অনেকদিন পর বন্ধুর সাথে দেখা.....

in আমার বাংলা ব্লগ2 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 31 January,2023
আজ ১৭ মাঘ,১৪২৯ বঙ্গাব্দ


IMG20230129223607.jpg


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


গতকাল একটা মাহফিলে গেছিলাম যদিও মাহফিলে আমি তেমন একটা যাই না কারণ আমাদের এইদিকের মাহফিল গুলোতে ওয়াজ এর নামে যতসব ভন্ডামি চলে আর চুরি দুল ফুলের দোকান সাজিয়ে বসে দোকানদাররা।ওয়াজ তো শুনে দুই চারজন আর বাকি সবাই দোকানে দোকানে ভিড় জমায় আর এই কারণে বাসা থেকেও কখনো যাইতে দেয় না।তো একদিন আগে থেকেই এক ছোট ভাই বলতেছিল যাওয়ার জন্যে কিন্তু তারপরেও যাওয়ার তেমন কোনো ইচ্ছে ছিল না।আর যে মাহফিলে যাওয়ার কথা হচ্ছিল সেটা বেশ পুরনো একটা মাহফিল প্রায় ৮৫ বছর ধরে নাকি এই মাহফিল হয়ে আসছে।এদিকে পরেরদিন হৃত্বিক ফোন দিয়ে বললো সে নাকি মাহফিলে আসতেছে,এই শুনে একটু যাওয়ার ইচ্ছে জাগলো কারণ এর আগে কখনো যাওয়া হয় নাই,আর এই ফাঁকে হৃত্বিক এর সাথেও অনেকদিন পর দেখা হবে।


যাইহোক এই মাহফিল নিয়ে বেশকিছু ঘটনাও আছে।আর এই মাহফিল হয় একটা মাজারকে কেন্দ্র করে আর এই মাহফিলের আগে নাকি বৃষ্টি হয়,এবং মাহফিলের রান্নার কাজের জন্য নাকি আপনা-আপনি গাছ থেকে শুকনা ডাল ভেঙে পড়ে যদিও এসব আমি মোটেও বিশ্বাস করি না।আর এগুলা বিশ্বাস করা না করা যার যার ব্যক্তিগত ব্যাপার।


অতঃপর বাসায় কোনোরকম ম্যানেজ করে গেলাম মাহফিলে।বাসা থেকে অবশ্য বেশি দূরেও না মোটরসাইকেলে যেতে প্রায় ১০-১৫ মিনিট এর মত সময় লাগে।কিন্তু গিয়ে দেখি যাচ্ছে তাই অবস্থা এত লোকসমাগম দেখে আমার প্রায় মাথা ঘুরানোর মত অবস্থা।মোটরসাইকেলে নিয়ে যে মেইনগেট দিয়ে ভিতরে ঢুকবো তার কোনো অবকাশ নেই,শেষমেশ বাধ্য হয়ে বাইক একজনের বাসায় রেখে আসলাম।এরপর কোনরকমে ভিড় ঠেলে ভিতরে গেলাম কিন্তু ভিতরে গিয়ে আমি আরো অবাক কিসের কি ওয়াজ মাহফিল এ যেনো এক রীতিমত মেলা।আমার মনে হয় মেলাতেও এত বেশি মানুষ হয় না।আর চারদিকে দোকান-পাট দিয়ে ভর্তি চুরি দুল ফুল থেকে শুরু করে এমন কোনোকিছুর বাদ নেই এখানে।আবার একদিকে দেখি কাপড় আর আসবাব পত্রের বাজার আর আরেকদিকে কাচা বাজার এমন উদ্ভট মাহফিল আমি জীবনে খুব কমই দেখেছি।আর দোকান গুলোতে এতো উপচে পড়া ভিড় দেখে মনে হচ্ছে এইদিনে কেনাকাটা করার জন্য সবাই একবছর ধরে অপেক্ষা করছে।তারপর এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি আর সিগারেট এর দোকান গুলোতে বেশ ভিড় যে যার মতো সিগারেট টানতেছে দেখে বোঝার কোনো উপায় নেই এটা মাহফিলের পরিবেশ।আবার এক সাইডে জমে উঠেছে জুয়া আর নেশার আড্ডাখানা এইসব দেখে কি করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না।তারপর হাঁটতে হাঁটতে গেলাম প্যান্ডেল এর সামনে গিয়ে দেখি গুটি চারেক লোক বসে ওয়াজ শুনছে হাহা।তারপর সামনে বিশাল এক চালের পাহাড় সাথে, ডিম,আলু,মুরগি,ছাগল এর বাজার।প্রথমে ভেবেই নিয়েছিলাম যে এগুলোও বোধয় বিক্রি করার জন্য এখানে রেখে দিয়েছে অবশ্য পরে জানলাম এগুলো ভ্যাট হিসেবে মানুষজন দিয়েছে।এই মাহফিলে কোনোকিছুর নিয়ত করে দিলে সেটা নাকি পূরণ হয়ে যায়।


IMG20230129223604.jpg


যাইহোক তার একটু পর হৃত্বিক আসলো আর ওর সাথে অনেকদিন পর দেখা হওয়ায় বেশ ভালই লাগলো।এরপর চায়ে আড্ডায় বেশ অনেক্ষন তার সাথে গল্প হলো।গল্প শেষে আবারও ফিরে আসলাম বাসার উদ্দেশ্যে ততক্ষনে রাত বেজে গেছে প্রায় 12 টা,এসে দেখি বাড়ির মূল দরজা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে শেষমেশ বাধ্য হয়ে চোরের মত দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করলাম।😅




8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমি এই সমাজের তথাকতিত সকল নিয়ম এর ঊর্ধ্বে।আমি কেবল আমার সত্তায় বিশ্বাস করি,আর বুক ভরা সাহস নিয়ে পথ চলি।একদিন এই ঘুনে খাওয়া সমাজের পরিবর্তন আমার মত কারো হাত ধরেই হবে এটাও আমি জানি।সেদিন সকল পরাধীনতার শিকল ভেঙ্গে আমি উড়বো মুক্ত নীল আকাশে,তখন লোকে কি বলে বলুক কিছুই যায় না আসে মোর তাতে।আজ শুনেছি আমি বিজয়ের গান,আমি পেয়েছি নতুন আহ্বান।আজ মুক্ত আমি বাঙালি হয়ে বাংলাই আমার প্রাণ।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Sort:  
 2 years ago 

প্রিয় বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হয়েছে জেনে ভালো লাগলো ‌ সত্যিই দেখা অনুভূতি অসাধারণ । বন্ধুর সাথে চায়ের আড্ডায় গল্প গুজবে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করলেন। আসলে সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাইতো রাত বারোটা বেজে গেছে। বন্ধুর সাথে কাটানো সুন্দর মুহূর্তের অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

এখনকার সময়ে ওয়াজ মাহফিল মানেই হলো মেলা।সেখানে সবকিছু মেলার মতই।এই যে বললেন চালের পাহাড়,ব্যাপারটা এখন সবখানেই স্বাভাবিক হয়ে গেছে।কেন এমন মানসিকতা তৈরি হয়েছে সবার এটাই জানিনা।যাইহোক এসব নিয়ে কথা বলে লাভ নেই।বন্ধুর সাথে সময় কাটাতে গিয়েছেন এটাই দেখে ভালো লাগলো।বন্ধুত্বের বন্ধন দৃঢ় হোক এই প্রত্যাশা রইল।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 54034.48
ETH 2262.26
USDT 1.00
SBD 2.31