্রে বসিয়ে নিতে হবে। পাতিল গরম হয়ে আসলে এর মধ্যে পরিমান মত তেল দিয়ে দিতে হবে।
IMG_20211015_111608.jpg

IMG_20211015_111613.jpg

ধাপঃ২

পাতিল গরম হয়ে আসলে এরমধ্যে পেঁয়াজকুচি গুলো ঢেলে দিতে হবে।
IMG_20211015_111623.jpg

IMG_20211015_111723.jpg

ধাপঃ৩

তারপর এরমধ্যে কাঁচামরিচ কুচি গুলো ঢেলে দিতে হবে।
IMG_20211015_111737.jpg

IMG_20211015_111750.jpg

ধাপঃ৪

তারপর পেয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি এর সাথে লবণ ও হলুদের গুঁড়া ঢেলে দিতে হবে।
IMG_20211015_111921.jpg

ধাপঃ৫

এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে করলা গুলো ঢেলে দিতে হবে। এবং ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে।
IMG_20211015_111931.jpg

ধাপঃ৬

করলা গুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর এর মধ্যে আলোর কুচিগুলো ঢেলে দিতে হবে। এরপর এগুলোকে বারবার নাড়তে হবে।চুলার আঁচ মাঝারি রাখতে হবে।
IMG_20211015_112402.jpg

IMG_20211015_112413.jpg

IMG_20211015_112426.jpg

সর্বশেষ ধাপঃ

এখন ৮-৯ মিনিট পর এগুলো ভাজি হয়ে যাবে।তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে

IMG_20211015_113639.jpg
IMG_20211015_113650.jpg

এখন এটি সম্পুর্ন রান্না হয়ে গেলো,ও খাওয়ার জন্য উপযোগী।

IMG_20211020_182054.jpg

আমার রান্নার সাথে আমার সেলপি

IMG_20211015_141107.jpg

★আশাকরি আপনাদের সকলের আমার এই করলা ভাজি রেসিপি টি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন

ধন্যবাদ আপনাদেরকে আমার পোস্ট টি দেখার জন্য ❣️❣️

Sort:  
 3 years ago 

আমার ও বেশ মজা লাগে এই করলা ভাজি।তবে তিতা হবে আবার ভালো লাগেনা আমার। আম্মু তিতা ছাড়া রান্না করে আমার খুব ভালো লাগে।
আপনার ছবিতোলা ভালো।

 3 years ago 

ধন্যবাদ আপু 😊

 3 years ago 

করলা খুব সুস্বাদু একটি খাবার। আপনার রেসিপি দেখতে অনেক সুন্দর লাগতেছে খেতেও অনেক মজা হবে। এতো সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপু আপনার করলা ভাজি রেসিপি টা দেখতে অনেক সুন্দর হয়েছে। আমিও বাসায় ঠিক এভাবে করলা ভাজি করি আলু দিয়ে। খেতে মজা হয়। আপনার টাও নিশ্চয়ই মজা হয়েছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

জি ভাইয়া আপনাকে ধন্যবাদ

 3 years ago 

আপনার করলা ভাজি রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন।তবে করলা ভাজি আমি খাই না কারণ এটি অনেক তিতা লাগে। তারপরেও আপনার সুন্দর রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

ভাল খাবারের সাথী, শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও

 3 years ago 

কগুব ভালো হয়েছে আপু
পরবর্তীতে আরও ভালো কিছুর অপেক্ষা করছি

অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ❣️

 3 years ago 

জি ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

🙏🙏🙏🙏

 3 years ago 

আপু অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি। দেখে জিভে জল চলে এলো। ধন্যবাদ আপু

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

করো না ভাই আমি তো খাওয়া হয় । আম্মু প্রায় প্রতিদিন সকালে করলা ভাজি আর রুটি তৈরি করে। কর্বালা পেয়েছি অনেক টেস্টটি এবং শরীরের জন্য একটি উপকারী সবজি। সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া 😊

 3 years ago 

শুভ কামনা 💚

 3 years ago 

করলা ভাজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি সাধারণত আমাদের বাসায় প্রতিনিয়ত রান্না হয়ে থাকে এবং আপনি এত সুন্দর ভাবে রান্না করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

করোলা ভাজি আমারও খুব প্রিয়। আপনি খুব সুন্দর করে করলা ভাজি করেছেন। সেইসাথে ধাপে ধাপে সুন্দর করে বর্ণনা করেছেন। আপনার খাবারটা দেখতেও খুব লোভনীয় মনে হচ্ছে, পুষ্টিকর ও বটে, শুভকামনা থাকলো আগামী দিনের জন্য।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ

অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। করলা ভাজি অন্তত একটি জনপ্রিয় তরকারি। এই রেসিপি মেয়েদের কমবেশি সবারই পছন্দে।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63549.46
ETH 2562.53
USDT 1.00
SBD 2.66