"গোধূলী ক্যাবারে" কাব্য গ্রন্থ || রিভিউ না ছাই

in আমার বাংলা ব্লগ3 years ago

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 25 March,2023
আজ ১১ চৈত্র,১৪২৯ বঙ্গাব্দ


LMC_20220310_183250490_📸DSLR premium by Riyan (lmc8.4).PORTRAIT.jpg


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


এই প্রথমবার কোনো বুক রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। যদিও এটাকে রিভিউ বললে একদম বোকামি হয়ে যাবে কারণ এই বইয়ের রিভিউ দেওয়া আমার মত সাধারন মানুষের পক্ষে অসম্ভব। তারপরেও যতটুকু পারছি চেষ্টা করছি।ভুল ত্রুটি মার্জনীয় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


গুরুত্বপূর্ণ তথ্য:


কাব্যগ্রন্থগোধূলী ক্যাবারে
লেখকপ্রবর রিপন
প্রকাশকাল২০২২
ভাষাবাংলা
পৃষ্ঠা১২৮
কবিতা সংখ্যা৫৩

LMC_20220310_183348293_📸DSLR premium by Riyan (lmc8.4).PORTRAIT.jpg


মুলকাহিনি:



আজকে আমি যে কাব্যগ্রন্থের রিভিউ করতে চলেছি সেটার রিভিউ করা আমার জন্য অনেক কঠিন,এমনকি সবার জন্য।এই ধরনের আজ সকাল যে কবিতা পড়লাম ঠিক বিকেলেই তার অর্থ বদল গেলো। আবার বছর দুইয়েক পরে আবার সেই নতুন অর্থ আবিষ্কার হবে ওই একই কবিতার। 53 টা কবিতা নিয়ে সেজেছে এই বইটি। 53 টি কবিতায় আমি পড়েছি বরং একবার দুইবার না অনেকবার।কিন্তু প্রত্যেকবার প্রতিটি কবিতার নতুন নতুন অর্থ বের হয় আমার সামনে। একবছরের বেশি হলো বইটি কিনেছি এখনো পড়ি বইটি এবং প্রতিটি কবিতার নতুন নতুন অর্থ এখনো আবিষ্কার করে চলেছি আমি।


এই বইয়ের একটা বিশেষত্ব কি জানেন এই বইয়ের প্রত্যেকটা শব্দ আপনি নিজের সাথে মেলাতে পারবেন,প্রত্যেকটা বাক্য জটিল মনে হবে কিন্তু সবগুলাই সত্য এবং বাস্তব। বইয়ের যেকোনো অবস্থান থেকে আপনি যখন কিছুটা পড়বেন এবং আয়ত্ত করবেন ঠিক এরপর যখন আপনি রাস্তায় বের হবেন কোনো কাজে ঠিক তখন আপনি বুঝতে পারবেন। আপনি তখন বুঝতে পারবেন আপনার প্রতিটা মুহূর্ত যেনো এক একটা শব্দ ছুরি হাতে আপনাকে পাকড়াও করছে। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেনো সেখানেই আপনি দেখতে পাবেন বিষাদ গ্রস্থ পৃথিবীর আসল রূপ,আপনি দেখতে পাবেন সেই আত্মহত্যাকারী যুবক,নর্তকী,রক্ত খেকো পোশাক এমনকি সেই মহাশক্তিধর বিষন্ন ইঞ্জিন যারা ধীরে ধীরে এই ধরাকে গ্রাস করে ফেলেছে।


জাগতিক সবকিছুর ভিড়ে আপনি যখন ভুলতে বসবেন ঠিক তখনই এই কাব্যগ্রন্থ আপনাকে চিনিয়ে দিবে এই মেট্রোর প্রত্যেকটা ভাড় কে। আপনাকে আরো চিনিয়ে দিবে সেই সমস্ত কবিদের যারা চেয়েছিল হাসপাতাল কিন্তু তার পরিবর্তে পেয়েছে কেবলই যুদ্ধপোড়া শহরের রাস্তা। আপনি চিনে ফেলবেন ঐসকল মহোদয়দের যারা কেবলি মুদ্রা পুড়িয়েছে জাহাজের খালাসির উত্তপ্ত দেহে। ঠিক তখনই আপনার মনে প্রশ্ন জাগবে। আপনি নিজেকে প্রশ্ন করবেন আপনি আসলে কি? সবারই মত বিষন্নতায় আবদ্ধ? নাকি আপনি মহাকাল পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে পারবেন?


গোধূলি ক্যাবারের প্রথম কবিতা,স্পোর্টস কার। যা আমি লেখকের মুখে কয়েকশত বার শুনেছি এবং এই বইয়ের প্রেমে পড়েছি এমনকি আমি নিজেও এই কবিতা আবৃত্তি করে আপনাদের শুনিয়েছি।এই কবিতা যতবার শুনেছি ততবার নতুন করে শোনার আগ্রহ তৈরি হয়েছে,আর ততবার নতুন নতুন অর্থ আবিষ্কার করেছি।এই যে পোস্ট টা শেষ হলে আরো একবার শুনবো।এই কবিতায় আমার সবথেকে পছন্দের চরণ,

" এই লাগামহীন বস্তুপূজার জন্য ভয়ংকরভাবে ঘৃণা করি আমাকে, "
" আর আমি কে, সে কে, অন্যকাউ কে যে তোমাদের উদ্ধার করবে?
তোমার হয়ে কেউ তো জন্ম নেয় নি!
যদি উড়তে চাও ঈগলের মতো; তবে তোমাকে তোমার আত্মা থেকে পালক নিয়ে সুনিপুণ কারিগর হয়ে বানিয়ে নিতে হবে ডানা। "


আবার দ্বিতীয় কবিতা, অন্ধ বুড়োর ব্লুজ যেখানে পাঠকের মনের কথা প্রকাশ পেয়েছে শেষ চরণে,

" এখানে মৃত্যু ছাড়া আর কোনো প্রিয়বন্ধু নেই
এ শহরে নিঃসঙ্গতার চেয়ে আর কোনো সুন্দরী প্রেমিকা নেই।


ব্যাক্তিগত মতামত:


আমি এই বই নিয়ে আর বেশি কিছু বলতে চাই না যা বলার ইতিমধ্যে বলে ফেলেছি। এখন শুধু বলতে পারি আপনি যদি কখনো এই কাব্য গ্রন্থ পড়েন তবে আপনি পরিচিত জন্যে সেইসব পরিচিত দিনের সাথে যা আপনি প্রত্যেকদিন দেখতেন কিন্তু আপনি বুঝতে পারেন নি আলাদা আলাদা মানুষের আত্মা কেনো আলাদা আলাদা রূপে জীবিত আছে।


স্পোর্টস কার কবিতার আবৃত্তি:




Sort:  
 3 years ago 

অনেকটা দিন পর সেই চিরচেনা কন্ঠের আবৃত্তি শুনলাম,জাস্ট অসাধারণ। 🙏😊❤️

 3 years ago 

ভাই ভালোবাসা নিবেন।
এখন থেকে চেষ্টা করবো আবারও নিয়মিত আপনাদের আবৃত্তি শোনানোর।দোয়া রাখবেন আমার জন্য।🖤😍🙏

 3 years ago 

আপনার কন্ঠে কবিতা আবৃত্তি অনেকদিন পর শুনে অনেক ভালো লাগলো। আর আপনার কন্ঠে কবিতা মানে অসাধারণ।এত সুন্দর ও মিষ্টি কন্ঠে কবিতা আবৃত্তি করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।🖤🙏

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.037
BTC 103309.22
ETH 3473.09
USDT 1.00
SBD 0.56